জেনারেল রাইটিং:-"মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংবোধে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে"

in আমার বাংলা ব্লগ5 days ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার রহমতে । আমিও আছি আপনাদের দোয়ার বরকতে জীবন নিয়ে ভালোই। দিন যায় কথা থাকে। দিন কিন্তু সত্যি সত্যি চলেই যাচ্ছে। চলে যাচ্ছে সময়। সময় কখন আসে আর কখনই বা যায় সেটা টেরই পাই না। তাই ব্যস্ততার পরিমানও দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আজকাল যেন জীবনের সাথে যুদ্ধ করেই জীবন পার করতে হচ্ছে। তবুও সময় করে বসে পড়লাম আপনাদের জন্য একটু লেখালেখি করার জন্য। আমি আশা করি আজকের ব্লগ আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। সব সময় চেষ্টা করি ভালো ভালো ব্লগগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

draw-3583548_1280.png

প্রশংসা এমন একটা জিনিস যেটা মানুষ লোভের কারণেই করে থাকে। এমনিতে এখন আর কেউ প্রশংসা করে না। ভালো কাজের প্রশংসা এখন খুব কম মানুষ করে থাকে। কিন্তু মানুষ নিজের লোভের জন্য প্রশংসার ঠিকই করে থাকে। দেখা যায় কোনো কিছু পাওয়ার জন্য মানুষ অন্যের প্রশংসা করে। আর এই পাওয়াটাই তার লোভ। কারণ ছাড়া এখন মানুষ একটা পা ও সামনের দিকে বাড়ায় না। ঠিক তেমনিভাবে কেউ কারণ ছাড়া প্রশংসাও করে না। সবকিছুর জন্যই মানুষ কোনো না কোনো কারণ অবশ্যই খুঁজে বের করে এখন। আর ঠিক তেমনি মানুষ প্রশংসা লোভে করে।

যে মানুষগুলোর মধ্যে অহংবোধ অনেক বেশি রয়েছে, তারাই অন্যের সমালোচনা করতে ব্যস্ত থাকে প্রতিনিয়ত। অহংবোধের কারণে তারা সমালোচনা করে থাকে। অন্যের সমালোচনা করা মানুষগুলো অনেক বেশি খারাপ হয়ে থাকে। আমার তো মনে হয় তাদের সমালোচনা করা ছাড়া আর কোনো কাজ নেই। কোন মানুষ কখন কি করছে এগুলো দেখতে ব্যস্ত থাকে। আর এগুলো নিয়ে অনেক বেশি সমালোচনা করে থাকে। ভালো কিছু করলেও তারা সমালোচনা করে। আবার খারাপ কিছু করলেও করে থাকে। এই মানুষগুলোর সমালোচনার কোনো ঠিক নেই। আর এই সমালোচনা তারা করে অহংবোধে।

বর্তমানে সব মানুষ নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকে। তারা শুধুমাত্র স্বার্থের জন্য এখন সম্পর্ক তৈরি করে। সবকিছুর জন্য এখন কোনো কারণ অবশ্যই থাকে। ঠিক তেমনিভাবে সম্পর্ক মানুষ স্বার্থের জন্যই তৈরি করে। আর স্বার্থ ফুরিয়ে গেলে সেই সম্পর্কটাও ভেঙে তারা নিজেদের রাস্তায় চলে যায়। স্বার্থ এমন একটা জিনিস যার জন্য একজন মানুষ অনেক নিজের নেমে যেতে পারে। স্বার্থ মানুষকে অনেক খারাপ বানিয়ে ফেলে। মানুষ স্বার্থের জন্য সব কিছুই করতে পারে এখন। এখন কোনো সম্পর্কের মূল্য নেই বললেই চলে। যে সম্পর্ক স্বার্থের জন্য তৈরি হয়, সেই সম্পর্কের কোনো মানেই হয় না।

এই তিনটা বিষয় একটা মানুষকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে পারে। যারা এই বিষয়গুলোর সাথে পরিচিত এবং এগুলো করে থাকে, তারা কখনো নিজের জীবনে ভালো থাকতে পারে না। একটা মানুষ কখনো অন্যকে ঠকিয়ে নিজে ভালো থাকতে পারে না। যারা এরকম কাজ করে থাকে, এইসব কিছুর প্রভাব একসময় তাদের উপরেই পড়ে, তাও আবার অনেক বেশি। আমাদের সবার উচিত এই ধরনের মানুষগুলোর কাছ থেকে যত বেশি সম্ভব তত দূরে থাকা। কারণ এরকম মানুষগুলো যদি আমাদের আশপাশে বা আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকে, তাহলে তারা কখনো আমাদের ভালো চাইবে না।

আমাদের চারপাশে এরকম হাজারো মানুষ রয়েছে, হয়তো আমরা অনেকজনকে চিনতে পারি। আবার অনেক জনকে চিনতে পারিনা। কারণ এরকম মানুষগুলো বেশিরভাগ সময় মুখোশ পরেই ঘুরে বেড়ায়। মানে আমাদের সামনে ভালো সাজার চেষ্টা করে। কিন্তু ভেতরে ভেতরে সব সময় আমাদের খারাপটাই চায়। সব সময় আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই নজর রাখতে হবে। এসব কিছু থেকে আমরা যতটা দূরে থাকতে পারবো, নিজের জীবনকে ততই ভালোভাবে অতিবাহিত করতে পারব। আজ এই পর্যন্ত লেখার চেষ্টা করলাম। পরবর্তীতে হাজির হবো অন্য কোনো টপিক নিয়ে।

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
 2 days ago 

আমার ও কিন্তু তাই মনে হয়। আপনি কিন্তু আজকে বেশ দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। আজকের পোস্টটিতে অনেক কিছু শেখার আছে। মানুষ যে কখন কি চায় সেটা সে নিজেও জানেনা। সব মিলিয়ে আমার কাছে আপনার পোস্টটি বেশ দারুন লেগেছে।

 yesterday 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।