ডাই পোস্ট- ক্লে দিয়ে বেবী বাচ্চার জুতা তৈরি || made by @maksudakawsar||

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? বেশ ভালো তাই না? জি আমিও আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো।তবে আজকাল যেন আমাদের জীবন থেকেই শান্তি উঠে গেছে। উঠে গেছে। তবুও আমরা বেচেঁ আছি কারন আমাদের কে বেচেঁ থাকতে হবে। বেচেঁ আছি আমাদের জীবনের তাগিদে, পরিবারের তাগিদে। আর মায়া মমতা ও ভালোবাসায়।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। জীবন যেমনই হোক না কেন কাজ আমাদের করে যেতে হবে। কারন কাজ এনে দেয় দেহ আর মনে প্রশান্তি। আর তাই তো প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন কাজ করে নিজেকে উৎফুল্ল রাখতে। হয়তো সে ভাবে হয়ে উঠে না। আর হবেই বা কি করে? আমি তো আবার সব নৌকার মাঝি।

মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। হয়তো তার সেই সকল স্বপ্ন পূরন হয়। আবার কখনও বা হয় না। তবুও মানুষ এগিয়ে যায় সামনের দিকে। এই সব পিছিয়ে পড়া মানুষের ভিড়ে আমিও একজন। জীবনে যখনই কোন কাজ করার ইচেছ জাগে তখনই হয়তো অশুভ কোন সংকেত এসে ভেঙ্গে দিয়ে যায় সেই স্বপ্ন। তারপরও আমি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। আর সেই ঘুরে দাঁড়ানোর এক পর্যায়ে আজ আবার চলে আসলাম আপনাদের জন্য আরও একটি ডাই পোস্ট নিয়ে। আশা করি আমার আজকের ডাই পোস্টটি আপনাদের বেশ ভালো লাগবে।

1000026335.jpg

1000026336.jpg

1000026338.jpg

1000026339.jpg

ক্লে দিয়ে বেবী বাচ্চার জুতা তৈরি

প্রয়োজনীয় উপকরণ

1000026319.jpg

প্রথমে ক্লে নিয়ে সমান ২ ভাগে ভাগ করে গোল করে নিলাম।

ধাপ - ২

1000026320.jpg

এবার গোল ক্লে দুটো একটু চ্যাপ্টা করে দুটো স্যান্ডেলের নিচের চটির জন্য রেডি করে নিলাম।

ধাপ - ৩

1000026325.jpg

এবার এই দুটোকে, দুটি স্যান্ডেলের আকৃতির ডিজাইন করে নিলাম।

ধাপ - ৪

1000026327.jpg

এবার বেগুনি কালার ক্লে নিয়ে সেটাকে চ্যাপ্টা ও লম্বা করে জুতার উপরের বেল্টের অংশের জন্য বানিয়ে নিলাম।

ধাপ - ৫

1000026328.jpg

এবার সেইটা এটা কে সুন্দর করে স্যান্ডেলের উপরের বেল্টের জন্য মন মত করে ক্লে টুন ছুরি দিয়ে কেটে নিলাম

ধাপ - ৬

1000026329.jpg

এবার সেই বানানো ক্লে বেলটিকে ক্লে ছুরি দিয়ে সমান দুই ভাগে কেটে প্রথমে একটি স্যান্ডেলের ওপরে লাগিয়ে নিলাম

ধাপ - ৭

1000026330.jpg

এবার এক এক করে দুটো জুতার মধ্যে ক্লে দিয়ে বানানো বেল্ট পারফেক্ট মত বসিয়ে দিলাম।

ধাপ - ৮

1000026331.jpg

এবার ভাবলাম জুতো দুটো খালি লাগছে কি করা যায় তখন আবার বেগুনি ক্লে নিলাম নিয়ে দুটো গোল করে ছোট ছোট বল বানিয়ে নিলাম।

ধাপ - ৯

1000026332.jpg

এবার কমলা কালার ক্লে নিয়ে ছোট ছোট কিছু পাতা বানিয়ে নিলাম।

ধাপ - ১০

1000026333.jpg

পাতাগুলো দিয়ে সুন্দর করে দুটো ফুল বানিয়ে ফুলের মাঝে বেগুনি বল দুটো বসিয়ে সুন্দর দুটো ফুল বানিয়ে নিলাম।

