কবিতা পোস্ট- স্ব-রচিত- কবিতা-মিছে ভাবনা || Original Poetry by @maksudakawsar||
কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে থাকেন না কেন বেশ ভালোই আছেন। মানুষের জীবন সব সময় এক রকমের যায় না। এই ভালো তো এই মন্দ। আর ভালো মন্দের জোয়ার ভাটায় জীবনটাই হয়ে পড়ে নিস্তেজ। কিন্তু তাতে কি মানুষে বেচেঁ থাকার জন্য প্রতিদিন যুদ্ধ করে যেতে হয়। আর সেই যুদ্ধে নিজেকে বিজয়ী করতে তাকে যে কত ব্যস্তময় সময় পার করতে হয় সেটা কেবল ভুক্তভোগী মানুষটিই জানে।
আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। সত্যি বলতে ভালো মন্দ যাই লিখি না কেন, চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। জানিনা কতটুকু আমার লেখা গুলো আপনাদের কে ছুঁয়ে দিতে পারে। আজও আবার চলে আসলাম আপনাদের মাঝে।আজ চেষ্টা করছি আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করতে।
ভালোবাসা এমন একটি বিষয় যেটা সবাই প্রকাশ করতে পারে না। এক একজনের ভালোবাসা প্রকাশের ধরন। সব মানুষ কিন্তু তার প্রিয়জনের জন্য ভালোবাসার বহি প্রকাশ করতে পারে না। আর তখনই সে পায় দারুন কষ্ট। মনের মাঝে প্রিয় মানুষের জন্য গড়ে উঠা ভালোবাসা প্রকাশ না করতে পারাটা যে কত কষ্টের সেটা কেবল সেই মানুষটাই জানে। আর এমন কষ্টের অনুভূতি গুলো কারও সাথে শেয়ারও করা যায় না। শুধু অনুভব করে বেড়াতে হয়। প্রিয় মানুষকে নিয়ে তেমনি কিছু ভালোবাসার কথা আজ আপনাদের সাথে কবিতা আকাশে শেয়ার করে যাচিছ। আশা করি আপনাদের ভালো লাগবে।
যাচ্ছে জীবন যাক না কেটে,
ভাবনা কিসের ভাই?
চিন্তা ভাবনা করে কি
আর সুখে থাকা যায়?
হাসি খুশি জীবন নিয়ে,
সময় গুলো কাটিয়ে দিলে,
জীবন হবে সোনার তরী,
আমরা হবো সুখের মাঝি।।
দুঃখ করে হয় না কিছু,
পিছু নেয় অসুখ,
সেই অসুখে ভোগে একদিন,
জীবন হয় বিমুখ।।
যতই করি পেরেশানি,
হবে নাকো শেষ,
মিছে মিছে চিন্তা করে,
সবই হবে শেষ।।
কিসের জন্য চিন্তা এত?
কিসের পেরেশান?
তোমার হাতে আছে কি ভাই?
সকল সমাধান।।
শেষ কথা
শেষ কথা
জানিনা কেমন লাগলো আমার আজকের কবিতাটি আপনাদের সবার কাছে। যদি আজকের কবিতাটি আপনাদের মনটাকে এতটুকু ছুঁয়ে দিতে পারে তাহলেই কিন্তু আমি স্বার্থক। আপনাদের মতামত জানার অপেক্ষায় থেকে শেষ করছি।
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
দুর্দান্ত লিখেছেন। কবিতার মধ্যে যে বিষয়টি ফুটে উঠেছে তা হচ্ছে ফাও যতশত টেনশন করি আমরা সেই বিষয়গুলো পরিহার করে আনন্দে খুশিতে জীবন যাপন করার আহ্বান জানিয়েছে কবি। কবিতার ভাবমূর্তিকে খুবই সাবলীল ভাষায় প্রকাশ করেছেন আপনি। আপনার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা দুটোই রইল ।অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী স্বরচিত কবিতা গুলি পড়ার জন্য।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
বেঁচে থাকতে হলে যুদ্ধ করতে হবে।
আর এই যুদ্ধে জয়ী হতে হবে এমন মানে নেই কিন্তু চেষ্টা চালিয়ে যেতেই হবে।
আসলে এতো চিন্তা করে জীবনে কোন লাভ নেই, সৃষ্টিকর্তার উপর আস্থা রেখে এগিয়ে যেতে হবে।
কবিতার লাইনগুলো দারুন ছিল 👍
মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এমন ছন্দ মেলানো কবিতা পড়তে আসলেই খুব ভালো লাগে। আসলে আমরা যতই টেনশন করি না কেনো,সব সমস্যার সমাধান কিন্তু আমাদের হাতে নেই। তবে টেনশন জিনিসটা অটোমেটিক মাথার মধ্যে এসে পড়ে। যাইহোক বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
আসলেই আপু এত চিন্তা ভাবনা করে আর কি হবে? যা হবার কপালে তাই হবে। আমি তো বার বার বলি কোথাও ঘুরতে যাই। কিন্তু আপনারাই তো যান না। খালি টেনশন করেন। যাই হোক এখন থেকে সব সময় হাসি খুশি থাকবেন।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।