You are viewing a single comment's thread from:
RE: এবিবি-ফান প্রশ্ন-৩১ || বিয়ের আগে ছেলেরা বাঘ আর বিয়ের পর বেড়াল হয়ে যায় কেনো?
ছেলেরা বিয়ের আগেও বাঘ পরেও বাঘ।। তবে মাঝে মাঝে বিড়ালের অভিনয় করতে হয় 😭🏄♀️ বিয়ের পরে ঘরে যখন একটা বাঘডাসা ঢোকে শান্তিটা ঠিক রাখার জন্য।।
তা কি করে! বাঘ তো বাঘ,সে যদি বিড়ালের অভিনয় করে তবে কি করে হবে।😀😀
মেয়েদের মত মাথামোটা দের বুঝদিতে এটুকু ত্যাগ স্বীকার বাঘ কে করতেই হয়। 😆
কচুর বাঘ হলো সেসব!!
🤫🤫
মেয়ে পক্ষের লোক বেঁচে যায় স্বামীর ঘরে পাঠিয়ে ।।কিন্তু সারাজীবন তো থাকতে হবে স্বামীর সাথে স্বামী বেচারা ঘরের শান্তি রক্ষা করতে মানবতা দেখিয়ে সংসার করে চলে কটকটির সাথে। আমাদের ভিতরে মানবতাটা আছে বলেই এখনো পৃথিবীটা টিকে আছে।।
এসব ডেকে লাভ নেই আর,বাঘ বাঘ ই হয়।
আবার যুদ্ধ হবে🚩🚩
হিংস্র বাঘিনির থাবায় আজ সমাজ, দেশ মানব কুল সব মর্মাহত।।বর্জমালার হিংস্র থাবা যেন বিষাক্ত নাগীন।।তাই ওঝা হয়ে বিষ নামানোর নেষ্টা।না হলে যে পৃথিবীর বিষে বিষাক্ত হয়ে যাবে।।
@nusuranur ম্যাম
আপনি পারেনও বটে খুব সুন্দর একটি যুক্তিবাদী কথা বলেছেন।
অভিনয় না করে উপায় আছে ছেলেরা যে শান্তি প্রিয়।