"নতুন বছর" (Poem of my writing"new year")||by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ১৮ই পৌষ | ১৪৩১ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | শীতকাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
আজকের নতুন বছরকে কেন্দ্র করে কিছু কথা বলতে চাই। একটা মানুষের জীবনে নতুন বছরকে কেন্দ্র করে নানান পরিকল্পনা থাকে। অনেক আকাঙ্ক্ষা নিয়ে নতুন বছর শুরু করে তবে তার সেই সবগুলো আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। পুরোপুরি মানুষ তার কর্মফল ভোগ করে। নতুন বছরের শুরু থেকে সে যদি নিজেকে সেই ভাবে প্রস্তুত করে সে ক্ষেত্রে তার লক্ষ্যে পৌঁছে যাওয়া সম্ভব। তবে সবশেষে একটি কথা বলতে চাই নতুন বছরের শুরুটা সবার সুন্দরভাবে হোক। আর যদি আমি আমার নিজের কথা বলতে চাই সেক্ষেত্রে নতুন বছরকে কেন্দ্র করে বেশ কিছু স্বপ্ন আছে জানিনা সৃষ্টিকর্তা সেই স্বপ্নগুলো আদেও পূরণ করবেন কি না?? তবে নিজেকে যতটা সম্ভব সৎ পথে অবিচল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেন সততার সাথে নতুন বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জীবন পরিচালনা করতে পারি। আমি বিশ্বাস করি একজন মানুষের সফলতার পেছনে তার সৎ লক্ষ সবচেয়ে বড় অবদান রাখে।
নতুনকে বরণ করে নেয়ার সাথে সাথে অতীতকে বিদায় জানানোর যে অনুভূতিটা সেটা কারো কাছে কষ্টের হয় আবার কারো কাছে সেটা সুখের। অতীতে যে কষ্টের সাথে সময় পার করেছে সে হাসিমুখে নতুনকে বরণ করে নেয় আর যে অতীতে সুন্দর সময় পার করেছে সে নতুনকে বরণ করে নিতে কিছুটা চিন্তিত থাকে। কেননা নতুন অধ্যায় টা তার কাছে কেমন হবে সেটা নিয়ে দুশ্চিন্তায় ভুগতে থাকে। ঠিক একইভাবে নতুন বছরের শুরুতে কেউ পুরনো স্মৃতিটাকে বিদায় জানাতে ব্যস্ত আবার কেউ পুরনো স্মৃতিটাকে বুকে আগলে রাখতে ব্যস্ত। আজকের কবিতার টপিকটা নতুন বছর কে কেন্দ্র করে যেহেতু নতুন বছরের আজ প্রথম দিন তবে আজকে শেয়ার না করলেও আমি হয়তো বা আগামীকাল অর্থাৎ নতুন বছরের দ্বিতীয় দিন সকালে এই কবিতা পোস্ট শেয়ার করব। হ্যাঁ নতুন বছরের প্রথম দিনে লিখলেও শেয়ার করব নতুন বছরের দ্বিতীয় দিন এজন্য নতুন বছরের অনুভূতিকে কেন্দ্র করে কয়েক লাইন লিখেছি সেটাই তুলে ধরার চেষ্টা করছি।
আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।
চলুন শুরু করা যাক
তখনও অজানা কারণে আমার মন খারাপ,
শত সহস্র কারণে দুঃখ ভারাক্রান্ত মন
হৃদয়ের নতুনত্বও করেনি কোনো আলাপ।
নিঃশব্দে বছর গেলো
হৃদয়ে বইলো কতশত ঢেউ,
নতুন সূর্যের স্নিগ্ধতায়
বিষাদে ভর না করুক আর অতীতের কেউ।
বছরকে বিদায় দেওয়ার মায়া
ধূসরতার ধূলোয় মিশে যায়,
দু'চোখে কতো স্বপ্ন
এবার যেন সফলতার দেখা পায়!
অদৃশ্য যে ভয় বছরের পর বছর
মনকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলেছে,
নতুনত্বের ছোঁয়ায় আজ সে ভয় যেন
মুক্ত আকাশে ডানা মেলেছে।
ব্যর্থতা আর হতাশার যে ঝুলি
বইতে বইতে মস্তিস্ক ক্লান্ত,
নবাগত এই দিনে কিঞ্চিত আশায়
সে মস্তক হোক শান্ত।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
আসলে প্রথমে আপনাকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ আপনি আমাদের মাঝে এই নতুন বছর উপলক্ষে একটা দারুন কবিতা শেয়ার করেছেন। আপনার কবিতার প্রত্যেকটি লাইন আমার ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নতুন বছরকে ঘিরে আপনার লেখা সুন্দর এই কবিতা জাস্ট অসাধারণ ছিল। খুবই ভালো লেগেছে এত সুন্দর ভাবে আপনার কবিতা লিখতে দেখে। আমরা সবাই মনে প্রাণে নতুন বছরকে স্বাগত জানিয়েছি এবং বরণ করে নিয়েছি। শুভ হোক সকলের পথচলা।
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাইয়া।নতুন বছর কে ঘিরে দারুণ লিখেছেন। নতুন বছরের কাছে একটাই চাওয়া এটা যেন স্বপ্নপূরণের বছর হয়। দু চোখে সফলতার স্বপ্ন এবার যেন দেখা পাই। দারুন লিখেছেন ভাইয়া। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। সুন্দর একটি কবিতা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
আপনার লেখা আজকের এই কবিতাটা আমার কাছে পড়তে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর করে আপনি কবিতাটা লিখেছেন এই টপিক নিয়ে। ছন্দ মিলিয়ে এত সুন্দর করে কবিতাটা লেখায় খুব ভালো লাগলো। অনেক সুন্দর অনুভূতিকে তুলে ধরেছেন কবিতার লাইন গুলোর মধ্যে।
নতুন আর পুরাতনের মাঝে তো আমি কোন পার্থক্য দেখছি না ভাই। আগের টাও যেমন কেটেছে এটাও ঐরকমই কাটছে কোন পার্থক্য নেই। শুধুমাত্র তারিখ লেখার সময় ২৪ এর পরিবর্তে ২৫ লিখছি এই যা হা হা হা।
তবে কবিতা টা দারুণ লিখেছেন আপনি। বেশ ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।।