শোকাহত আমি এবং আমার বাংলা ব্লগ পরিবার

in আমার বাংলা ব্লগ25 days ago

আসসালামু আলাইকুম

আজ আর কাউকেই জিজ্ঞেস করবো না কেমন আছেন সবাই? জানি আজ কেউ ভালো নেই। আজ কেউ ভালো নেই কারন আমাদের দাদা ভালো নেই। আজ কেউ ভালো নেই কারন গোটা আমার বাংলা ব্লগ পরিবার ভালো নেই। আর ভালোই বা থাকবে কি করে। আজ ঝড়ে গেছে আমাদের সবার প্রিয় বড় দাদা আর ছোট দাদার জীবন থেকে তাদের প্রিয় একজন মানুষ। যে কিনা সারা জীবন আগলে রেখেছিল আমাদের সবার প্রিয় @rme দাদা এবং @black দাদা সহ তাদের গোটা পরিবারটিকে।

হ্যাঁ বন্ধুরা গতকাল যখন ডিসকোর্ডের এনাউসমেন্টে এমন একটি সংবাদ দেখতে পেলাম তখন কেন যেন নিজের অজান্তেই বুকের ভিতর শ্বাস বন্ধ হয়ে যাওয়ার কষ্ট অনুভব করছিলাম। অনুভব করছিলাম বাবা হারানোর কষ্ট কতটা গভীর । তাই মনটাও বেশ খারাপ। বার বার দাদা কে আমার জায়গায় দাঁড় করাছিলাম। ভাবছিলাম আমিও তো মা বাবা হারা একজন মানুষ। আমার যতটুকু কষ্ট হয়েছিল তাদের কে হারিয়ে তার চেয়ে তো দাদা এবং তার পরিবারের কষ্ট কম নয়। কি করে সহ্য করবে গোটা পরিবার সেই শোক?

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzwbVoya3baWd9ALCpkQZnXVByyswgfobGwYzuav3ToaS7JNT1vAafADitgp94Td8MgQfJmshrhRAsT69L.png

ব্যানার ক্রেডিট- @Hafizullah

’’বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ’’- একদম সত্যি কথাগুলো। বাবার কাছে জমানো আছে আছে আমাদের হাজার হাজার ঋণ। কি করে আমরা বাবার সেই ঋণটুকু পরিশোধ করবো? আর আমাদের সেই জমিয়ে রাখা ঋণ কি সত্যি পরিশোধ করার যোগ্য?

একটি সন্তান পৃথিবীতে আসার পর হতে সন্তান বড় হওয়া পর্যন্ত বাবার যে কত ত্যাগ সেটা আমরা কেউ খুঁটিয়ে দেখার চেষ্টা করি না। আমাদের জীবনের জন্য যেমন মায়ের ভূমিকা রয়েছে, ঠিক তেমনি করে বাবার ভূমিকাও কিন্তু কম নয়। বাবা সারাটি জীবন নিরবে থেকে আমাদের জন্য শুধুই দিয়েই যায়। বিনিময়ে আমাদের কাছ হতে কখনও কিছু আশা করে না। আসলে বাবা তো বাবাই। সারাটি জীবন একটি শার্ট পড়েই কাটিয়ে দেওয়া একজন নিরব মানুষ। সারাটি জীবন নিজে খেয়ে না খেয়ে, নিজের ঘাম জড়িয়ে সন্তানের মুখে আহার তুলে দেওয়ার এক নীরব সৈনিক। তবে আমরা তখনই এই বাবার শূণ্যতা অনুভব করি যখন বাবা আমাদের কে ছেড়ে চলে যায় দূর বহুদুর। তখনই বাবার ত্যাগ গুলো কে অনুভব করি যখন বাবা কে কোন কিছু ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের থাকে না।

সেই ছোট বেলায় হাঁটি হাঁটি পা পা করে বাবার হাত ধরে স্কুলের গন্ডিতে পা রাখি আমরা। হয়তো আমাদের কারও কারও ছেলেবেলার বিকেলটাও কেটেছে বাবার হাত ধরে বাবার সাথে খেলা করে। হয়তো আমাদের কারও কারও বাবাকে জড়িয়ে ধরে না ঘুমালে রাতে ঘুমই হতো না। হয়তো আমাদের কারও কারও বাবার হাতে ভাত না খেলে খাওয়াই হতো না। হয়তো আমাদের কারও কারও বাবা বিকেলে বাসায় ফেরার সময় হাতে করে কিছু না নিয়ে আসলেই মনটা খারাপ হয়ে যেত। হয়তো আমাদের কারও কারও বাবার রক্তিম চোখের চোখ রাঙানিতে বুকে জ্বালা হতো। কিন্তু সেই বাবাই যখন আমাদের কে ছেড়ে চলে যায় দূর বহু দূর ঠিক তখনই আমরা বুঝতে পারি বাবা আমাদের জীবনের জন্য কি ছিল। সত্যি বলতে বাবাকে নিয়ে হাজার কেন লক্ষ্য কোটি কথা লেখলেও লেখা শেষ হবে না। কারন বাবা নীরবে থেকে তার জীবন কে বিপন্ন করে আমাদের জন্য যে সুখের প্রাসাদ তৈরি করে গেছে, যে ভালোবাসার আবরণ সুষ্টি করে গেছে সেই ত্যাগ আর ভালোবাসা আমরা কি করে ভুলবো সারা জীবন?

