DIY-(এসো নিজে করি)//গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি হাজারী গোলাপ ফুল তৈরি।।

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

20240911_110708~3.jpg

প্রিয় বন্ধুরা, গতদিনের মতো আজকে আরো একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটিও সাজিয়েছিলাম সুন্দর একটি হাজারী গোলাপ ফুল দিয়ে। আর এই হাজারী গোলাপ ফুলটি তৈরি করেছিলাম গ্লিটার ফোম সিট দিয়ে। গতদিন অফিসের কাজের জন্য বাহির হয়ে যে দুটি ফুল তৈরি করেছিলাম তার আরেকটি ভুল হচ্ছে হাজারী গোলাপ ফুল। যা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আজকে ঢাকা শহরে তাপমাত্রা ছিল ৩৯° সেলসিয়াস যা জনজীবনকে একদম নাজেহাল করে দিয়েছে। আর এই তীব্র গরমের মধ্যে আজকে ব্যস্ততার জন্য কোন পোস্ট রেডি করতে পারিনি বিধায়, গতকালকে যে ডাই পোস্টটি তৈরি করেছিলাম সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। যাইহোক এই ফুলটিও তৈরি করার পরে আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমি আশা করি আপনারা এই ফুলটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে আমি হাজারী গোলাপ ফুলটি তৈরি করেছিলাম।

গ্লিটার ফোম সিট দিয়ে একটি হাজারী গোলাপ ফুল তৈরি।।

20240911_110549~2.jpg

আমি গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে সুন্দর একটি হাজারী গোলাপ ফুল তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

১। গ্লিটার ফোম সিট।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ
20240911_100816~2.jpg20240911_101432~2.jpg

20240911_102512~2.jpg

প্রথমে আমি এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে ৩০সেন্টিমিটার বাই ২ সেন্টিমিটার দুই টুকরো গ্লিটার ফোম সিট কেটে নিলাম। একটিতে এক সেন্টিমিটার পরপর এবং আরেকটিতে দেড় সেন্টিমিটার পরপর দাগ টানিয়ে এক পাশ থেকে ০.৫ সেন্টিমিটার বাদ দিয়ে বাকি অংশটুকু কেচি দিয়ে কেটে নিলাম। এবং এই কাঁটা অংশের দুই কোণা কেচি দিয়ে কেটে ফুলের পাপড়ির আকৃতি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

দ্বিতীয় ধাপ

20240911_103604~2.jpg

20240911_103907~2.jpg

এবার এই দুই টুকরো গ্লিটার ফোম সিটকে আয়রনের তাপ দিয়ে হালকা বাঁকিয়ে নিলাম।যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ
20240911_103955~2.jpg20240911_104111~2.jpg

20240911_104136~2.jpg

এবার যে টুকরোটি এক সেন্টিমিটার পরপর দাগ দেওয়া ছিল সেই টুকরোটি ডান দিক থেকে বামদিকে মুড়িয়ে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ
20240911_104251~2.jpg20240911_104333~2.jpg

20240911_104910~2.jpg

এবার যে টুকরোটি দেড় সেন্টিমিটার পর পর দাগ দেয়াছিল সেই টুকরোটি প্রথম মোড়ানো টুকরোর উপরে বাম দিক থেকে ডান দিকে পেঁচিয়ে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পঞ্চম ধাপ
20240911_103210~2.jpg20240911_103449~2.jpg

20240911_103440~2.jpg

এবার ফুলের বৃতি তৈরি করার জন্য চার সেন্টিমিটার বাই ২ সেন্টিমিটার চার টুকরা গ্লিটার ফোম সিট কেটে বৃতি আকৃতি করে নিলাম। এখানে আমার কাছে সবুজ রঙের আর কোন গ্লিটার ফোম সিট ছিলনা বিধায় ছোট ছোট পরিত্যক্ত গ্লিটার ফোমের টুকরোগুলোকে বৃতি তৈরর জন্য কাজে লাগিয়েছিলাম। এবং প্রত্যেক টুকরোকে আয়রনের তাপ দিয়ে হালকা বাকিয়ে নিলাম যেমনটি আপনারা দেখতে পারছেন।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সর্বশেষ ধাপ-
20240911_105250~2.jpg20240911_105436~2.jpg

20240911_110549~2.jpg

সর্বশেষ ধাপে এসে একটা জিআই তার মাঝখান দিয়ে ঢুকিয়ে তার উপরে একটি সাদা পুঁথি লাগিয়ে দিলাম। এবং জিআই তারের সাথে আরো কিছু গ্লিটার ফোম সিট পেচিয়ে নিলাম । তারপর বৃতিগুলো লাগিয়ে দিলাম এবং আগে থেকে কেটে রাখা একটি ফুলের পাতা লাগিয়ে দিলাম আর এর মাধ্যমেই হাজারী গোলাপ ফুলটি তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপস্থাপন

20240911_110733~2.jpg

20240911_110708~3.jpg

20240911_110701~2.jpg

অবশেষে অনেক ব্যস্ততার মাঝেও গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর এই হাজারী গোলাপ ফুলটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আমি আশা করি এই ফুলটি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা আজকে তাহলে এই পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো দেখা হবে যেকোনো একটা নতুন পোস্ট নিয়ে সে পর্য্যন্ত্য আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন , এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

31Q3JAt52XV3K5QcbwxWSgVchhxuEjDPdvUXeiz5hyFcP6pgsytGKPH2yswNpfwm42DwgqpJvZarcjQfADhrdMojh3Bo8Y75dieBs7jEZH...chbbz54g2jJYzx9x1eZeGk7mVyAj9QCnk6CAu4DNeXdfLW4i8Rzh1PTvUQ8SjyvoWHrZjWxdfRY9SS14A8ddv6TSQKCxSsFrd47Yp4qKGuzsc1bqmyG34qn6H.webp

