DIY-(এসো নিজে করি)//রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি।।

in আমার বাংলা ব্লগ9 days ago
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।


20240704_000333~3.jpg

আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, আজকে আমি প্রতিদিনের মতো আবারও নতুন একটা ডাই পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের ডাই পোস্টটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি। কেন যেন আমি রীতিমতো রঙিন কাগজের প্রেমে পড়ে গিয়েছি। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগছে। তাইতো প্রতিনিয়তই আপনাদের সবার মাঝে কোন না কোন রঙিন কাগজ দিয়ে তৈরি ডাই পোস্ট নিয়ে হাজির হচ্ছি, আপনাদের সবার মাঝে। আজকের এই ওয়ালমেটটি তৈরি করার পর আমার কাছে অনেক ভালো লেগেছিল। আশা করি এই ওয়ালমেটটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে এই ওয়ালমেটটি তৈরি করেছিলাম।

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি।

20240703_235837~2.jpg

আমি রঙিন কাগজ দিয়ে কিভাবে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

১। রঙিন কাগজ ।
২। কেচিঁ।
৩। ঘাম ।
৪।গ্লু গান।
৫। স্কেল।

20240703_212252~2.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ
20240703_213535~2.jpg20240703_213002~2.jpg

20240703_215855~2.jpg

প্রথমে আমি এ ফোর সাইজের রঙিন কাগজ থেকে ২০.৫০ বাই ২০.৫০ সেন্টিমিটার করে কাগজ কেটে নিলাম। এবং এই কাগজকে কোনাকুনি ভাবে পরপর তিনটা ভাজ দিয়ে ভাজে ভাজে কাগজ গুলো কেটে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

দ্বিতীয় ধাপ
20240703_225343~2.jpg20240703_225455~2.jpg

20240703_231731~2.jpg

এরপর এই কাগজের টুকরোকে কুচি কুচি করে ভাজ করে ঘাম দিয়ে একটির সাথে আরেকটি লাগিয়ে দিলাম। এর আগের ধাপে বোঝানোর জন্য শুধুমাত্র আপনাদেরকে লাল কাগজের টুকরো দেখানো হয়েছিল। কিন্তু আমরা এখানে দুই রংয়ের রঙিন কাগজ ব্যবহার করবো। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ
20240703_233220~2.jpg20240703_233624~2.jpg

20240703_233710~2.jpg

এবার পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধের এক টুকরো হার্ডবোর্ডের উপরে ঘাম লাগিয়ে পাপড়িগুলো গোলাকার করে লাগিয়ে দিলাম।যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ
20240703_223209~2.jpg20240703_223325~2.jpg

20240703_223708~2.jpg

এবার ৭ সেন্টিমিটার বাই ৭ সেন্টিমিটার চার পিস সাদা কাগজের টুকরো কেটে নিলাম। এবং এই সাদা কাগজের টুকরো গুলো কোনাকুনিভাবে পরপর তিনবার ভাজ করলাম। এবং কেচিঁ দিয়ে ফুলের পাপড়ি ন্যায় গোল করে কেটে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পঞ্চম ধাপ
20240703_223808~2.jpg20240703_224956~2.jpg

20240703_231858~2.jpg

এবার এই সাদা ফুলের একটা পাপড়ি কেটে ঘাম দিয়ে আরেকটা পাপড়ি এর উপর দিয়ে লাগিয়ে দিলাম। এবং লাল রঙের মার্কার পেন দিয়ে ছোট করে রং করে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সর্বশেষ ধাপ-
20240703_231800~2.jpg20240703_235400(0)~2.jpg

20240703_235521~2.jpg

20240703_235837~2.jpg

এবার ২০ সেন্টিমিটার বাই ১ সেন্টিমিটার করে তিন টুকরো সাদা কাগজ কেটে নিলাম। এবং এই সাদা টুকরোগুলোর উপরে প্রথমে রঙিন পাপড়ি বসিয়ে দিলাম। পরে সাদা ফুল বসিয়ে হার্ডবোর্ড এর উপরে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। এবং এই ওয়ালমেট এর সৌন্দর্য্য বৃদ্ধি করার জন্য প্রত্যেক সাদা ফুলের ভিতরে একটা করে পুথি বসিয়ে দিলাম। আর এরই মাধ্যমে আমি ওয়ালমেট তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপস্থাপন
20240704_000246~2.jpg20240704_000237~2.jpg

20240704_000307~2.jpg

বেশ কিছু দিন পর রঙিন কাগজ দিয়ে সুন্দর এই ওয়ালমেটটি তৈরি করতে পেরে আমার খুব ভালো লাগছে। আজকে আমি মোটামুটি ভালোই ব্যস্ত ছিলাম তারপরেও রঙ্গিন কাগজের প্রেমে পড়ে রঙিন কাগজকে ভুলে যায় নি। শেষমেষ রঙিন কাগজ দিয়ে সুন্দর এই ওয়ালমেটটি তৈরি করতে পেরেছি এবং আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি বলে আমি অনেক আনন্দিত। রঙিন কাগজ দিয়ে তৈরি এই ওয়ালমেটটি, আমি আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে । বন্ধুরা আজ তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবার দেখা হবে যেকোনো একটা ডাই পোস্ট নিয়ে। সে পর্য্যন্ত্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Posted using SteemPro Mobile

