You are viewing a single comment's thread from:

RE: দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ০৬ (জীব জগৎ)

in আমার বাংলা ব্লগ2 years ago

১. আর্জেন্টিনাতে পাওয়া গিয়েছিল।

২. কুটটুস ফক্স টেরিয়ার প্রজাতির কুকুর।

৩. বিশেষ করে আর্কটিক দেশ গুলোতে কুকুরকে যানবাহনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যেমন, গ্রীনল্যান্ড, আইসল্যান্ড।

৪. হরিণ ও অ্যান্টিলোপের মধ্যে মূল পার্থক্য হলো দেহের আয়তনে। তাছাড়া হরিণের শিং প্রতিবছর ঝড়ে গিয়ে আবার গজায় কিন্তু অ্যান্টিলোপের শিং স্থায়ী হয়, ভেঙে গেলে আর গজায় না।

৫. ওরকা। যাকে কিলার হোয়েলও বলা হয়ে থাকে।

৬. নীল গাই একটি অ্যান্টিলোপ।

৭. ইন্ডিয়ান স্পটেড চেভরটেইন। কর্ণাটক, কেরালা ছত্রিশগড়।

৮. প্ল্যাটিনাম আরোয়ানা। দাম আনুমানিক ৪ লক্ষ ডলার।

৯. কুমীর।

১০. ঈগলের মাথা আর সিংহের দেহ দুই মিলিয়ে গ্রিফিন।