DIY-(এসো নিজে করি)//গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর জন্য সুন্দর একটি ফুল তৈরি ।।

in আমার বাংলা ব্লগ3 days ago
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

20240914_103229~2.jpg

আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুরা, মেঘাচ্ছন্ন আকাশের নিচে ছাদে বসে আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। এই ব্লগটিও হচ্ছে একটি ডাই ব্লগ।যা তৈরি করেছিলাম গ্লিটার ফোম সিট দিয়ে। আসলে আমি যে পরিবেশের মধ্যে এখন বসবাস করছি এই পরিবেশের মধ্য থেকে ডাই, ফটোগ্রাফি, কবিতা, এবং পাওয়ার আপ ব্লগ ছাড়া এখন আর কিছু করতে পারছি না। আর এই জন্যই ডাই ব্লগ এর সংখ্যা গুলো একটু বেশি হয়ে যাচ্ছে প্রত্যেক সপ্তাহে। এর বাইরেও আমি চেষ্টা করছি আমাদের $Puss নিয়ে কিছু ব্লগ তৈরি করার। তো যাইহোক আমি বর্তমানে গ্লিটার ফোম সিট দিয়ে কোন কিছু তৈরি করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছি। আর তারই ধারাবাহিকতায় আজকে গ্লিটার ফোম সিট দিয়ে যে ফুলটি আমি তৈরি করেছিলাম এই ফুলটি তৈরি করার পরে আমার কাছে ভালো লেগেছিল। আশা করি এই ফুলটি দেখার পরে আপনাদেরো অনেক ভালো লাগবে। তো বন্ধুরা চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর এই ফুলটি তৈরি করেছিলাম ।

গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর জন্য সুন্দর একটি ফুল তৈরি

20240914_102744~2.jpg

আমি গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে ঘর সাজানোর জন্য সুন্দর ফুলটি তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

১। গ্লিটার ফোম সিট।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ
20240914_093425~2.jpg20240914_093640~2.jpg

20240914_093714~2.jpg

প্রথমে আমি এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে ৫ সেন্টিমিটার বাই তিন সেন্টিমিটার করে ৬ টুকরো কালো এবং ৬ টুকরো বেগুনি রংয়ের গ্লিটার ফোম সিট কেটে নিলাম। তারপর প্রত্যেক টুকরোকে লম্বালম্বি ভাঁজ করে ভাঁজের কোনা থেকে মাঝ বরাবর পর্য্যন্ত্য কেটে নিলাম যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

দ্বিতীয় ধাপ
20240914_095020~2.jpg20240914_095056~2.jpg

20240914_095129~2.jpg

এবার প্রত্যেক টুকরোর চওড়া পাশে গ্লু গানের সাহায্যে দুই মাথা একসাথে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ

20240914_095603~2.jpg

20240914_095659~2.jpg

এবার দুটি একই কালারের পাপড়ি গ্লু গান দিয়ে একটি সাথে আরেকটি লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ
20240914_094549~2.jpg20240914_095743~2.jpg

20240914_095935~2.jpg

এবার ১৫ সেন্টিমিটার বাই ১ সেন্টিমিটার করে তিনটি কালো রঙের এবং তিনটি বেগুনি রঙের গ্লিটার ফোম সিটের টুকরো কেটে নিলাম। এবং প্রত্যেক কালো জোড়া পাপড়ির সাথে বেগুনি রঙের এবং বেগুনি জোড়া পাপড়ির সাথে কালো রঙের গ্লিটার ফোমের পাপড়ির সাথে গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পঞ্চম ধাপ
20240914_101017~2.jpg20240914_101358~2.jpg

20240914_101726~2.jpg

এবার বেগুনি রঙের পাপড়ির জোড়ার সাথে কালো রঙের পাপড়ির জোড়া এবং কালো রঙের পাপড়ি জেলার সাথে বেগুনি রঙের জোড়া। এইভাবে একে একে ছয়টি পাপড়ি গ্লুকান এর সাহায্যে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ষষ্ঠ ধাপ
20240914_102137~2.jpg20240914_102333~2.jpg

20240914_102554~2.jpg

এবার তিন সেন্টিমিটার ব্যাসার্ধের এবং দুই সেন্টিমিটার ব্যাসার্ধের দুই টুকরো গ্লিটার ফোম সিট কেটে নিলাম এবং সাথে একটা সাদা পুথি নিয়ে নিলাম। প্রথমে বেগুনি রংয়ের টুকরোটি গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম তারপরে কালো রঙের টুকরোটিক গ্লু গান দিয়ে লাগিয়ে সবার উপরে সাদা পুথিটা দিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সর্বশেষ ধাপ-
20240914_102726~2.jpg20240914_103221~2.jpg

20240914_103134~2.jpg

সর্বশেষ ধাপে এসে আমি যখন দেখলাম বাহিরের বৃত্তটি গোলাকার খুব একটা ভালো দেখাচ্ছে না তখন গ্লু গানের সাহায্যে বৃত্তটির ঠিক মাঝখানে চাপ দিয়ে একটি কোনা করে নিলাম। আপনারা চাইলে গোলাকার রাখতে পারেন আবার আবার কোনা আকৃতিও রাখতে পারেন ।যাইহোক এই কোন আকৃতি করার মাধ্যমে ফুলটি তৈরি শেষের ধাপে এসে পৌঁছালাম।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপস্থাপন

