$PUSS টোকেনের ১০০ তম দিন পূর্ণ হলো।
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০২-১২-২০২৪)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি $PUSS টোকেনের ১০০ তম দিন পূর্ণ হলো। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই হাতমুখ ধুয়ে হালকা একটু নাস্তা খেয়েছি। তারপরে বাড়ি থেকে বাইক বের করে মাছের পুকুরে খাবার দিতে গিয়েছিলাম। মাছের পুকুরে খাবার দেওয়া শেষ করে বাড়িতে এসে ল্যাপটপ এবং মোবাইল ফোন সামনে নিয়ে বসে গেলাম কিছু কাজ করার জন্য। প্রথমেই $PUSS প্রমোশনের কাজে বেশ কিছু সময় যুক্ত ছিলাম। তারপরে ভাবলাম আজকে পোস্ট শেয়ার করা দরকার। তখনই হঠাৎ মাথায় আসলো আজকে $PUSS টোকেনের ১০০ তম দিন পূর্ণ হলো এই বিষয় নিয়ে পোস্ট শেয়ার করব। তখনই ল্যাপটপ থেকে বেশ কিছু স্ক্রিনশট নিয়ে রাখলাম পোস্ট শেয়ার করার জন্য। তবে চলুন আজকে আপনাদের মাঝে $PUSS টোকেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব। তবে চলুন পোস্ট শেয়ার করা যাক..........
প্রথমে আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কয়েন মার্কেটক্যাপ একাউন্টে প্রবেশ করে অনেক সুন্দর ভাবে একটি স্ক্রিনশট নিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা স্ক্রিনশটের দিকে লক্ষ্য করলে আরও দেখতে পারবেন এর মধ্যে $PUSS টোকেন সম্পর্কে বিস্তারিত অনেক কিছু লেখা আছে। এখানে আপনারা দেখতে পারবেন $PUSS টোকেনের মার্কেট ক্যাপ থেকে শুরু করে বিস্তারিত অনেক তথ্য। আজকে বর্তমান $PUSS টোকেনের মার্কেটক্যাপ ৬.৪৭ মিলিয়ন ডলার। এখানে আপনারা লক্ষ্য করলে আরো দেখতে পারবেন $PUSS টোকেন প্রত্যেকদিন কত % বৃদ্ধি পাচ্ছে এবং কত % নিচের দিকে নামতেছে। আসলে সকল কিছু তথ্য পেতে হলে নিজেকে একটু মার্কেট সম্পর্কে বুঝতে হবে এবং মার্কেট ঘাটাঘাটি করতে হবে। তা না হলে কিপ্টো মার্কেট সম্পর্কে বোঝা সত্যি বেশ কঠিন। আমি চেষ্টা করি আমার এই ছোট্ট জ্ঞানের ভিত্তিতে অল্প কিছু হলেও নিজের জায়গা থেকে বোঝার জন্য। আসলে যেগুলো বুঝতে পারি আপনাদের মাঝে সেগুলো শেয়ার করার চেষ্টা করি। আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রত্যেকটা ইউজার প্রতিনিয়ত কয়েন মার্কেটক্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করছে এবং $PUSS টোকেন কে ভোট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে এটা সত্যি আমাদের সকলের জন্য বেশ দারুন ব্যাপার। আমি মনে করি এভাবেই সামনের দিকে এগিয়ে চলবে ভবিষ্যতে।
এবার আপনারা আবারো উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আমার ল্যাপটপ থেকে একটি স্ক্রিনশট নিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছি। সকলের প্রিয় $PUSS টোকেন কোন কোন মার্কেটে লিস্টিং আছে আপনারা সকলে এখান থেকে দেখতে পারবেন। আপনারা চাইলে কয়েন মার্কেটক্যাপ একাউন্ট প্রবেশ করে নিচের দিকে সকল কিছু তথ্য দেওয়া আছে সেখান থেকেই দেখতে পারবেন। SunSwap দিয়ে মোট ৬ টি মার্কেটের $PUSS লিস্টিং আছে আপনারা সকলেই দেখতে পারছেন। আশা করা যায় আরো খুব দ্রুত অনেকগুলো মার্কেটে লিস্টেড হবে। আপনাদের যদি $PUSS টোকেন সম্পর্কে বোঝার অসুবিধা হয় তাহলে আমাদের কমিউনিটির এডমিন মডারেটরদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদের সকল সমস্যা সমাধান করবে।$PUSS
✨💞আমার নিজের পরিচয়💞✨
$PUSS টোকেনের ১০০ তম দিন পূর্ণ হওয়ার আগে থেকে মার্কেট উপরের দিকে উঠতে শুরু করেছে এটা আমাদের সকলের জন্য বেশ দারুন ব্যাপার। যেহেতু আমাদের নিজেদের কয়েন তাই সব সময় আমাদেরকেই প্রমোশনের কাজ চালিয়ে যেতে হবে এটাই স্বাভাবিক। তাই আমি মনে করি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ইউজার থেকে শুরু করে এডমিন মডারেটর প্রতিনিয়ত প্রমোশন কাজ চালিয়ে যাচ্ছে এটা দেখে আমি প্রতিনিয়ত বেশ মুগ্ধ হয়ে যায়। আমি আশা করছি এভাবেই $PUSS টোকেন সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে চলবে। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
x-promotion
হ্যাঁ যারা বহিরাগত তারা যদি এই সম্পর্কে ধারণা না জেনে থাকে তাহলে অবশ্যই আমাদের কমিউনিটির মডারেটর এডমিনদের মাধ্যমে জানতে পারবে এবং কিনতে পারবে। আর এই ১০০ দিনের মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে উত্থান পতন ঘটেছে। এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় করেন এর মার্কেট।
আজকে আমাদের সবার জন্য ঐতিহাসিক একটি দিন। এই ১০০ দিনে পুস কয়েন মাটি থেকে চাঁদে গিয়ে তারপর এখন চাঁদ থেকে সূর্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমাদের এখন সবার উচিত পুসের প্রমোশন চালিয়ে যাওয়া যাতে বড় বড় ইনভেস্টরদের নজরে আসা যায়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।