You are viewing a single comment's thread from:

RE: স্বপ্ন জয়ের পথে একধাপ এগিয়ে |পর্ব-১|

দিদিভাই, সেই ছোট থেকে গান নিয়ে স্বপ্ন জয় করার খুব ইচ্ছা ছিল আমারও। তবে আমার পারিবারিক সাপোর্ট একদম ছিল না বললেই চলে। যার কারণে আমি পিছিয়ে পড়েছি। তবে মনের অদম্য শক্তি নিয়ে একবার ক্লোজআপ ওয়ানে গিয়েছিলাম, আর সেখানে আহমেদ ইমতিয়াজ বুলবুল আমার চারটি গান শুনেছিল, আর বলেছিল পরবর্তীতে যেন প্র্যাকটিস করে যাই। কপালে ছিল না তাই কিছু হয়নি। তবে দিদিভাই, আপনি যেভাবে মেয়েদের পিছনে অক্লান্ত পরিশ্রম করেন বা তাদেরকে সামনে এগিয়ে যেতে সহায়তা করছেন এমন পরিশ্রম কখনোই বৃথা যেতে পারে না। তাইতো আমাদের মামনি এত সুন্দর ভাবে প্রতিটি ধাপ পেরিয়ে স্বপ্ন জয়ের পথে এগিয়ে যাচ্ছে। শুধু স্বপ্ন জয়ের পথে এগিয়ে যাওয়া নয় বরং আমাদের মামনি যেন স্বপ্ন জয় করতে পারে মহান সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করছি। অনেক অনেক শুভকামনা রইল আপনার পুরো পরিবারের জন্য।

Sort:  
 4 months ago 

প্রতিটি সন্তান তার নিজস্ব মেধা নিয়ে জন্ম নেয়।কিন্তু পারিবারিক সাপোর্টের অভাবে অনেকেই অকালে ঝরে যায় আর কেউ উন্নতির চরম শিখরে পৌঁছায়।ভাইয়া আপনি হয়তো সঠিক সময়ে সঠিক পরিচর্যা পেলে আজ অনেক উপরে থাকতে পারতে কিন্তু দূর্ভাগ্যবশত সেটা হয়নি।আপনার গান সবসময়ই খুব ভালো লাগে।আমি আমার নিজের স্বপ্ন গুলো আমার সন্তানের মাধ্যমে পূরণ করতে চাই আর তাই ওদের পিছনে টাকাপয়সা এবং নিজের শ্রম দিয়ে ওদের কে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি।জানিনা কতটা সফল হতে পারবো!তবে আমার সন্তানেরা যেনোে কখনো আফসোস না করে যে আমার বাবা-মা আমার জন্য কিছু করে নি।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile