এক গুচ্ছ অনু কবিতা-হৃদয়ের কিছু কথা

in আমার বাংলা ব্লগ11 hours ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে থাকেন না কেন বেশ ভালোই আছেন। মানুষের জীবন সব সময় এক রকমের যায় না। এই ভালো তো এই মন্দ। আর ভালো মন্দের জোয়ার ভাটায় জীবনটাই হয়ে পড়ে নিস্তেজ। কিন্তু তাতে কি মানুষে বেচেঁ থাকার জন্য প্রতিদিন যুদ্ধ করে যেতে হয়। আর সেই যুদ্ধে নিজেকে বিজয়ী করতে তাকে যে কত ব্যস্তময় সময় পার করতে হয় সেটা কেবল ভুক্তভোগী মানুষটিই জানে।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। সত্যি বলতে ভালো মন্দ যাই লিখি না কেন, চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। জানিনা কতটুকু আমার লেখা গুলো আপনাদের কে ছুঁয়ে দিতে পারে। আজও আবার চলে আসলাম আপনাদের মাঝে।আজ চেষ্টা করছি আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করতে।

মিথ্যে ভালোবাসা (8).png

image.png

অনু কবিতা কি বা কাকে বলে হয়তো আগে জানতাম না। বুঝতাম না কি করে লেখবো মনের ভিতর লুকিয়ে থাকা কবিতার লাইনগুলো।কিন্তু প্রিয় এই কমিউনিটিতে কাজ করে জানতে পারলাম যে অনু কবিতা কি। মাঝে মাঝে নিজের মনের গভীর হতেই ভেসে আসে অনেক সুন্দর কিছু ছন্দ কথা। আর সেই ছন্দ কথা গুলোকে নিজের মত করে গুছিয়ে লেখা গুলোই হয়তো অনু কবিতা। আর আজ তাই বিভিন্ন সয়য়ে নিজের মনের মাঝে লুকিয়ে রাখা কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করতে ইচ্ছে হলো। দেখুন তো কেমন হলো আমার অনু কবিতা গুলো।

image.png

এক গুচ্ছ অনু কবিতা-হৃদয়ের কিছু কথা

লেখা- মাকসুদা কাউসার

(১)

তোমার মিষ্টি হাসিতে,
আমার হৃদয়ের মাঝে,
শত রক্ত কনিকা ঝড়ে পড়ে,
উপচে পড়ে সমুদ্রের হাসি।।

তোমার চোখের মায়া ভরা[ নেশা,
আমায় করে তোলে ব্যাকুল,
আমি হয়ে পড়ি প্রেমে পাগল,
আর তোমার ভালবাসায় মাতোয়ারা।।


(২)

লুকিয়ে লুকিয়ে থাকলে কি আর ভালবাসা হয়?
ভালাবাসা চিরকালই মনে গেঁথে রয়,
তোমার আমার ভালবাসায় নেই কো কোন ফাঁক,
তবে কেন তোমার মনে এত এত রাগ?

ময়না আমার টিয়া আমার রাগ করে না এত,
তোমার জন্য হৃদয় আমার হয়ে গেছে ক্ষত,
জীবন দিয়ে বাসবো ভাল হৃদয় মাঝে রেখে,
তোমায় যেন কেউ পারে আমার থেকে নিতে ।।

(৩)

আজ আমি শক্তি সঞ্চার করে নিয়েছি,
আজ আমি তোমার দেওয়া শত ব্যথা ভুলে গেছি,
আজ আমি আমার পৃথিবী কে জয় করতে শিখেছি,
এত কিছু পেরেছি শুধু তোমার জন্য।।

কারন তোমার দেওয়া শত আঘাত আমায়,
দেখিয়েছে মুক্তির পথ, শিখেয়েছে বেঁচে থাকা।।


(৪)

হৃদেয়ের গহিনে এঁকেছি যারে হায়,
কখনও কি তারে পাবো না এ ধরায়,
রেখেছি গো তোমায় মনের সেই মনিকোঠায়,
যেখানে আমার প্রেম গুলো সব রয়েছে তোমার প্রতিক্ষায়।।

তোমার বিরহ গুলো আজ হয়েছে মরুভূমি,
ফুটিবে না আর কভু সেথায় কুসুম কলি,
রাখিবো তোমায় চাঁদের আঙ্গিনায়,
তবুও দাও গো দেখা আমায় হে প্রিয়তমা।।


(৫)

তোমারি প্রেমে হৃদয়ের যাতনা,
কেঁদে মরে হেথায় শত বেদনা
তোমার দেওয়া শত কোটি প্রেম,
হৃদয়ের গহীন বেধেঁছে আজ ফ্রেম।।

ভুলিবো কেমনে ওগো প্রিয় তোমায়,
দিয়েছো যে প্রেম হৃদয়ে আমার,
সহিবো যাতনা যতই দেওগো আমায়,
মন প্রাণ দিয়ে ভালবাসিবো যে তোমায়।।

image.png

শেষ কথা

জানিনা কেমন লাগলো আমার আজকের অনু কবিতা গুলো আপনাদের সবার কাছে। যদি আজকের কবিতাটি আপনাদের মনটাকে এতটুকু ছুঁয়ে দিতে পারে তাহলেই কিন্তু আমি স্বার্থক। আপনাদের মতামত জানার অপেক্ষায় থেকে শেষ করছি।

image.png

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Twitter_Banner_24.webp

Sort:  
 2 hours ago 

একদম ঠিক বলেছেন আপু অনু কবিতা কি আমিও আগে বুঝতাম না। দাদার কবিতা পড়ে অনু কবিতা সম্পর্কে ধারণা হয়েছিল। আর এখন তো সবাই খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখে। আপনার কবিতা গুলো বেশ চমৎকার হয়েছে। শেষের অনু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 58 minutes ago 

ধন্যবাদ আপু আপনাকেও সুন্দর করে মন্তব্য করার জন্য।