অনু কবিতা(10% Beneficiary To shy-fox)
আজ - শুক্রবার।
২৩-ফেব্রুয়ারি ২০২৪ ইংরাজি।
আসসালামু আলাইকুম
আমার পোস্টটি ভিজিট করার জন্য সকলকে জানাই স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলে ভালো এবং সুস্থ আছেন।আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো এবং অসুস্থ আছি।আজকে আমি @kosto আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে উপস্থিত হয়েছি।এই কবিতাটি আমার লেখা ছন্দের সাথে মিল করার চেষ্টা করেছি এবং বাস্তব জীবনের কিছু ঘটনাকে তুলে ধরার চেষ্টা করেছি।নিজের আবেগ থেকে কিছু কথা আপনাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।
free photo download pixabay.com
অনু কবিতা-১
ভোমরেরা গাইছে গান মধু আহরণে হয়েছে ব্যাকুল।
মিটিমিটি তারা জলে রাতের আকাশে,
মৃদু হাওয়া বইছে ফুলের সুবাসে।
নীল আকাশের নিচে বসে আছি একা,
কখন বন্ধু আসবে তুমি দিবে আমায় দেখা।
অনু কবিতা-২
ভালো লাগে ভালোবাসা অনুরাগে মিশে থাকা,
তোমার পানে চেয়ে।
ওগো মেয়ে ললনা করো নাগো ছলনা,
ভালবাসি তোমায় সে কথা কি জানো না।
অনু কবিতা-৩
মনের মাঝে গাঁথা।
ভাঙিয়াছে নদীর কূল ওই পারেতে বাঁধিয়াছি বাসা।
সময় করিয়া যাইও একবার করিতে,
আমার সনে দেখা।
লাল শাড়ি লাল টিপ পড়িবে যখন,
অপলক তোমার পানে চাইয়া থাকিব তখন।
অনু কবিতা-৪
এ কেমন মায়া ভালোবাসার টান।
অনুভূতি অনুরাগে ভালোবাসি যারে,
এমন শুধুই তোমার জন্যই ছটফট করে।
এ কেমন মায়া-জালে বাধি আছো মোরে,
ভুলিয়া যেও না কভু আমারে।
অনু কবিতা-৫
কি দারুন করেছে সৃষ্টি বিধাতা,
তোমায় দেখিলে মনে লাগে বড় সুখ।
না ছিল চেনা জানা না ছিল পরিচয়,
কোথা থেকে এলে তুমি করে নিলে মন যায়।
বুঝিনি কভু কি দিয়ে বানিয়েছে প্রভু,
তোমার এই মায়া ভরা মুখ।
যখনই দেখি আমি মনে লাগে বড় সুখ।
কবিতার কিছু কথা।
সম্পূর্ণ কবিতাটি আমার নিজের লেখা। নিজের মনের কিছু কথা কবিতার মাঝে তুলে ধরেছি।কবিতা লিখেছি আবেগ ও অনু ভুতি থেকে। কবিতাটি একটি মেয়েকে ইঙ্গিত করে লিখা হয়েছে।মনের মানুষকে নিয়ে অনেক সময় অনেক আবেগ অনুভুতি আমাদের মাঝে দেখা দেই। সেই খানথেকে আমি কিছু কথা কবিতাই প্রকাশ করেছি। যদিও আমার এখনও সেই তুমি নামক কেউ হয়নি তাই অনুভুতি গুলো কম।যদি সেই তুমি নামক কেউ থাকতো তাহলে আরো সুন্দর ভাবে কবিতা প্রকাশ পেত।
কখনো কখনো কবিতা সুর নিজে থেকে ধরা দেয়। আবার কখনো কখনো জীবনের সঙ্গে মিলে যায়। আমি চেষ্টা করছি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার জন্য। বন্ধুরা আজকে কবিতা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আশা করি সামনে আরও নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই সমাপ্ত।
শ্রেণি | বিবরণ |
---|---|
লোকেশন | কুমিল্লা,বাংলাদেশ |
পোস্ট | অনু কবিতা। |
ডিভাইজ | স্যামস্যাং এম ২১। |
কমিউনিটি | আমার বাংলা ব্লগ। |
রাইটিং | @kosto |
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
আপনি তো বেশ সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতার ভাষা অসাধারণ। তবে কবিতার মাধ্যমে একটি মেয়ের ভালোবাসা তুলে ধরেছেন। তবে এটি ঠিক কবিতা কখনো নিজের অনুভূতি থেকে আসে আবার কখনো এমনিতে আসে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু কবিতাগুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টে ভিজিট করে মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।