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1v5hKA8jfHHgL9ABnDXogr1.gif

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

bqA9tjZHuvzfb9GH1evguMK5hvVsVSbh1pg5irJNYw9ysH3ZowB5g8hEyH5sx6RPXjyh3DwChVQ2WXhPqyKiw2QDkQQNJBznWM7BbHg4J6tFrqbbVRG5o1WYbK5d8yt1zzi2yXUBfWHXBenFKrEep1AXxF9YpMQnQHrB3gEnNsxtbN7qZL7MMNAPGrJ.jpeg

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপনি। আপনার ফুল তৈরি করাটা চমৎকার ছিল। ফুলটা দেখে অনেক অনেক ভালো লাগলো। এই পেপার দিয়ে খুব সুন্দর সুন্দর ফুল তৈরি করা যায়। ফুলগুলো দেখতেও দারুন লাগে। অসাধারণ একটি ফুল তৈরি করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

গ্লিটার ফোম সিট দিয়ে তৈরি ফুলটি আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। আর এটাই আমার ফুল তৈরি করা সার্থকতা। যাইহোক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 months ago 

নিয়মিত আপনি গিল্টার পেপার দিয়ে দারুন দারুন সব জিনিস আমাদের মাঝে শেয়ার করছেন যেটা খুবই দারুন একটি বিষয় আজকে শেয়ার করেছেন হাজারি গোলাপ খুব সুন্দর লাগছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

গ্লিটার ফোম সিট দিয়ে তৈরি করা ফুলটি আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আর এটাই আমার ফুল তৈরি করার সার্থকতা। যাই হোক অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 months ago 

গরমে জনজীবন সত্যি অতিষ্ঠ হয়ে গেছে।আপনি বরাবরের মতো চমৎকার সুন্দর একটি গ্লিটার ফোম দিয়ে গোলাপ ফুল তৈরি করেছে যা ভীষণ চমৎকার সুন্দর হয়েছে। ধাপে ধাপে গোলাপ ফুল বানানোর পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর গোলাপ ফুল বানানো পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

গ্লিটার ফোম সিট দিয়ে তৈরি গোলাপ ফুলটি আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আর এটাই আমার ফুল তৈরি করার সার্থকতা যাই হোক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 2 months ago 

আজকে আপনি অনেক সুন্দর ফুল তৈরি করে দেখেছেন ভাইয়া। এই আর্ট পেপার আমি খুবই পছন্দ করি। এই পেপার দিয়ে দারুন দারুন ফুল তৈরি করা সম্ভব হয়। এছাড়াও সুন্দর ওয়ালমেট তৈরি করা যায়। যাইহোক বেশ ভালোলাগার মতো হয়েছে আপনার ফুলটা।

 2 months ago 

অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।

 2 months ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে চমৎকারভাবে গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি হাজারী গোলাপ ফুল তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি গোলাপ ফুল দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে প্রতিনিয়ত আপনাদের হাতের কাজ সত্যি আমাকে বেশ মুগ্ধ করে। চোখ ফেরাতে পারছি না এত ভালো লাগছে দেখে। ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

গ্লিটার ফোম সিট ব্যবহার করে আমার তৈরি হাজারী গোলাপ ফুলটি দেখে আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আর এটাই হাজারী গোলাপ ফুলটি তৈরি করার সার্থকতা।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 2 months ago 

শুধু আজকে না ভাইয়া গত বেশ কয়েকদিন ধরে ঢাকা শহরের তাপমাত্রায় জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বাইরে বেরোনোর উপায় নেই। যাই হোক আপনি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ডিজাইনের খুব চমৎকার ফুল তৈরি করছেন গ্লিটার আর্ট পেপার দিয়ে। আজকের হাজারী গোলাপের ফুল চমৎকার হয়েছে। দেখতে গোলাপ ফুলের মতনই লাগছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার সম্পূর্ণ পোস্টটা দেখে অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

গ্লিটার পেপার ব্যবহার করে অনেক সুন্দর একটা ফুল তৈরি করেছেন যেটা অনেক সুন্দর হয়েছে। গ্লিটার পেপার দিয়ে কোনো কিছু তৈরি করলে অনেক সুন্দর হয়। আর ঠিক তেমনি আপনার তৈরি করা হাজারী গোলাপ ফুলটা অনেক সুন্দর হয়েছে। এই ফুলটা বেগুনি কালারের হওয়ার কারণে অনেক সুন্দর লাগছে। আর প্রতি বসানোর জন্য আরো বেশি ভালো লেগেছে। সব সময় আপনি অনেক সুন্দর সুন্দর ফুল তৈরি করেন গ্লিটার পেপার দিয়ে। এই বিষয়টা অনেক ভালো লাগে আমার কাছে।

 2 months ago 

গ্লিটার ফোম সিট দিয়ে তৈরি করা ফুলটি আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আর এটাই আমার ফুল তৈরি করার সার্থকতা। আপনাকে অনেক ধন্যবাদ আপু এরকম একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 months ago 

কয়েকদিন ধরে আসলেই বেশ ভালো গরম পড়েছে। আপনি বরাবরের মতই খুব সুন্দর ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। গ্লিটার পেপার দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে বেশ আকর্ষণীয় লাগে দেখতে। আপনার গোলাপ ফুলটা বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার তৈরি করা ডাই পোস্ট গুলো আপনার ভালো লেগে জেনে আমার অনেক ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন আপু আমি যেন আর ভালো ভালো কিছু ডাই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।