আমার SuperWalk এর দ্বিতীয় সপ্তাহ
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০১-০১-২০২৫)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার SuperWalk এর দ্বিতীয় সপ্তাহের হাঁটাহাঁটি স্ক্রিনশট। বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ আপনারা সকলে কমবেশি জানেন। আসলে শারীরিকভাবে অসুস্থতার কারণে এই সপ্তাহে তেমন হাঁটাহাঁটি করতে পারেনি। এই সপ্তাহের পুরো কয়েকদিন আমার হাসপাতালে বেডেই সময় কেটেছে। আজকে সকাল বেলা থেকেই বেশ বাড়িতে সময় পার করছি। যেহেতু শারীরিক ভাবে অসুস্থ তাই সব সময় বাড়িতেই থাকতে হয় তাই চেষ্টা করি সকাল-সকাল পোস্ট শেয়ার করার জন্য। সকাল বেলায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সকালের নাস্তা শেষ করে ভাবলাম আপনাদের মাঝে পোস্ট শেয়ার করব। এই কয়েকদিন স্ক্রিনশট গুলো এক জায়গায় রেখে পোস্ট শেয়ার করার জন্য চলে আসলাম। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক.........
আসলে আমি এই সপ্তাহে প্রায় কয়েকদিন হাসপাতালের বেডে সময় অতিবাহিত করেছি। আসলে শারীরিকভাবে খুবই অসুস্থতার কারণে আমি রাজশাহী হসপিটালে বেশ কিছুদিন ভর্তি ছিলাম। সেখানে আমার ছোট্ট একটি অপারেশন করানো লেগেছিল। রবিবারের দিন যখন আড্ডা চলছিল তখন শুভ ভাই সহ আরো আমার বাংলা ব্লগ কমিউনিটি অনেক সদস্য আমাকে মেনশন দিয়ে মেসেজ দিয়েছিল সত্যি মেসেজগুলো দেখে আমার বেশ মন খারাপ হয়েছিল আমি তখন রবিবারের আড্ডায় যুক্ত হতে পেরেছিলাম না এই কারণে। আসলে তখন আমার পুরো দেহ অবশ অপারেশন করার কয়েক ঘন্টা পরে আমি তখন শুধুমাত্র মোবাইলটা হাতে নিয়েছি দেখি অনেকেই আমাকে মেনশন দিয়েছে। কিন্তু আমি তখন খুবই কষ্ট করে শোভা ভাইকে মেনশন দিয়ে একটি এসএমএস লিখেছিলাম এবং আমি আড্ডায় জয়েন করতে পারবো না এই বিষয়ে একটি এসএমএস দিয়েছিলাম। আসলে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি রবিবারের আড্ডায় আমার ফিউচার আর্টিকেলের পোস্ট মনোনীত হয়েছে তাই সেই পোস্ট সম্পর্কে কিছু কথা বলব। কিন্তু দুঃখের বিষয় আমি সেদিন আপনাদের মাঝে থাকতে পারিনি। চেষ্টা করব পরবর্তীতে কখনো যদি আবারো রবিবারের আড্ডায় যুক্ত হতে পারি তখন ওই পোস্ট সম্পর্কে কিছু কথা বলার জন্য।
আপনারা সকলেই জানেন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল আমার বাংলা ব্লগ কমিউনিটির বেশ কিছু সদস্য। আসলে রকি ভাই এবং সোনিয়া আপু এবং তাদের মেয়ে তিনজন আমার মনে স্পন্দনে জায়গা করে নিয়েছে সত্যি তাদের কথাগুলো মনে আসলে এখন বেশ একাকীত্ব বোধ করি আমি। কেননা তাদের সাথে কাটানো দিনগুলো এবং কাটানোর সময় গুলো ছিল আমার কাছে অবিস্মরণীয়। আমার এই পোস্ট ফিউচার আর্টিকেলে মনোনীত হয়েছিল। আমি চেয়েছিলাম এই পোস্ট সম্পর্কে আপনাদের সাথে কিছু শেয়ার করব। আসলে আমি ধারণা করেছিলাম আমার এই পোস্ট রবিবারের আড্ডায় মনোনীত হবে তাই এই বিষয়ে আমি রকি ভাইয়ের সাথে বেশ কিছু আলোচনা করেছিলাম আপনাদের মাঝে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য। কিন্তু দুঃখের বিষয় শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে সেদিন আপনাদের মাঝে যুক্ত হতে পারেনি। চেষ্টা করব যদি কখনো সুযোগ হয় আপনাদের মাঝে এই বিষয়গুলো শেয়ার করার জন্য।
