DIY-(এসো নিজে করি)// আইস স্টিক এবং সুপার ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি ।।
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটিও হচ্ছে একটি ডাই পোস্ট যা তৈরি করেছিলাম আইস স্টিক এবং সুপার ক্লে দিয়ে। প্রতিদিনের মতো আজকেও অফিস থেকে ফিরে এসে হাতের কাছে বেশ কয়টি আইস স্টিক পেয়ে গেলাম। তো সেই আইস স্টিক নিয়ে ভাবতে ভাবতেই এই ওয়ালমেটটি তৈরি করার কথা মাথায় এসে গেল। তারপরে ভাবলাম এই আইস স্টিকের উপরে রঙিন কাগজ দিব নাকি ক্লে দিব। সেখানেও মাথায় চলে আসলো ক্লে দিয়ে কোন কিছু তৈরি করার। যদিও প্রথমে ভেবেছিলাম সুপার ক্লে দিয়ে কিছু ফুল তৈরি করবো এবং আইস স্টিকের সাথে লাগিয়ে দিব। পরে ভাবলাম ফুলের পরিবর্তে কিছু প্রজাপতি দিয়ে দেই।আর সেই চিন্তাধারা থেকেই আজকের এই ওয়ালমেটটি তৈরি করে নিলাম। তবে ওয়ালমেটটি তৈরি করার পর আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমি আশা করি ওয়ালমেটটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক আইস স্টিক এবং সুপার ক্লে দিয়ে কিভাবে আমি সুন্দর এই ওয়ালমেটটি তৈরি করেছিলাম।
আইস স্টিক এবং সুপার ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট কিভাবে তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
১। সুপার ক্লে।
২। আইস স্টিক।
৩। গাম।
৪। হার্ডবোর্ড।
৫। ক্লে টুলস।
৬। গ্লু গান।
প্রথমে আমি ১৮ পিচ আইস স্টিক সুন্দর করে সারিবদ্ধ করে নিলাম। তারপর গ্লু গানের সাহায্যে আরো ৪ পিস আইস স্টিকের দ্বারা সুন্দর করে জোড়া লাগিয়ে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
এবার ৮ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার একটি হার্ডবোর্ড থেকে টপের আকৃতি করে কেটে নিলাম। এবং কিছু সুপার ক্লে নিয়ে রশির মত করে পাকিয়ে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
এবার টবের আকৃতি করে কেটে রাখা হার্ডবোর্ডের উপরে গাম দিয়ে সুপার ক্লে দিয়ে তৈরি রশিগুলো লাগিয়ে দিলাম। এবং হার্ডবোর্ডের সাথে সামঞ্জস্য রেখে অতিরিক্ত সুপার ক্লেগুলো কেচিঁ দিয়ে কেটে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
এবার টবটি গ্লু গানের সাহায্যে আইস স্টিকের উপরে লাগিয়ে দিলাম। এবং আরো কিছু সুপার ক্লে নিয়ে পাঁচটি গাছের কান্ড তৈরি করে টবের উপরে গাম দিয়ে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন ।
এবার টবটির সৌন্দর্য্য বৃদ্ধির জন্য কিছু পাতা তৈরি করে টবের গোড়ার দিকে লাগিয়ে দিলাম । যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
এবার প্রজাপতি তৈরি করার জন্য কিছু সুপার ক্লে নিয়ে একটি গ্লাসের সাহায্যে চাপ দিয়ে রুটির মত করে নিলাম। তারপর একটি প্রজাপতি সেপের কুকি কাটার দিয়ে কেটে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন। এখানে আপনাদের বোঝানোর জন্য শুধুমাত্র একটি প্রজাপতি তৈরি করা হয়েছে।
এবার আগে থেকেই তৈরি করা করে রাখা প্রজাপতির এন্টেনাগুলো প্রত্যেক কালারের প্রজাপতির সাথে একই কালারের এন্টেনাগুলো লাগিয়ে দিলাম। এভাবে পাঁচটি প্রজাপতি তৈরি করে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
