নারী জীবন পুরুষের মতো নয়,
পরিস্থিতির কাছে সে আসলেই অসহায় ।
প্রকাশ্যে প্রত্যাখ্যান করলেও জানবে
সে আসলে শুধু তোমাকেই চায় ।
এই লাইনটা দাদা অসম্ভব সুন্দর। আপনার কবিতা লেখার স্কিল প্রশংসা করলেও কম হয়ে যাবে। প্রতিটা লাইন মন ছুঁয়ে গেছে। সত্যি দাদা আপনি অলরাউন্ডার আপনার যেমন তো কবিতা তেমন সুন্দর ছবি তুলতে পারেন।