বাবা মারা কেন জানি মেয়েদেরকে তাদের পাপ্যটুকু বুঝিয়ে দিতে চায় না,যার জন্য ভাইয়েরা দিতে চায় না
আমার বয়স খুব একটা বেশি না তবে এই বয়সে যতটুকু বুঝতে শিখেছি তার বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করেছি বাবা মায়েরা শুধু তাদের ছেলেদের কেই বেশিরভাগ অংশটা লিখে দেয়। মেয়েগুলো যে তাদের সন্তান এই কথাটা কেন জানি তারা ভুলে যায়।