You are viewing a single comment's thread from:
RE: গৈচা আলু দিয়ে চিকেন রেসিপি || Bengali Recipe by @hafizullah
পোস্টের শুরুতে আপনি তো ভাইয়া প্রতিদিনই আমাদের জন্য কিছু হাসির কথা উপহার দেন । যে কথা গুলো পড়ে অনন্তঃ পক্ষে এক মিনিট তো হাসি। তারপর আবার রেসিপি পোস্টে এমন একটি আলুন নাম বললেন যেটা শুনে কি আর না হেসে থাকা যায়। গৈচা আলু। আমার বাপ দাদার আমলেও শুনি নাই এই নাম। তবে আপনি যে পাকা রাধুনী তা আপনার আগের পোস্ট গুলো হতে খুব ভালই বুঝেছি। খুব সুন্দর করে গুছিয়ে রান্নাটি করে একা একা খেলেন। পেটে ব্যথা তো করবে মাস্ট। সুন্দর ছিল পোস্ট আর রেসিপি।
হা হা হা, নতুন কিছুর নাম জানলেন ফ্রিতে, আর কি চান বলেন। এটা আমি সেই ছোট বেলা হতেই চিনি, কারন আমাদের বাড়ীতে সবাই বেশ পছন্দ করতেন। ছোট ছোট গাছে যেগুলো ধরে সেগুলোকে পেস্তা আলু বলতাম আর মাটির নিচের গুলোকে গৈচা আলু নামে ডাকা হয়। এখন ইন্টারনেট এর যুগ, গৈচা লিখে সার্চ করে দেখুন, সব সত্য পেয়ে যাবেন।