এক গুচ্ছ অনু কবিতা-তোমাকে ঘিরে
কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে থাকেন না কেন বেশ ভালোই আছেন। মানুষের জীবন সব সময় এক রকমের যায় না। এই ভালো তো এই মন্দ। আর ভালো মন্দের জোয়ার ভাটায় জীবনটাই হয়ে পড়ে নিস্তেজ। কিন্তু তাতে কি মানুষে বেচেঁ থাকার জন্য প্রতিদিন যুদ্ধ করে যেতে হয়। আর সেই যুদ্ধে নিজেকে বিজয়ী করতে তাকে যে কত ব্যস্তময় সময় পার করতে হয় সেটা কেবল ভুক্তভোগী মানুষটিই জানে।
আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। সত্যি বলতে ভালো মন্দ যাই লিখি না কেন, চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। জানিনা কতটুকু আমার লেখা গুলো আপনাদের কে ছুঁয়ে দিতে পারে। আজও আবার চলে আসলাম আপনাদের মাঝে।আজ চেষ্টা করছি আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করতে।
অনু কবিতা কি বা কাকে বলে হয়তো আগে জানতাম না। বুঝতাম না কি করে লেখবো মনের ভিতর লুকিয়ে থাকা কবিতার লাইনগুলো।কিন্তু প্রিয় এই কমিউনিটিতে কাজ করে জানতে পারলাম যে অনু কবিতা কি। মাঝে মাঝে নিজের মনের গভীর হতেই ভেসে আসে অনেক সুন্দর কিছু ছন্দ কথা। আর সেই ছন্দ কথা গুলোকে নিজের মত করে গুছিয়ে লেখা গুলোই হয়তো অনু কবিতা। আর আজ তাই বিভিন্ন সয়য়ে নিজের মনের মাঝে লুকিয়ে রাখা কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করতে ইচ্ছে হলো। দেখুন তো কেমন হলো আমার অনু কবিতা গুলো।
(১)
তুমি আছো বলে আজও চাঁদ হাসে,
বাতাসের সুঘ্রান ভাসে,
ভোরে কিচিরমিচির পাখি ডাকে,
রাত্রির আকাশে তারারা ভাসে।।
তুমি আছো বলেই সমুদ্র ঢেউ জাগে,
শিশিরে বৃষ্টি জাগে,
না বলা কথাগুলো দুমড়ে মরে,
হৃদয় চাওয়া গুলো স্বপ্ন বুনে।।
(২)
তোমার কারনে রাত্রির আকাশে,
তারা গুলো হাসে,
তোমার কারনে জোৎস্না রাতে,
মাতাল হাওয়া বহে।।
তোমার কারনে ভালোবাসা গুলো আজ,
বেধেঁছে হৃদয়ে বন্ধন,
তোমার কারনে মনের গভীরে,
ভালোবাসা করে উথাল পাতাল।।
(৩)
তোমার প্রেমের হাতটি ধরে,
ভাসবো মোরা অথৈ জলে,
হৃদয়ের শত লেনাদেনা,
করবো মোরা বেঁচাকেনা।।
প্রেম সাগরে ডুববে যখন,
বুঝবে তুমি প্রেম কি মাখন,
প্রেমের রঙে রাঙিয়ে দিবে,
আমার মনের বেদানাকে ।।
(৪)
তুমি আমার নীল আকাশে রাতের ধ্রব তারা,
তুমি আমার প্রথম প্রহর ভোরের শিশির কনা,
তুমি আমার মেঘলা আকাশে বৃষ্টির আনাগোনা,
তুমিই হৃদয় মাঝে করছো আনাগোনা।।
ভালোবেসে যাবো আমি চিরজীবন ভর,
তোমায় নিয়ে বাধবো আমি একটি সুখের ঘর,
সেই ঘরেতে হাতে হাতটি রেখে,
ভালোবাসার নীড় সাজাবো হৃদয় উজার করে।।
শেষ কথা
শেষ কথা
জানিনা কেমন লাগলো আমার আজকের অনু কবিতা গুলো আপনাদের সবার কাছে। যদি আজকের কবিতাটি আপনাদের মনটাকে এতটুকু ছুঁয়ে দিতে পারে তাহলেই কিন্তু আমি স্বার্থক। আপনাদের মতামত জানার অপেক্ষায় থেকে শেষ করছি।
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগে। অসাধারণ ভাষা ছিল কবিতা গুলোর।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ঠিক বলেছেন আপু আমাদেরকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হচ্ছে। মৃত্যুর আগ পর্যন্ত এই যুদ্ধের কোন শেষ নেই। যাইহোক আপনার মতো অনু কবিতা আমিও আগে বুঝতাম না। এই ব্লগ থেকে অনু কবিতা শিখেছি। আপনার আজকের অনু কবিতা গুলো খুব সুন্দর হয়েছে। ভালো লাগলো পড়ে।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আরে বাহ্ অনেক সুন্দর করে লিখেছেন তো এই অনু কবিতা গুলো। সবগুলোও অনু কবিতা অনেক সুন্দর সুন্দর ভাবে লিখেছেন আপনি। ছন্দ মিলিয়ে সুন্দর করে কবিতা গুলো লেখার কারণে পড়তে বেশি ভালো লেগেছে। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে এত সুন্দর অনু কবিতা লিখতে পারছেন। আশা করছি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার লেখা আজকের এই অনু কবিতা গুলো আমার অনেক ভালো লেগেছে পড়তে। আপনার এই অনু কবিতা গুলোর টপিক অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর অনু কবিতা গুলো আমি লিখতেও অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখলে অনেক বেশি সুন্দর হয়। আপনার লেখা এই অনু কবিতা গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আশা করছি সব সময় এরকম অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।
ধন্যবাদ ভাইয়া মূল্যবান মন্তব্যের জন্য।
প্রিয় মানুষকে নিয়ে লেখা সবগুলো কবিতা অনেক সুন্দর হয়েছে আপু। রোমান্টিক কবিতা গুলো পড়তে ভালোই লাগে। প্রত্যেকটা কবিতা খুব সুন্দর ভাবে শব্দ এবং ছন্দ সাজিয়ে লিখেছেন। ভালো লাগলো কবিতার লাইনগুলো। এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু আপনার গঠন মূলক মন্তব্যের জন্য।
যেকোনো ধরনের কবিতা পড়তে যেমন ভালো লাগে তেমনি অনু কবিতাগুলো পড়তে আরও অনেক ভালো লাগে। বিশেষ করে এখন কবিতা লেখা অনেক বেশি পছন্দ করি আমি। আজকে আপনি খুব সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করলেন। আপনার শেয়ার করা প্রতিটি অনু কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেছি।
আপু দারুন ছিল আপনার আজকের অনু কবিতা গুলো। আপনি নিজের মনের অনুভূতি দিয়ে আজকের কবিতা গুলো লেখার চেষ্টা করেছেন। আপনার প্রতিটি কবিতাই আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।