DIY-(এসো নিজে করি)//গ্লিটার ফোম দিয়ে সুন্দর একটি প্রজাপতি তৈরি।।

in আমার বাংলা ব্লগ8 days ago
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।


Photoroom-20240705_200842 (1).png

বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরো একটা ডাই পোস্ট নিয়ে। আজকে আমার সাপ্তাহিক ছুটির দিন ছিল। আজকে আমি আমার পার্সোনাল কিছু কাজ করার পরে একটু সময় পেয়েছিলাম আর সেই সময়ের মধ্যেই গ্লিটার ফোম দিয়ে সুন্দর একটি প্রজাপতি তৈরি করে ফেললাম। যে প্রজাপতিটা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। গ্লিটার ফোম দিয়ে সুন্দর এই প্রজাপতিটা তৈরি করার পরে আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমি আশা করি গ্লিটার ফোম দিয়ে তৈরি প্রজাপতিটা আপনাদের কাছেও ভালো লাগবে।আর কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক কিভাবে আমি গ্লিটার ফোম দিয়ে সুন্দর এই প্রজাপতিটা তৈরি করেছিলাম।

।। গ্লিটার ফোম দিয়ে সুন্দর একটি প্রজাপতি তৈরি।।

20240704_145746~3.jpg

আমি গ্লিটার ফোম দিয়ে কিভাবে সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

20240704_130553~2.jpg

১। গ্লিটার ফোম ।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।
৫। সাদা পুঁথি।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ
20240704_132036~2.jpg20240704_132634~2.jpg

20240704_133007~2.jpg

প্রথমে আমি গ্লিটার ফোম সিট থেকে ৪.৫ সেন্টিমিটার বাই ৪.৫ সেন্টিমিটার এবং ৫.৫ সেন্টিমিটার বাই ৫.৫ করে চার টুকরো গ্লিটার ফোম কেটে নিলাম।যেহেতু স্ব আঠালো গ্লিটার ফোম ছিল সেই জন্য অন্য একটি রঙিন কাগজের উপর রেখে রঙিন কাগজটা কেটে নিলাম ঠিক গ্লিটার ফোম এর সাইজ করে। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

দ্বিতীয় ধাপ
20240704_133213~2.jpg20240704_133724~2.jpg

20240704_133838~2.jpg

এবার ৫.৫ সেন্টিমিটার বাই ৫.৫ সেন্টিমিটার গ্লিটার ফোমের টুকরোগুলো কোনাখুনি করে ভাজ করলাম এবং উপরের কোনা গোলাকার করে কেটে টুকরোগুলোকে এক পাশ থেকে চার ভাগে ভাগ করলাম যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ
20240704_135920~2.jpg20240704_135939~2.jpg

20240704_140211~2.jpg

***এবার গ্লু গানের সাহায্যে প্রত্যেকটা কোণা জোড়া লাগিয়ে দিলাম।যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ
20240704_140424~2.jpg20240704_140513~2.jpg

20240704_141304~2.jpg

এবার গ্লিটার ফোমের টুকরোর প্রথম এবং তৃতীয় ভাগ উল্টিয়ে গ্লু গানের সাহায্যের লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পঞ্চম ধাপ
20240704_135343~2.jpg20240704_141009~2.jpg

20240704_141244~2.jpg

এবার ৪.৫ সেন্টিমিটার বাই ৪.৫ সেন্টিমিটার গ্লিটার ফোমের টুকরোকে আগের মত তিনটি ভাগে ভাগ করে নিলাম।এবং কোণাগুলো গ্লু গানের সাহায্যে জোড়া লাগিয়ে দিলাম। এবং মাঝের অংশ উল্টিয়ে গ্লু গানের সাহায্যে জোড়া লাগিয়ে দিলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ষষ্ঠ ধাপ

20240704_142211~2.jpg

20240704_142829~2.jpg

এবার ৮ সেন্টিমিটার বাই ১ সেন্টিমিটার করে দুটো গ্লিটার ফোমের টুকরো কেটে নিলাম। এবং এক পাশ থেকে গোলাকার করে পেঁচিয়ে তিন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার লম্বা করে প্রজাপতির এন্টেনা তৈরি করলাম এবং দুটি সাদা পুথি লাগিয়ে দিলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সপ্তম ধাপ
20240704_143625~2.jpg20240704_144102~2.jpg
20240704_144352~2.jpg20240704_144516~2.jpg

এবার ৮ ও ৩০ সেন্টিমিটার বাই ১ সেন্টিমিটার করে দুটি গ্লিটার ফোম কেটে নিলাম। এবং ৮ সেন্টিমিটার গ্লিটার ফোমের টুকরোকে মাঝখান দিয়ে ভাঁজ করলাম প্রজাপতির বডি তৈরি করার জন্য। এবং তার ওপরে ৩০ সেন্টিমিটার লম্বা গ্লিটার টুকরোকে গোলাকার করে ভাঁজ করে প্রজাপতির বডি তৈরি করে নিলাম। এবার ওই বডির উপরে সাদা পুঁথি দিয়ে দিলাম। এবং প্রজাপতির এন্টেনা বডির সাথে গ্লু গানের সাহায্যে জোড়া দিয়ে দিলাম ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সর্বশেষ ধাপ-
20240704_144659~2.jpg20240704_145058~2.jpg

20240704_145448~3.jpg

সর্বশেষ ধাপে এসে ছোট পাখার সাথে বড় পাখা গ্লু গানের সাহায্যে জোড়া দিয়ে দিলাম। তারপর পাখা দুটো বডির সাথে জোড়া দিয়ে প্রজাপতি তৈরি করে নিলাম। আর এরই মাধ্যমে সুন্দর একটি প্রজাপতি তৈরীর শেষের ধাপে এসে পৌঁছালাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপস্থাপন
20240704_145643~2.jpg20240704_145718~2.jpg