আর কারও কথা বলতে পারি না। তবে আমি আমার নিজের কথাই বলতে পারি। সেই ছেলেবেলায় বাবাকে জড়িয়ে না ধরলে একটি রাতও আমি ঘুমোতে পারতাম না। বাবা কে প্রিয় জিনিস হাতে করে আনতে না দেখলে বেশ অভিমান করতাম। কিন্তু তখন বুঝতে পারিনি বাবাকে আমি এতো এতো ভালোবাসি। আজ যখন বাবা সেই না ফেরার দেশে চলে গেল, এখন জীবনের প্রতিটি দিন আর প্রতিটিক্ষন অনুভব করি বাবার শূণ্যতা। যখন চারদিকের দায়িত্ববোধ গুলো আমায় তাড়া করে ফিরে, ঠিক তখনই বুঝতে পারি বাবা কি ভরসার জায়গা ছিল। আর যখন রাতের আধাঁরে কোন কিছু আকঁড়ে ধরে নিশ্চিন্তের ঘুমাতে চাই তখন অনুভব করি বাবা কতটা ভালোবাসার স্থান ছিল।

মাঝে মাঝে মনে হয় বাবা কে যদি আর একবার ফিরে পেতাম। তখন জড়িয়ে ধরে বার বার বলতাম বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি। বাবা তোমাকে ছাড়া আমি বড্ড অসহায়। বাবা গো তোমাকে ছাড়া মাথার উপর এত দায়িত্ব কি করে আমি পালন করবো বলে দাও। আমি তো আর পারছি না। জীবনের প্রতিটি সেকেন্ড শুধু নিজের সাথে নিজে যুদ্ধ করে যাচিছ। আর তোমার না বলা কষ্টগুলো কে অনুভব করছি।

বাবা কে হারিয়ে যে যন্ত্রণার পাহাড় বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছি সেই মূহূর্তেই যেন আরও একটি দুঃসংবাদ এসে বুকে আবারও কষ্ট জমাট করে দিলো। আর সেটা হলো আমাদের পরিবারের @rme দাদা এবং @black দাদার বাবার জন্য। যতটুকু জেনেছি উনি বেশ বড় মনের মানুষ ছিলেন। ছিলেন একজন দাতাও। আর আজ সেই মানুষটিকে হারিয়ে দাদার পরিবার যে কি কষ্ট অনুভব করছে সেটা আমরা সবাই কম বেশী অনুভব করতে পারছি।

তাই সৃষ্টিকর্তার কাছে আজ সবাই মিলে চাইবো যেন এই শোক সইবার ক্ষমতা সৃষ্টিকর্তা দাদার পরিবার কে দেন। সেই সাথে আমাদের সবার প্রিয় মানুষটি যেখানেই থাকুক না কেন, সৃষ্টিকর্তা যেন তার আত্মার শান্তি প্রদান করেন। সবশেষে একটাই কথা বলতে চাই, দাদা ভালো থাকবেন বুকের মাঝে বাবাকে হারানো কষ্ট গুলো শক্তিতে পরিনত হোক। দাদা এবং দাদার পরিবারের সবাই শোক কে কাটিয়ে উঠুক।

image.png

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Screenshot_1.png

Sort:  
 25 days ago 

আসলেই আমাদের প্রত্যেকের জীবনেই বাবার জায়গাটা এমন যে বাবাকে নিয়ে হাজার কোটি কথা লিখলেও সেই গুরুত্ব যেন বলে শেষ করা যাবে না! দাদা, ছোটদাদা সহ পরিবারের সকলেই যেন এই শোক কাটিয়ে উঠতে পারে, সেই প্রার্থনা। দাদার বাবার আত্মার শান্তি কামনা করি মন থেকে। প্রার্থনা করা ছাড়া আর কি ই বা করার আছে আমাদের। 😭

 24 days ago 

একদম তাই বাবা তে নিয়ে হাজার কোটি কথা লিখলেও শেষ করা যাবে না। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 24 days ago 

আসলে আমাদের জীবনে বাবা যে কিএবং তার ভালোবাসা কতটা গভীর আর বাবার কথা লিখলেও শেষ হবে না। একটি পরিবারের বাবা বিশাল ভূমিকা পালন করে।দোয়া করি দাদা এবং ছোট দাদা ও তার পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে। ধৈর্য ধারণ করার ক্ষমতা যেন সৃষ্টিকর্তা তাদেরকে দেয়।পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 24 days ago 

ধন্যবাদ আপু বেশ সুন্দর করে একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 24 days ago 

বাবাকে নিয়ে যত কিছুই বলি না কেন অনেক বেশি কম হবে। আমাদের সবার জীবনে আমাদের বাবার ভূমিকাটা অপরিসীম। আমরা বাবাকে নিয়ে যত কিছুই বলি না কেন অনেক কম হয়ে যাবে। আর আমাদের বাবার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবোনা। সব সময় এটাই কামনা যেন দাদার পুরো পরিবার এই শোকটা কাটিয়ে উঠতে পারে। দাদার পুরো ফ্যামিলির কথা ভাবলেই অনেক বেশি খারাপ লাগে। জানিনা এখন ওনাদের সবার মনের কি অবস্থা। সবাই যেন ধৈর্য ধরতে পারে এটাই চাই।

 24 days ago 

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।