আপনারা উপরে স্ক্রিনশট গুলো লক্ষ্য করলে দেখতে পারবেন আমি এই সপ্তাহে প্রত্যেকদিন হাঁটাহাঁটি করেছি তার স্ক্রিনশট শেয়ার করেছি। আসলে বেশ কিছুদিন হাঁটাহাঁটি করিনি বললেই চলে আসলে হাসপাতালে বেডে থাকলে হাঁটাহাঁটি করা হয় না এটাই স্বাভাবিক। এখন আলহামদুলিল্লাহ বেশ সুস্থ আছি এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। আশা করি পরবর্তী সপ্তাহে থেকে আবারও হাঁটাহাঁটির ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করব। আজকের লেখা পোস্ট এখানে শেষ করছি আশাকরি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
ভাইয়া আপনার দ্বিতীয় সপ্তাহের একটিভিটিস দেখে বেশ ভালো লাগলো। আপনি বেশ একটিভ একজন মানুষ। আশা করি আগামী সপ্তাহে আমিও নিজে এমন একটি পোস্ট করতে পারবো। আপনার এমন একটিভিটিস দেখে ভালোই লাগলো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রথম স্ক্রিনশটের ছবি দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম সারাদিন কি হাঁটার উপরে ছিলেন নাকি ভাই?? আপনার এক্টিভিটিভ দেখে ভালো লাগলো আশা করি এই কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন শুভকামনা রইল ভাই।
আরে বাহ প্রথম দিনে তো আপনি অনেক হেঁটে ফেলেছেন। আমি এখন পর্যন্ত এত হাঁটতে পারিনি। তবে কয়েকদিন আপনি অসুস্থ তাই বেশি হাঁটতে পারেননি। আপনার সুস্থতা কামনা করছি। আল্লাহ তা'আলা আপনাকে দ্রুত সুস্থ করে দেবে ইনশাল্লাহ। আপনার সুপার ওয়ার্ক দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ।
https://x.com/kibreay001/status/1874289469572211068?t=9ZckMr0gfiqErnFYVKQGmw&s=19
একদিনে ১৮,৪৯৬ স্টেপস হাঁটাহাঁটি করা তো বিশাল ব্যাপার। বেশ ভালোই হাঁটাহাঁটি করছেন। আমিও নিয়মিত হাঁটাহাঁটি করার চেষ্টা করছি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এই অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে সবাই হাটাহাটির পরিমাণ বাড়িয়ে দিয়েছে। আপনি দেখছি অনেক হাটাহাটি করেন প্রতিনিয়ত। অ্যাক্টিভিটি দেখে বুঝতে পারলাম। যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটা দিক। অনেক ভালো লাগলো আপনার অ্যাক্টিভিটি রিপোর্ট দেখে।
ভাইয়া SuperWalk এর দ্বিতীয় সপ্তাহে আপনার হাঁটাহাঁটির এক্টিভিটিস আজ শেয়ার করেছেন। আপনার এক্টিভিটিস বেশ দারুন ছিল।আশাকরি আমরা সবাই এভাবে নিজেদের এক্টিভিটিস বৃদ্ধি করবো।অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
আপনাকে দেখতেছি প্রতিদিন হাঁটাহাঁটি করেন। প্রতিদিনের স্ক্রিনশট গুলো লক্ষ্য করলে বুঝা যায় আপনি ভালোই হাঁটাহাঁটি করেছেন। এই এপ্সটি আমাদের জন্য সত্যিই অনেক উপকারী। হাটাহাটির মাধ্যমে আমাদের শরীর-স্বাস্থ্য ভালো থাকে আবার কিছু ইনকাম হয়। সব মিলিয়ে দারুন ছিল ধন্যবাদ।