You are viewing a single comment's thread from:
RE: ☆꧁:" 🥲দুঃখিনি মাকে নিয়ে আমার✍🏻 লেখা গানের ভিডিও🥲 ꧂☆
ছেলের বাড়ি মস্তবড়
আলোয় ঝলমল,,
আঁধার ঘরে মায়ের চোখে
অশ্রু টলমল।
কষ্ট জমে বুকের ভিতর
ঝরছে চোখের জল,,
চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন। দুঃখিনি মাকে নিয়ে আপনার লেখা গানটি সত্যি অসাধারণ হয়েছে। গানের ভিডিওটি দেখে চোখ দিয়ে পানি চলে আসলো। আমাদের সকলেরই মা বাবার যত্ন নিতে হবে। পৃথিবীর সকল মায়ের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা। ভালো থাকুক সব সময়ই এই কামনাই করি।
বাস্তব ভিত্তিক এই গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।আসুন আমরা সকলেই আমাদের পিতা-মাতাকে যথাযথ সম্মান প্রদর্শন করি।
♥♥