ধাপ - ১১

1000026334.jpg

এবার ফুল দুটো স্যান্ডেলের বেল্টের দু সাইটে সুন্দর করে বসিয়ে দিলাম আর এভাবে হয়ে গেল আমার আজকের ক্লে দিয়ে বানানো চমৎকার একজোড়া জুতো।

ফাইনাল আউটপুট

1000026339.jpg

আমার ব্যস্ত জীবন হতে সময় বাঁচিয়ে আপনাদের জন্য কিছু ভিন্ন করার চেষ্টা করলাম। এখন আপনাদের ভালো লাগলেই আমি স্বার্থক। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। আল্রাহ্ হাফেয।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ক্যামেরাVivo y18
পোস্ট তৈরি@maksudakawsar
লোকেশনবাংলাদেশ

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
 2 days ago 

ক্লে দিয়ে বেবী বাচ্চার জুতা তৈরির অনেক সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের হাতের কাজগুলো দেখতে সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা এই জুতা যেন সত্যিকারের জুতার মত মনে হয়েছে।

 yesterday 

মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 days ago 

1000012085.jpg

 2 days ago 
 2 days ago 

ক্লে ব্যবহার করে এতো সুন্দর জুতা তৈরি করা যায়, তা আসলে আমার জানা ছিল না। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্লে দিয়ে বেবী বাচ্চার জুতা তৈরি করেছেন। আপনার তৈরি করা বেবী জুতা গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে জুতা গুলো তৈরি করেছেন।

 yesterday 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 days ago 

আমার কাছে পুরোটাই খুব সুন্দর লেগেছে। আপনি সত্যি অনেক সুন্দর ডাই তৈরি করতে পারেন। আসলে চেষ্টা করার ফলে সবকিছুই সম্ভব হয়। আর তেমনি আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে সুন্দর সুন্দর ডাই তৈরি করতে পারছেন। এভাবে যদি চেষ্টা করেন, তাহলে আরো অনেক সুন্দর ডাই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপু সুন্দর বেবী বাচ্চার জুতা তৈরি করে শেয়ার করার জন্য।

 yesterday 

মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 days ago 

ডাইপোস্টের মাধ্যমে দারুন সুন্দর জুতো জোড়া তৈরি করলেন। ক্লে দিয়ে কত সুন্দর সুন্দর কাজ করা যায় তা বিভিন্ন পোস্টে দেখি এবং ভালো লাগে। দারুন সুন্দর জুতো জোড়া ক্লে দিয়ে বানিয়েছেন দেখে ভীষণ ভালো লাগলো।

 yesterday 

ধন্যবাদ দাদা আপনার মন্তব্যের জন্য।

 2 days ago 

আরে বাহ্ আপু আপনি তো দেখছি আজকে খুব চমৎকার ভাবে ক্লে দিয়ে জুতা তৈরি করেছেন। বেবি বাচ্চার জুতা গুলো দেখে আমার তো খুব দারুন লেগেছে। এই জুতা গুলো কিন্তু অনেক বেশি কিউট ছিল। আপনি অনেক সময় নিয়ে তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। উপরে ফুল দেওয়ার কারনে বেশি ভালো লাগছিল।

 yesterday 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 days ago 

আরে বাহ্ আপু আপনি তো চমৎকার একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন। ক্লে দিয়ে তৈরি করা জুতো দেখতে অসাধারণ লাগছে। আমার কাছে পোস্টটি এতটাই ভালো লেগেছে যে কি বলবো। এত সুন্দর নিখুঁতভাবে আপনি কাজটি সম্পন্ন করেছেন সত্যি প্রশংসনীয়। ক্লে দিয়ে জুতো তৈরি করার প্রতিটি ধাপ আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 yesterday 

ধন্যবাদ আপুন সু্ন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 days ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার আজকের এই জুতা তৈরি করতে দেখে। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করে দেখছি অনেকে অনেক সুন্দর সুন্দর ভাবে ক্লে ব্যবহার করে দেখাচ্ছেন। চমৎকার হয়েছে জুতা তৈরি করা।

 yesterday 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।