20240914_103221~2.jpg

20240914_103247~2.jpg

20240914_103243~2.jpg

অবশেষে ছাদের উপরে মেঘলা আকাশের নিচে বসে আগামীকালের জন্য কিছু ফুলের ফটোগ্রাফি করে। আজকের এই ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করি এই ফুলটি দেখার পরে আপনাদেরও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এই পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো দেখা হবে যেকোনো একটা নতুন একটা ব্লগ নিয়ে সে পর্য্যন্ত্য আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন ,নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

31Q3JAt52XV3K5QcbwxWSgVchhxuEjDPdvUXeiz5hyFcP6pgsytGKPH2yswNpfwm42DwgqpJvZarcjQfADhrdMojh3Bo8Y75dieBs7jEZH...chbbz54g2jJYzx9x1eZeGk7mVyAj9QCnk6CAu4DNeXdfLW4i8Rzh1PTvUQ8SjyvoWHrZjWxdfRY9SS14A8ddv6TSQKCxSsFrd47Yp4qKGuzsc1bqmyG34qn6H.webp

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  
 3 days ago 

গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর জন্য সুন্দর একটি ফুল তৈরি দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই ফুল তৈরি করেছেন। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 21 hours ago 

অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 days ago 

ভাই আপনি অনেক সুন্দর করে ফুল টি তৈরি করেছেন। আর এর কালার কম্বিনেশন টাও সুন্দর হয়েছে। আর তৈরি পদ্ধতি ও অনেক সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 15 hours ago 

আমার সম্পূর্ণ্য পোস্টটা দেখে অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 3 days ago 

অনেক সুন্দর একটি ফুল তৈরি করি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই অসাধারণ ফুল তৈরি করতে দেখে বেশ ভালো লেগেছে আমার। এই জাতীয় পেপার দিয়ে ফুল তৈরি করলে দেখতে বেশ দারুন লাগে এবং সেগুলো ঘরে টাঙিয়ে রাখা যায়। আপনি চাইলে নিশ্চিন্তে মনে হয় এটা ওয়ালমেট হিসেবে ব্যবহার করতে পারেন।

 21 hours ago 

গ্লিটার ফোম সিট ব্যবহার করে আমার তৈরি করা ফুলটি আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো আর এটাই আমার ফুল তৈরি করার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য

 3 days ago 

ভাই আপনি প্রতি সপ্তাহেই গ্লিটার ফোন দিয়ে চমৎকার ফুলের অরিগামী তৈরি করে আমাদের সাথে শেয়ার করেন দেখতে অনেক সুন্দর লাগে। আজকে যে ফুলের ডিজাইনটি করেছেন সত্যিই অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 15 hours ago 

গ্লিটার ফোম সিট ব্যবহার করে তৈরি করা ফুলটি আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। আর এটাই আমার ফুল তৈরি করার সার্থকতা । সবশেষে অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 3 days ago 

অনেক সুন্দর একটা ফুল তৈরি করেছেন আপনি গ্লিটার পেপার ব্যবহার করে। প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর ফুল তৈরি করেন আপনি এরকম ভাবে। আমার কাছে অনেক ভালো লাগে আপনার এই বিষয়টা। কালো এবং বেগুনি কালারের হওয়ার কারণে ফুলটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এরকমভাবে অনেকগুলো ফুল তৈরি করে ঘর সাজালে অনেক সুন্দর লাগবে। মাঝখানে পুঁতি বসানোর কারণে এটার সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে।

 15 hours ago 

আমার সম্পূর্ণ্য পোস্টটা দেখে অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 days ago 

এই ধরনের হাতের কাজগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এগুলো করতে এবং দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। আজকে আপনি নিজের হাতে অনেক সুন্দর করে এই ফুল তৈরি করেছেন। আর তৈরি করার পদ্ধতি সবার মাঝে ভাগ করে নিয়েছেন। সুন্দর সুন্দর কালারের গ্লিটার পেপার দিয়ে এই সুন্দর ফুল তৈরি করাতে আমার কাছে দেখতে জাস্ট অসাধারণ লেগেছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 15 hours ago 

আমার সম্পূর্ণ্য পোস্ট টা দেখে অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 3 days ago 

আপনার ফুল তৈরি টা দারুন ছিল ভাইয়া। অনেক সুন্দর হয়েছে। এই জাতীয় পেপারগুলো দিয়ে সুন্দর সুন্দর কিছু তৈরি করা যায়। এর আগে আমি অনেক ফুল তৈরি করেছি কিন্তু এখানে কাজ করতে এসে জানার সুযোগ পায় না এই পেপার দিয়ে কোন কিছু তৈরি করার। বেশ ভালো লাগলো ফুল টা দেখে।

 15 hours ago 

অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 days ago 

গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর জন্য সুন্দর একটি ফুল তৈরি দারুন হয়েছে ভাই। আসলে আপনার ডাই পোস্টগুলো আমার খুবই ভালো লাগে। এত সুন্দর ভাবে তৈরি করেন। আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায়। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 15 hours ago 

গ্লিটার ফোম সিট দিয়ে তৈরি ফুলটি আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। আর এটাই আমার ফুল তৈরি করার সার্থকতা। সবশেষে এত সুন্দর একটি কমেন্ট করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 days ago 

চমৎকার ভাবে একটি ফুল তৈরি করে দেখিয়েছেন। এধরনের কাজ গুলো সত্যি প্রশংসনীয় কাজ। প্রতিনিয়ত চমৎকার সব পোস্ট উপহার দেওয়ার চেষ্টা করছেন। দেখে ভীষণ ভালো লাগে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইল।

 15 hours ago 

জি ভাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ভাল ভাল কিছু ডাই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।