তোরে পুতুলের মতো করে সাজিয়ে। Song Cover By @limon88
"বিনোদন প্রেমিকদের কে স্বাগতম" |
---|
শুভ সন্ধ্যা 💞
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গান কভার। তোরে পুতুলের মতো করে সাজিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
- গান:- তোরে পুতুলের মতো করে সাজিয়ে।
- শিল্পী:- কুমার বিশ্বজিৎ।
- কভার:- @limon88.
প্রথমেই বলে রাখি আজকে রাত চারটায়। শশুর কে নিয়ে আমরা হাসপাতালে রওনা দিবো চোখ অপারেশন করার জন্য। আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহর রহমতে যেনো সব কিছু ভালোই ভালোই হয়ে যায়। বেশি কয়েকদিন থেকে অফিস যাচ্ছি না। বেশ কিছু ঝামেলার মধ্যে দিয়ে কাজ গুলো করার চেষ্টা করছি। আজকে আমি আপনাদের কে বিনোদন দেওয়ার জন্য চলে আসলাম। আমার পছন্দের একটি গান কভার নিয়ে। গানটির নাম হচ্ছে তোরে পুতুলের মতো করে সাজিয়ে। শিল্পী হচ্ছেন কুমার বিশ্বজিৎ। আমার পছন্দের একজন শিল্পী বলতে পারেন। আজকে বিকেল বেলায় বাসা ফাঁকা ছিলো এর পরে ফাঁকা বাসা পেয়ে গান কভার করার চেষ্টা করলাম। আমি সব সময়ই আমার সর্বোচ্চ দিয়ে গান কভার করে থাকি। আশাকরি আজকের গান কভার আপনাদের সবার ভালো লাগবে। কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
গানটির লিরিক্স:-
হৃদয়ের কোঠরে রাখবো
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবন ভরে দেখবো
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে
যেন তোরই মাঝে হারিয়ে গেছি
তোর রিনিঝিনি কাঁকনের ছন্দ
নির্ঘুম স্বপ্নে বাজে রে
আর নন্দিত বাঁধনের শিহরণ
দু'চোখের জানালায় জাগে রে
তোরে রংধনু সাত রঙ রাঙিয়ে
ফুলদানি সাজিয়ে রাখবো
আর কপালেতে নীল টিপ পড়িয়ে
প্রেমেরই আল্পনা আঁকবো
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে
যেন তোরই মাঝে হারিয়ে গেছি
তোর ভাবনার করিডোরে সারাদিন
হেঁটে হেঁটে যেন আমি মরেছি
আর স্বপ্নেতে জেগে জেগে পাহারা
অধরেতে ঠাঁই করে নিয়েছি
তোরে বুকেরই কারাগারে চিরদিন
বন্দী করে আমি রাখবো
আর শূন্য জীবনে আমারই
অনিমেষ জড়িয়ে যে রাখবো
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে
যেন তোরই মাঝে হারিয়ে গেছি
তোরে পুতুলের মত করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখবো
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবন ভরে দেখবো
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে
আমি নেই...
বিভাগ | গান পোস্ট। |
---|---|
ডিভাইস | realme 9 |
বিষয় | তোরে পুতুলের মতো করে সাজিয়ে। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
কভার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
অনেক সুন্দর একটি গান আজকে আপনার কন্ঠে শুনতে পেলাম। খুব সুন্দর ভাবে গানটি কাভার করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
https://x.com/HouqeLimon/status/1860651171951882549?t=o6aTmgwLFeKHq7EejDnFnA&s=19
এই গানটি আমার খুবই প্রিয় একটি গান ছিল। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে আমার প্রিয় গান টি পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এই গানটি শুনতে পেরে বেশ ভালো লাগলো। আপনি বেশ দারুন ভাবে গান টি গাওয়ার চেষ্টা করেছেন।পুরো গান টি অসাধারণ হয়েছে ভাইয়া।
আপনার পছন্দের গান যেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
গানটি অনেকদিন আগে শোনা হয়েছে। গানটি আমার কাছে বেশ ভালো লাগে। আপনার কন্ঠে গানটি শুনতে পেরে আরো বেশি ভালো লাগছে। নিখুঁতভাবে গানটি আমাদের মাঝে আপনি পরিবেশন করেছেন। গানটি পরিবেশন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
আপনার চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
তোরে পুতুলের মতো করে সাজিয়ে এই গানটি আমার খুবি পছন্দের।আপনার কন্ঠে শুনে পেয়ে আরও ভালো লেগেছে আমার। তাই শেয়ার করার জন্য ধন্যবাদ
দোয়া করি যেন আপনার শ্বশুরের অপারেশনের সবকিছু ঠিকঠাক ভাবে হয় । যাইহোক এত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। গানটা খুব সুন্দর। অনেকদিন পরে শুনলাম। আপনার কন্ঠে গানটা শুনে আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা গান কভার করে শেয়ার করার জন্য।
দোয়া করবেন ধন্যবাদ আপনাকে আপু। ভালো থাকবেন।
কুমার বিশ্বজিৎ আমার পছন্দের একজন শিল্পী। তার অনেকগুলো গান শোনা হয়েছে তার মধ্যে এই গানটি একটি। কুমার বিশ্বজিতের তোরে পুতুলের মত করে সাজিয়ে , নামের গানটি খুবই সুন্দর করে কভার করে শেয়ার করেছেন বেশ ভালো লাগলো। আশা করছি পরবর্তীতে আরো চমৎকার সব গান কভার নিয়ে আমাদের মাঝে হাজির হবেন। আপনার জন্য শুভকামনা রইল।
কুমার বিশ্বজিতের এই সমস্ত গানগুলো আমার কাছে ভালো লাগে। তার অ্যালবামের বেশ কিছু গান আমি অনেক পছন্দ করি। পছন্দের গান গুলোর মধ্যে এটা। এছাড়াও রয়েছে ও ডাক্তার, যেখানে সীমান্ত তোমার ইত্যাদি। খুব ভালো লাগলো আপনার কন্ঠ শুনতে পেরে।