আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬৭|| শীতকালীন শীতের সবজি চচ্চড়ির সুস্বাদু রেসিপি ||

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার রহমতে । আমিও আছি আপনাদের দোয়ার বরকতে জীবন নিয়ে ভালোই। দিন যায় কথা থাকে। দিন কিন্তু সত্যি সত্যি চলেই যাচ্ছে। চলে যাচ্ছে সময়। সময় কখন আসে আর কখনই বা যায় সেটা টেরই পাই না। তবে ব্যস্ততার মাঝেও সব সময় চেষ্টা করি ভালো ভালো ব্লগগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কারন না এসে তো আর থাকতে পারলাম না। যখন দেখলাম সবাই এত ভালো ভালো রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করছে এবং এই প্রতিযোগিতাটি বছরের প্রথম প্রতিযোগিতা তখন নিজের একটু কষ্ট হলেও চেষ্টা করলাম যেমন তেমন একটি রেসিপি শেয়ার করতে।

আর সেই জন্যে গত রাতে রাত ১০টায় বাসায় ফিরে তারাতারি প্রতিযোগিতার রেসিপিটি করে নিলাম। হয়তো আমার রেসিপিটি সবার মত এত নামি দামী রেসিপি না, হয়তো আমি সবার মত করে এত সুন্দর কোন রেসিপি শেয়ার করতে পারিনি। কিন্তু তাই বলে কি বছরের প্রথম প্রতিযোগতায় তো অংশগ্রহন হলো। আশা করি আমার এই সামান্য রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন দেখি আসি আমার আজকের যেমন তেমন রেসিপি, যা নিয়ে আমি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছি।

image.png

image.png

image.png

image.png

image.png

শীতের সবজি চচ্চড়ির সুস্বাদু রেসিপি

উপকরণ

image.png

উপকরণপরিমাণ
পুঁইশাকের বীজ২৫০ গ্রাম
বেগুন২৫০ গ্রাম
সিম২৫০ গ্রাম
আলু২৫০ গ্রাম
সরিষাপরিমাণ মতো
কাঁচামরিচ৫-৬টা
হলুদের গুঁড়া১ টেবিল চামচ
মরিচের গুঁড়া১ টেবিল চামচ
জিরা গুড়া১ টেবিল চামচ
ধনিয়া গুড়া১ টেবিল চামচ
পাঁচফোড়নপরিমাণ মতো
চিনিপরিমাণ মতো
সয়াবিন তেলপরিমাণ মতো
সরিষার তেলপরিমাণ মতো
লবণপরিমাণ মতো

ধাপ - ১ :

IMG-20241230-WA0004.jpg

প্রথমে চুলায় একটি প্যান বসালাম এবং তার মধ্যে পরিমান মত তেল দিলাম তেল গরম হয়ে এলে তার মধ্যে পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে তেলের সাথে পষ একটু ভেজে নিলাম

ধাপ - ২ :

IMG-20241230-WA0003.jpg

এবার তেল ও পাঁচফোড়ন গুলোর মধ্যে রসুনকুচি গুলো ও কাঁচা মরিচ খালি গুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম

ধাপ - ৩ :

IMG-20241230-WA0005.jpg

এবার এর মধ্যে ফালি করে কেটে রাখা পিয়াজ কুচি গুলো দিয়ে সবগুলো একসাথে একটু লাল করে ভেজে নিলাম

ধাপ -৪ :

IMG-20241230-WA0006.jpg

এরপর পেঁয়াজ ও রসুন কুচিগুলোরগুলোর মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নিলাম

ধাপ - ৫ :

IMG-20241230-WA0007.jpg

এরপর তার মধ্যে কেটে রাখা আলু গুলো দিয়ে পেঁয়াজ রসুনের সাথে আলুগুলো কিছুক্ষণ ভেজে নিলাম

ধাপ - ৬ :

IMG-20241230-WA0008.jpg

এবার আলুটা যখন একটু লাল করে বাজারে আসবে তখন তার মধ্যে এক এক করে কেটে রাখা পুঁই এর বীজ, সিম ,বেগুন এক এক করে দিয়ে দিলাম