সর্বশেষ ধাপে এসে পাঁচটি কাণ্ডে পাঁচটি প্রজাপতি গাম দিয়ে লাগিয়ে দিলাম। এবং ওয়ালমেটটি ঝুলিয়ে রাখার জন্য ১০ সেন্টিমিটার লম্বা একটি ফিতা গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। আর এর মাধ্যমেই ওয়ালমেটটি তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।
অবশেষে এই মধ্যরাতে আইস স্টিক এবং সুপার ক্লে দিয়ে ওয়ালমেটটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি বিশ্বাস করি এই ওয়ালমেটটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো যে কোন একটি নতুন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের সবার মাঝে। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ডাই পোস্ট । |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
আইস স্টিক এবং সুপার ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। আপনি এত সুন্দর ভাবে ডাই পোস্টটি ফুটিয়ে তুলেছেন। দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া খুব সুন্দর হয়েছে ওয়ালমেট টি। বরাবর আপনি ক্লে দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে থাকেন।এবারও তার ব্যাতিক্রম নয়। এরকম আরও সুন্দর সুন্দর পোস্ট এর জন্য অপেক্ষায় রইলাম।
চমৎকার একটি ওয়ালমেট তৈরি করে নিলেন আপনি। আইসক্রিম স্টিক এবং সুন্দর ক্লে দিয়ে এত সুন্দর একটি ওয়ালমেট প্রজেক্ট তৈরি করে নিলেন। যার প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করলেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।
দিনে দিনে আপনার দক্ষতা দেখে মুগ্ধ হচ্ছি। আপনি সব সময় বেশ সুন্দর সুন্দর ডাই পো্স্ট আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আজও করেছেন। আপনার শেয়ার করা আজকের ডাই পোস্টটি বেশ দারুন ছিল। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনি সবসময় খুব সুন্দর সুন্দর ডাই পোস্ট তৈরি করেন। আইস স্টিক দিয়ে আজকের ওয়ালমেটটি খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে উপরের প্রজাপতি গুলো দেয়ার কারণে বেশি ভালো লেগেছে আমার কাছে। ক্লে দিয়ে এরকম ওয়ালমেট তৈরি করতে অনেক সময় লাগে। কিন্তু সবশেষে ভালো লাগে দেখতে। আপনার ওয়ালমেটটি দেখে ভালো লাগলো।
চমৎকার সুন্দর করে আইস স্টিক এবং সুপার ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার বানানো ক্লে ও আইস স্টিক দিয়ে বানানো ওয়ালমেট টি।প।প্রজাপতি বানিয়ে লাগানোর কারণে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে অনেক গুণ।ধাপে ধাপে আইস স্টিক এবং সুপার ক্লে দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
https://x.com/mahfuzur888/status/1858218831925428359?t=3lzggzKN3MMwTSpcPpdN5A&s=19
অসাধারণ একটা ওয়ালমেট তৈরি করেছেন আপনি আজকে। আপনার তৈরি করা এই ওয়ালমেট আমার কাছে দেখতে অনেক সুন্দর লেগেছে। আপনার আইডিয়া দেখে আমি জাস্ট মুগ্ধ হলাম। খুব সুন্দর ভাবে আইস স্টিক এবং ক্লে দিয়ে এটা তৈরি করেছেন আপনি। এই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগালে ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পাবে।
আমি গতকালই দেখেছিলাম বাজারে এরকম ধরনের কুকি কাটার বিক্রি হচ্ছে। দেখে ভাবলাম কিছু কিনে নিই দিলে নিজের কাজে আসবে। তারপর আর কেনাই হলো না চলে এলাম। এখন কমেন্ট করতে এসে যখন আপনি পোস্টটা দেখছি তখন মনে হচ্ছে কিনলে তো ভালই হতো। খুব সুন্দর লাগছে দেখতে