Sort:  
 8 days ago 

আপনি রঙ্গিন কাগজের প্রেমে পড়ে গেছেন জেনে ভালো লাগলো। আপনি রঙ্গিন কাগজের প্রেমে পড়েছেন জন্য আমরা এতো চমৎকার সুন্দর সুন্দর রঙ্গিন কাগজের নানা রকম কিছু আপনার বানানো দেখতে পারছি।আপনার আজকের রঙ্গিন কাগজের ফুলের ওয়ালমেট টি ভীষণ চমৎকার সুন্দর হয়েছে। ধাপে ধাপে কাগজ তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

আপনি একদিন ঠিক বলেছেন আপু সত্যি সত্যিই আমার রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এখন খুব ভালো লাগে। তাইতো আমি প্রতিনিয়ত চেষ্টা করি রঙিন কাগজ দিয়ে কোন না কোন কিছু তৈরি করার জন্য। যাইহোক এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 9 days ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে দারুন লাগছে। বিশেষ করে এধরনের ওয়ালমেট ঘরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি করে। উপরের ছোট ছোট সাদা ফুল গুলো দেওয়ার জন্য দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 4 days ago 

জি ভাই আপনি একদম ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে যখন রুমের ওয়ালে ঝুলিয়ে দিয়েছিলাম তখন খুব সুন্দর দেখাচ্ছিল। আমার জন্য দোয়া করবেন ভাই আমি যেন আরো সুন্দর সুন্দর কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি। এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 9 days ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে করতে আপনি রঙিন কাগজের প্রেমে পড়ে গিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। সত্যি ভাইয়া রঙিন কাগজের ব্যবহার করে যদি সুন্দর কোন কিছু তৈরি করা হয় তাহলে দেখতে অনেক ভালো লাগে। আর আপনার তৈরি করা ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে ভাইয়া।

 4 days ago 

আমার তৈরি করা ওয়ালমেটটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। আমি আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি ভালো ভাবে তৈরি করার জন্য। যাইহোক এত সুন্দর একটি গঠনমুলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 9 days ago 

গ্রামে কারও বাসায় বেড়াতে গেলে এগুলো খুব চোখে পড়ে। গ্রামে বড় হয়েছি বলে এগুলোর প্রতি ছোটবেলা থেকেই আকর্ষণ কাজ করে। ভালো লাগলো। সুন্দর হয়েছে ভাই।

 4 days ago 

সুন্দর একটি মন্তব্য করেই আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 4 days ago 

স্বাগতম ভাই।

 8 days ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন অসাধারণ সুন্দর লাগছে ভাইয়া। একদম পুরোপুরি কালারফুল ভাবে ফুটিয়ে তুলেছেন যার কারণে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যাই হোক আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 days ago 

আমার তৈরি করা ওয়ালমেটটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন ভাই আমি যেন আরো সুন্দর সুন্দর কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি। সবশেষে এত সুন্দর একটি গঠনমুলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 8 days ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার এ চমৎকার ওয়ালমেট তৈরি করতে দেখে আমি মুগ্ধ হয়েছি। বেশি দেখার মত ছিল এবং দেয়ালে টাঙিয়ে রাখার মত ছিল আজকের এই ওয়ালমেট। আশা করবে এমন সুন্দর সুন্দর আরো ওয়ালমেট তৈরি করে দেখাবেন।

 4 days ago 

আমার তৈরি করা ওয়ালমেটটি আপনার ভালো লেগেছে জেনে আমার ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন ভাই আমি যেন আরো সুন্দর সুন্দর কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 8 days ago 

আপনার ওয়ালমেট চমৎকার হয়েছে। সত্যি ভাইয়া কোন কিছু দেখে যতটা সহজ মনে হয় করতে গেলে ততটাই কঠিন প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 days ago 

আমার তৈরি করা ওয়ালমেটটি আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। আমি চেষ্টা করেছি আপু আমার পক্ষ থেকে ওয়ালমেটটি সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। পরিশেষে এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 days ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে সুন্দর ভাবে এই ওয়ালমেট তৈরি করেছেন। আসলে এ ধরনের ওয়ালমেট দেখতে পেয়ে অনেক ভালো লাগে। ঘরে দেওয়ালের টানিয়ে রাখলে আরো সুন্দর লাগবে, ধাপ গুলো দেখে ভালো লাগলো।

 4 days ago 

আমার তৈরি করা ওয়ালমেটটি আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। আপনি একদম ঠিক বলেছেন ভাই ওয়ালমেটটি দেয়ালে ঝুলিয়ে রাখলে আরো সুন্দর লাগবে। যাই হোক সবশেষ এত সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।