ধাপ - ৭ :

IMG-20241230-WA0009.jpg

এরপর দিয়ে দিলাম তার মাঝে হলুদ গুঁড়া সামান্য পরিমাণ মরিচ গুঁড়া জিরা গুড়া ও লবণ দিয়ে একসাথে মিক্সড করে সবগুলো সবজি নেরে দিলাম

ধাপ - ৮ :

IMG-20241230-WA0010.jpg

এরপর দশ মিনিট ঢেকে দিলাম ১০ মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেরে দিলাম

ধাপ - ৯ :

IMG-20241230-WA0011.jpg

এবার সবজিগুলোর মধ্যে একসাথে বেটে রাখা সরিষা ও কাঁচামরিচ বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম

ধাপ - ১০ :

এবার যখন সবজিটা অনেকটা হয়ে আসবে তার কিছুক্ষণ আগে এক চামচ পরিমাণ সরিষার তেল ও আরো কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম আর আবারও সবগুলো একসাথে মিক্সড করে নেরে দিলাম আর সরষের তেল দিলে সবজির ঘ্রাণ ও স্বাদটা আরেকটু বাড়িয়ে দেয় আর এই ধরনের সবজি চচ্চড়িতে একটু ঝাল হলে খেতেও অনেক ভালো লাগে

ধাপ - ১১:

IMG-20241230-WA0012.jpg

এরপর যখন নামানোর সময় হয়ে আসবে সবজিগুলো তখন সবজিগুলোর মধ্যে সবজিগুলো যেন খেতে আরেকটু টেস্ট লাগে তার জন্য সামান্য একটু পরিমাণ চিনি ছিটিয়ে আবারও সবজিগুলো নেরে দিলাম

ধাপ - ১২ :

IMG-20241230-WA0013.jpg

এরপর যখন দেখলাম সবজিগুলো ঠিকঠাক মতো সম্পূর্ণ হয়ে গেছে তখন চুলা থেকে পরিবেশনের জন্য নামিয়ে নিলাম।

ফাইনাল আউটপুট

image.png

বন্ধুরা সবশেষে রেসিপিটি তৈরি করে মজা করে যখন খাচিছলাম তখন কেবল আপনাদের কথাই বার বার মনে হচ্ছিলো। বার বার মনে হচিছলো রেসিপিটি যদি একবার আপনাদের কে খাওয়াতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন কতই না মজা। যদিও রেসিপিটি করতে আমাকে অনেক বেগ পোহাতে হয়েছে তবুও প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পেরেছি এই অনেক। আশা করি আপনারা সবাই পছন্দ করবেন।

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
 5 days ago 
 5 days ago 

চমৎকার একটি রেসিপি তৈরি করলেন আপু। ভীষণ ভালো লেগেছে আপনার রেসিপি তৈরি করা দেখে। এই ধরনের পাঁচ মিশালি সবজি দিয়ে রেসিপি করলে খেতে খুবই ভালো লাগে। আমি তো শীতকাল থাকা পর্যন্ত সব সময় এভাবে সবজির রেসিপি করে থাকি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 days ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 5 days ago 

1000011784.jpg

 5 days ago 

আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখে ভীষণ ভালো লাগলো। এতো ব্যস্ততার মাঝে থেকে ও দারুন একটি রেসিপি নিয়ে হাজির হলেন।শীতের সব ধরনের সবজি খেতেই ভীষণ সুস্বাদু হয়।ধন্যবাদ আপু দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 4 days ago 

সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 5 days ago 

শীতকালীন শীতের সবজি চচ্চড়ির সুস্বাদু রেসিপি তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো। খুব সুন্দর করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থিত করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 4 days ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 4 days ago 

প্রথমেই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি বেশ মজাদার সবজির চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন। রেসিপিটি দেখে বেশ ভালো লেগেছে।

 4 days ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।