You are viewing a single comment's thread from:

RE: চিতই পিঠায় জীবনের দীর্ঘশ্বাসের গল্প || (১০% এবিবি চ্যারিটির এর জন্য বরাদ্দ)

in আমার বাংলা ব্লগ3 years ago

হঠাৎ খারাপ লাগছিল এই পৃথিবীর স্বার্থপরতা দেখে। তিনটি ছেলে মিলে বাবা-মায়ের দায়িত্ব নিতে পারলো না।

আসলে স্যার নানা নানীর জীবন যুদ্ধে গল্প শুনে আমার মনের ভিতরটা নাড়া দিয়ে উঠেছিলো। পৃথিবীতে যারা এত কষ্ট করে ছেলে সন্তান মানুষ করলো বিনময়ে তারা অবহেলা পেলো। বাবা মা শুধু চায় শেষ বয়সে সন্তানের কাছে আশ্রয় কিন্তু এখন তা উল্টো হয়ে গেছে। ছেলে সন্তানরা তাদের বৌ নিয়ে আলাদা থাকে তবুও বাবার মায়ের খবর নেওয়ার গুরুত্ব মনে করে না। এমন বিবেক হীন মানুষদের কারনে সমাজ এখন উল্টাপাল্টা হয়ে গেছে। নানা নানী এখনও তাদের মন সক্ত করে দুজনে অনেক হাসি মুখে তাদের জীবীকা নির্বাহ করছেন। নানা নানীর জন্য দোয়া রইলো 🙏 বাকি দিন গুলোও যেনো তাড়া একসাথে ভালো ভাবে কাটাতে পারে।

Sort:  
 3 years ago (edited)

লিমন আসলে সময়টা খুব বেশি অনুভব করেছিলাম। যাক আমারা তার জন্য দোয়া করবো।
তোমার মন্তব্যের জন্য ধন্যবাদ।