মৌমাছি নাচি নাচি 🐺🐺 ( লাজুক খ্যাকের জন্য ১০% পে আউট এবং ৫% এবিবি স্কুল এর জন্য ) 🐺🐺
• ৬ কার্তিক
• ১৪২৯ বঙ্গাব্দ।
• শনি বার
• মৌমাছি কবিতা ও কিছু ফটোগ্রাফি।
🌺🌺 হ্যালো বন্ধুরা 🌺🌺
আসসালামু আলাইকু।কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আমি বাংলাদেশী একজন ইউজার। আমি আমার বাংলা ব্লগ এ কাজ করি। আমি @kosto আপনাদের মাঝে শেয়ার করব মৌমাছির কবিতা ও ফটো গ্রাফি।
https://pixabay.com/images/id-337695/
মৌমাছি
মৌমাছিরা দারুণ ধুরন্ধর ভীষণ অনুভূতি প্রবণ, ফুলের কূল চেনে,রঙ-রূপ-গন্ধ চেনে, মধু ভরা ফুল চেনে।
মৌমাছিরা সাহসী প্রেমিক অসাম্প্রদায়িক
বনে বনে উড়ে উড়ে ফুলদের সাথে জড়াজরি করে,
ফুলের রেনু গায়ে মেখে পরকীয়া প্রেম করে
জাতপাতহীন চাক বাঁধে গাছ পালা ও ঘরে ঘরে।
শ্রমিক মৌমাছিরা বলিষ্ঠ মাঠকর্মী,
মাইল মাইল উড়ে গিয়ে ফুলের সাথে প্রেম করে,
ফুলকে চুমুদেয়, কোমল স্বভাবে,
ফুলের বুকে আলগেছে বসে বসে মধু খায়
ফুলে ফুলে মধু খেয়ে অন্যফুলে উড়ে চলে যায়।
পরকীয়া উল্লাসে পৃথিবীর প্রতিপদে হাঁটে-চলে
মৌমাছিরা রাজনীতি করে, দারুণ ধুরন্ধর,
মধু-পিয়াসী তৃষ্ণায়--তৃষ্ণার্ত প্রতি লোভে।
রানী মৌমাছির আদেশের প্রহর গুণি
আদেশ পেলে করে না দেরি ওই ফুল ফোটে বনে মধু আহরণে যায়।
https://pixabay.com/images/id-7446944/
https://pixabay.com/images/id-4931194/
https://pixabay.com/images/id-4126065/
আপনাদের মূল্যবান সময় ব্যয় করে
আমার পোস্টটি পড়ার জন্য।
🌺🌺 (সবাইকে ধন্যবাদ) 🌺🌺
কবিতা টি আরেকটু বড় হলে ভালো হত। আর কবিতার তুলনায় ছবি একটু বেশীই দিয়ে ফেলেছেন। আশা করব যে ছবি গুলো দিয়েছেন সেগুলো কপিরাইট ফ্রী। তবে সোর্স মেনশন করাটাও সঠিক পদ্ধতিতে হয় নি। আপনি একবার এবিবি স্কুলে আপনার লেভেলের যে প্রফেসর আছেন তাদের সাথে কথা বলুন। কিন্তু ঘাবড়াবেন না। এখানে সকলেই ভীষণ হেল্পফুল। ভুল হলে ঠিক ধরিয়ে দেবেন।সাহায্য করবেন। আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভ কামনা রইলো।
পরামর্শ দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী পোস্টগুলো করার সময় অবশ্যই ভুলগুলো সংশোধন করব এবং সবগুলো নিয়ম মেনে পোস্ট করব।
আপনার কবিতাটি পড়ে আমার ভালো লাগেনি। আপনি চেষ্টা করুন অন্য ধরনের পোস্ট করতে। কমিউনিটিতে যারা ভালো কবিতা লেখে তাদের কবিতাগুলো পড়ুন। এছাড়া আপনি বিভিন্ন কবিতার বইও পড়তে পারেন এ বিষয়ে আপনার দক্ষতা বৃদ্ধির জন্য। ধন্যবাদ আপনাকে।
পরামর্শের জন্য ধন্যবাদ ভাইয়া।