20240704_145712~3.jpg

অবশেষে গ্লিটার ফোম দিয়ে সুন্দর এ প্রজাপতিটা তৈরি করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আমার আরো ভালো লাগছে এই গ্লিটার ফোম দিয়ে সুন্দর এই প্রজাপতিটা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমি আশা করি গ্লিটার ফোম দিয়ে তৈরি করা সুন্দর এই প্রজাপতিটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। বন্ধুরা তাহলে আজকে এই পর্য্যন্ত্যই পরবর্তীতে আবার দেখা হবে যেকোনো একটা ডাই পোস্ট নিয়ে সে পর্য্যন্ত্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Posted using SteemPro Mobile

Sort:  
 7 days ago 

সাপ্তাহিক ছুটির দিনে পার্সোনাল কাজ করার পর কিছু সময় হাতে ছিল জন্য গ্লিটার ফোম দিয়ে চমৎকার সুন্দর একটি প্রজাপতি বানিয়েছেন ভাইয়া। ভীষন চমৎকার সুন্দর হয়েছে আপনার বানানো প্রজাপতিটি। প্রজাপতি তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

জি আপু আমি একটু সময় পেলেই রঙিন কাগজ দিয়ে কোন না কোন কিছু তৈরি করার চেষ্টা করি। আর তারই ধারাবাহিকতায় গ্লিটার ফোম দিয়ে এই প্রজাপতিটা তৈরি করেছিলাম। যাই হোক সবশেষে এত সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

আপনার কাজের প্রশংসা করতে হয় ভাই। অনেক সুন্দর প্রজাপতি তৈরি করেছেন দেখতে অসাধারণ সুন্দর। মাঝ দিয়ে পুতি ব্যবহার করায় আরো বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে।

 4 days ago (edited)

জি ভাই আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি প্রজাপতিটা সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমার জন্য দোয়া করবেন ভাই আমি যেন আরো সুন্দর সুন্দর কিছু ডাই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 7 days ago 

অনেক বেশি সুন্দর হয়েছে গ্লিটার পেপার দিয়ে তৈরি করা এই সুন্দর প্রজাপতিটা। এরকমভাবে কোনো কিছু তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি এত সুন্দর এবং কিউট দেখতে প্রজাপতি তৈরি করা হয়, তাহলে তো আরো ভালো লাগে। মাঝখানের অংশে সাদা পুঁতি গুলো দেওয়ার কারণে আরো ভালো লাগতেছে প্রজাপতিটাকে দেখতে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি পুরোটা সম্পূর্ণ করেছেন এটা তো দেখেই বুঝতে পারতেছি। এর আগেও আপনার এরকম কাজ দেখেছি। আশা করছি সব সময় শেয়ার করবেন।

 4 days ago 

গ্লিটার ফোম দিয়ে তৈরি করা আমার এই প্রজাপতিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। জি আপু আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর কিছু ডাই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারি। পরিশেষে এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 7 days ago 

গিল্টার পেপার ব্যবহার করে আপনি আজ খুব চমৎকার একটি প্রজাপতির অরিগামি বানিয়েছেন। অনেক সুন্দর হয়েছে আপনার বানানো অরিগামি টা। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 7 days ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে এক সময় অনেক জিনিস তৈরি করেছি। এই পেপার দিয়ে যা বানানোই হোক না কেন দেখতে খুব ভালো লাগে। আপনার আজকের প্রজাপতিটি খুব সুন্দর হয়েছে। প্রজাপতির উপরে পুতি বসানোর কারণে আরো ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে কালারটিও।

 4 days ago 

জি আপু আপনি একদম ঠিক বলেছেন গ্লিটার পেপার দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে অনেক সুন্দর লাগে।আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি আপু প্রজাপতিটা সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। যাইহোক এত সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 7 days ago 

গ্লিটার ফোম দিয়ে তৈরি করা প্রজাপতি তো অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। আমি তো প্রথম দেখেই মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দরভাবে আপনি প্রজাপতিটা তৈরি করেছেন। বিশেষ করে সাদা পুঁথি গুলো দেওয়ার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে। পুরো জিনিসটাই চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

গ্লিটার ফোম দিয়ে তৈরি করা প্রজাপতিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি আপু প্রজাপতিটা ভালোভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আর মাঝখানে পুঁথি দেওয়ার জন্য প্রজাপতিটা আসলে অনেক সুন্দর দেখাচ্ছিল। যাই হোক এত সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 7 days ago 

ভাইয়া আপনার তৈরি করা প্রজাপতি খুবই সুন্দর হয়েছে। এই ধরনের কাজগুলো অনেক সময় নিয়ে করতে হয়। আপনি নিজের দক্ষতা কাজে লাগিয়ে এত সুন্দর করে প্রজাপতি তৈরি করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 4 days ago 

জি আপু আমার তৈরি করা প্রজাপতিটা আপনার কাছে ভালো লেগেছে যেনে আমার অনেক ভালো লাগলো।এত সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 7 days ago 

ভাইয়া আপনি আপনার সাপ্তাহিক ছুটির দিন কাজে লাগিয়েছেন জেনে ভালো লাগলো। গ্লিটার ফোম দিয়ে সুন্দর একটি প্রজাপতি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে মুগ্ধ হলাম। অসাধারণ হয়েছে আপনার পোস্টটি। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 3 days ago 

আমার তৈরি করা গ্লিটার ফোম দিয়ে সুন্দর প্রজাপতিটা আপনার ভালো লেগেছে যেন আমার অনেক ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর কিছু ডাই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।