DIY-(এসো নিজে করি)// সুপার ক্লে এবং জরিস্টিক দিয়ে সুন্দর একটি কদম ফুল তৈরি।।
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটিও হচ্ছে একটি ডাই পোস্ট। যা তৈরি করেছিলাম সুপার ক্লে এবং জরিস্টিক দিয়ে। আসলে গত দুই সপ্তাহ যাবত পায়ের ব্যথাটা আমাকে ভীষণভাবে প্যারা দিচ্ছে। আর এই পায়ের ব্যথার জন্য যত প্রকার ওষুধ খেয়েছি আমার জীবনের গত দিনগুলোতে এত ওষুধ খাইনি। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি পা সুস্থ্য করার জন্য। আর এই অসুস্থতার জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটিতেও ঠিকমতো এঙ্গেজ থাকতে পারছি না। ঠিকমতো কাজটাও চালিয়ে যেতে পারছিনা। তারপরেও মনের শক্তিতে বলিয়ান হয়ে নিয়মিত পোস্টগুলো করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর তারোই ধারাবাহিকতায় আজকেও সুপার ক্লে এবং জরিস্টিক দিয়ে একটি কদম ফুল তৈরি করার চেষ্টা করেছিলাম। এবং কদম ফুল টি ও তৈরি করেছি। তবে হলুদ জরিস্টিক এর পরিবর্তে ভিন্ন কালার ব্যবহার করেছিলাম। এই কদম ফুলটি তৈরি করার পরে ওয়ালের সাথে ঝুলিয়ে রেখেছিলাম এবং রাত্রে লাইটের আলোর জন্য ফুলটি খুবই সুন্দর দেখাচ্ছিল। তবে আমি আশা করি এই ফুলটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক সুপার ক্লে এবং জরিস্টিক দিয়ে কিভাবে আমি সুন্দর এই কদম ফুলটি তৈরি করেছিলাম।
সুপার ক্লে এবং জরিস্টিক দিয়ে কিভাবে আমি সুন্দর কদম ফুলটি তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
১। গ্লু গান।
২। জরিস্টিক
৩। সুপার ক্লে
৪। কেচিঁ ।
প্রথমে আমি দুই প্যাকেট সুপার ক্লে একসাথে নিয়ে একটি বড় বল তৈরি করে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
এবার ১৮ পিস জরিস্টিক নিয়ে দুই সেন্টিমিটার লম্বা করে কেচিঁ দিয়ে কেটে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন। তবে এখানে আপনাদের বোঝানোর জন্য শুধুমাত্র একটি জরিস্টিক নেওয়া হয়েছিল ।
এবার শক্ত হয়ে যাওয়া সুপার ক্লের বলের উপরে গ্লু গানের সাহায্যে গাম লাগিয়ে আগে থেকেই কেটে রাখা জরিগুলো সারিবদ্ধ ভাবে লাগিয়ে দিলাম।যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
এবার আরো তিনটি নীল রঙের জরিস্টিক নিয়ে ছয় সেন্টিমিটার লম্বা করে কেটে নিলাম এবং মাঝখান দিয়ে ব্যান্ড করে পাতা আকৃতি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার সর্বশেষ ধাপে এসে ১৫ সেন্টিমিটার লম্বা একটি জরি স্টিক এর সাথে পাপড়ি গুলো গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। এবং তৈরিকৃত এই কান্ডটি কদম ফুলের সাথে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। আর এরই মাধ্যমে সুপার ক্লে এবং জরিস্টিক দিয়ে কদম ফুলটি তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।
অবশেষে সাধারনের মধ্যে অতি দ্রুততার সাথে সুপার ক্লে এবং জরিস্টিকের সাহায্যে তৈরি করা এই কদম ফুলটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করি এই ফুলটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো যে কোন একটি নতুন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের সবার মাঝে। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ডাই পোস্ট । |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
https://x.com/mahfuzur888/status/1861466836430397523?t=ANT0oQ9xejEyxIWT4LMkfw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
সুপার ক্লে এবং জরিস্টিক দিয়ে সুন্দর একটি কদম ফুল তৈরি অসাধারণ হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্ট গুলো তৈরি করেন। প্রত্যেকটা ডাই পোস্ট দেখে আমার খুবই ভালো লাগে।
আবারও আজকে আপনার সুন্দর আরেকটি ডাই পোস্ট দেখতে পেলাম। আপনি ডাই পোস্ট মাঝেমধ্যেই তৈরি করে থাকেন। আর এত সুন্দর এবং দক্ষতার সাথে পোস্টগুলো তৈরি করে শেয়ার করেন। দেখতে অনেক ভালো লাগে।
সুপার ক্লে এবং জরিস্টিক দিয়ে চমৎকার একটি কদম ফুল তৈরি করেছেন ভাইয়া।দেখতে খুবই সুন্দর হয়েছে।আপনার হাতের কাজ দেখে আমি দিন দিন মুগ্ধ হয়ে যাচ্ছি।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সব সময় ক্রিয়েটিভিটি মূলক কাজ দেখে থাকি। ভিন্ন কিছু তৈরি এবং নিজের দক্ষতার অনেক বড় একটি প্রমাণের জায়গা। আপনি আজকে ক্লে এবং জরিস্টিক দিয়ে কদম ফুল তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে।
অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি করা এই ফুল। আমার কাছে পুরোটা দেখতে অনেক বেশি সুন্দর লেগেছে। অনেক সুন্দর করে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এটা তৈরি করে সবার মাঝে শেয়ার করার জন্য।
ক্লে ও জরিস্টিক দিয়ে কদম ফুল তৈরি করেছেন আপনি দেখতে বেশ চমৎকার লাগছে। জরিস্টিক গুলো ব্যবহার করার কারণে আরো বেশি সুন্দর লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
ক্লে দিয়ে আপনি সবসময় খুব সুন্দর কিছু জিনিস তৈরি করে আসছেন৷ আজকেও খুবই সুন্দর একটি কদম ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ আজকে আপনার কাছ থেকে এত অসাধারণ একটি কদম ফুল দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ যেভাবে আপনি আজকের এই কদম ফুল এখানে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে এই ফুল তৈরি করার মাধ্যমে আপনার কাছ থেকে একেবারে নতুন একটি বিষয় দেখতে পেলাম৷ ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আপনার আইডিয়া তো অসাধারণ। আজকে আপনি ক্লে এবং জরিস্টিক দিয়ে চমৎকার কদম ফুল বানিয়েছেন। তবে আপনার ফুল বানানো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই কদম ফুল ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালই লাগবে। আর কাউকে তো গিফট করলে সে আরো বেশি খুশি হবে।