DIY projects:- রঙিন কাগজ দিয়ে কিউট কালো বিড়াল তৈরি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আসসালামু-আলাইকুম/ আদাব
কেমন আছেন আপনারা সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে আমার নতুন একটি ডাই প্রজেক্ট শেয়ার করবো। রঙিন কাগজ দিয়ে কিউট কালো বিড়াল তৈরি বিড়াল আমার ভীষণ পছন্দ। তবে কালো বিড়াল গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। চলুন এবার ডাই প্রজেক্ট এর কাজ শুরু করা যাক।
রঙিন কাগজ
পেন্সিল
কাঁচি
আঠা
সাইন পেন
- আমি প্রথমেই কালো রঙের রঙিন কাগজ নিলাম। এবার আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। এবার আমি কাগজ পেঁচিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। উপরের দিকে ভাঁজ করে নিয়ে বিড়ালের কান তৈরি করলাম।
- এবার আমি হলুদ রঙের রঙিন কাগজ ছোট করে কেটে নিলাম। তার পরে কালো কাগজ কেটে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। বিড়ালের চোখ তৈরি করে নেওয়ার পর আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এবার আমি বিড়ালের গোঁফ নাক রঙিন কাগজ কেটে বানিয়ে নিলাম। তার পরে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম।
- সব গুলো কে ভালো করে আঠা দিয়ে লাগিয়ে দেওয়ার পর, এবার আমি ছোট করে কালো কাগজ কেটে নিলাম। এবার আমি কালো কাগজ কেটে বিড়ালের লেজ বানিয়ে নিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
- রঙিন কাগজ দিয়ে কিউট কালো বিড়াল তৈরি করা হয়েছে। কিউট কালো বিড়াল তৈরি করার পরে দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কিউট কালো বিড়াল তৈরি দেখে আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশাকরি আপনারা সকলেই সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
বিভাগ | ডাই প্রজেক্ট |
---|---|
ডিভাইজ | Vivo Y12A |
বিষয় | রঙিন কাগজ দিয়ে কিউট কালো বিড়াল তৈরি। |
লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং ফটোগ্রাফি মিউজিক রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
সহজ পদ্ধতিতে আপনি একটি সুন্দর কাল বিড়াল তৈরি করেছেন। বাচ্চারা বেশ পছন্দ করবে। ধন্যবাদ আপনাকে ধাপগুলো সহজ করে উপস্থাপনের জন্য।
জি আপু আমি আমার ভাগ্নিকে দিয়েছি। সে তো ভীষণ খুশি হয়েছে। ধন্যবাদ আপনাকে
https://twitter.com/HouqeLimon/status/1578897351292334080?t=FI42QrZBGaSxnHNdRcVJAg&s=19
ভাইয়া আপনার রঙিন কাগজের কালো বিড়াল অসাধারণ ছিল। আসলে রঙিন কাগজের জিনিস গুলো দেখতে অনেক সুন্দর দেখায়। আর আপনার বিড়ালটি সত্যিই কিউট। আপনাকে অনেক ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু। বিড়ালটিকে দেখতে কিউট লাগতেছে। ধন্যবাদ আপনাকে
আপনার কাছে কালো বিড়াল পছন্দ জন্যই আপনি এত সুন্দর একটি কালো বিড়াল তৈরি করেছেন। আপনার মত আপনার কালো বিড়াল দেখে আমিও মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে বিড়ালটি তৈরি করেছেন। ধাপগুলোও খুব সুন্দর দেখিছেন। সব মিলিয়ে ভালো লেগেছে । ধন্যবাদ আপনাকে।
বিড়ালটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভীষণ খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।
বিড়ালটি দেখে আপনার পাশাপাশি আমিও মুগ্ধ হয়েছি।অনেক সুন্দর হয়েছে।আর বানানো টাও বেশ মনে হচ্ছে আপনার বর্ণনার কারণে।ধন্যবাদ সুন্দর একটি ডাই প্রোজেক্ট শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ওয়াও চমৎকার দক্ষতা দেখালেন রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। আসলে এই ধরনের কিছু তৈরি করতে দেখতে দুটোই ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে রঙিন কাগজ দিয়ে কিউট একটি বিড়ালের দৃশ্য ফুটিয়ে তোলা অনেক ভালো লাগলো।
ঠিক বলেছেন ভাইয়া। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে
বাহ,রঙিন কাগজ দিয়ে কালো বিড়ালটি সত্যিই অসাধারণ তৈরি করেছেন।কালো বিড়াল আমার খুবই পছন্দ, তাছাড়া এই বিড়াল বাইরের দেশে খুবই পুষতে দেখা যায়।ধাপগুলো সুন্দর ছিল, ধন্যবাদ আপনাকে।
দিদি আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভ কামনা রইলো।
অন্ধকারে এই বিড়াল দেখলে সত্যি সত্যি ভয় পেয়ে যাবে😊।কালো কাগজ দিয়ে তৈরি বেশ ভালো লাগলছে বিড়াল টা।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
আপনার এই ডাই প্রজেক্ট টা অনেক ইউনিক লেগেছে ভাই।মাস্টার পিচ ছিল।খুব পরিশ্রম করে জিনিস টা বানিয়েছেন এবং ধাপ গুলো উপস্থপনা করেছেন শুভ কামনা রইলো।
আপনার মতামত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি কালো বিড়াল তৈরি করেছেন।আপনার চিন্তা ধারা অনেক ব্যতিক্রম। এত সুন্দর একটি কালো বিড়াল আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সব সময়ই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে আপু।