DIY-কাগজ দিয়ে আমার বাংলা ব্লগের উইশ কার্ড তৈরি||

in আমার বাংলা ব্লগ25 days ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47 আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আমার তরফ থেকে আমার বাংলা ব্লগের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ডাই শেয়ার করতে যাচ্ছি।কাগজ দিয়ে বা কোন ভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে জিনিস তৈরি করতে কার না ভালো লাগে। ভালো লাগা থেকেই আজকে সকলের মাঝে কাগজ দিয়ে আমার বাংলা ব্লগের উইশ কার্ড তৈরি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


কাগজ দিয়ে আমার বাংলা ব্লগের উইশ কার্ড তৈরি

IMG_20240611_185832.png
Device-XANON-X20


ভিন্ন কিছু করতে সকলেরই ভালো লাগে। ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়। আজকে আমি ভিন্ন ধরনের কিছু করার চেষ্টা করেছি। আজ আমি কাগজ দিয়ে আমার বাংলা ব্লগের উইশ কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আমার খুবই ভালো লেগেছিল উইশ কার্ড টি তৈরি করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি কাগজ দিয়ে আমার বাংলা ব্লগের উইশ কার্ড তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. আঠা।
৩. কাঁচি।
৪. সাদা কাগজ।
৫. জলরং।
৬. তুলি।
৭. পেন্সিল।
৮. স্কেল।
৯. সাইন পেন।


IMG_20240611_150248_158.jpg
Device-XANON-X20


রঙিন কাগজ দিয়ে আমার বাংলা ব্লগের উইশ কার্ড তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240611_150321_946.jpg
Device-XANON-X20

IMG_20240611_150424_033.jpg
Device-XANON-X20

IMG_20240611_150654_585.jpg
Device-XANON-X20


প্রথম একটি সাদা কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নিব। এরপর সাদা কাগজের দুই পাশে এক সে.মি করে ফাঁকা রেখে চিহ্নিত করে নিব। এরপর লম্বা ভাবে তিন সে.মি করে দুই পাশে দাগ টেনে নিব।


ধাপ-২


IMG_20240611_150748_972.jpg
Device-XANON-X20

IMG_20240611_150833_388.jpg
Device-XANON-X20

IMG_20240611_150926_119.jpg
Device-XANON-X20


এরপর কাঁচির সাহায্যে দাগ অনুযায়ী কেটে দিব। এরপর কেটে নেওয়া কাগজটিকে ভাগ করে ভিতরের দিকে ঢুকিয়ে নিব।


ধাপ-৩


IMG_20240611_151631_505.jpg
Device-XANON-X20

IMG_20240611_151720_951.jpg
Device-XANON-X20

IMG_20240611_151724_559.jpg
Device-XANON-X20

IMG_20240611_151745_299.jpg
Device-XANON-X20


এরপর আবার মাঝ বরাবর ও লম্বা ভাবে তিন সে.মি করে দাগ টেনে নিব। এরপর সেটিকে আবারো একইভাবে কাঁচির সাহায্যে কেটে নিব। এরপর কেটে নেওয়া কাগজটি আবারও ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে নিব। এইভাবে সবগুলো অংশ দাগ টেনে কাঁচির সাহায্যে কেটে ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে নিব।


ধাপ-৪


IMG_20240611_152311_460.jpg
Device-XANON-X20

IMG_20240611_152337_684.jpg
Device-XANON-X20

IMG_20240611_152420_131.jpg
Device-XANON-X20


এরপর ভিতরের দিকে আরেকটি কাগজ থাকবে সেটিকে উপরের কাগজ অনুযায়ী দাগ টেনে নিব। এরপর কাঁচির সাহায্যে কেটে একইভাবে ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে নিব। এইভাবে সবগুলো কাগজ কেটে ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে দিব।


ধাপ-৫


IMG_20240611_155524_649.jpg
Device-XANON-X20

IMG_20240611_160633_244.jpg
Device-XANON-X20

IMG_20240611_162353_098.jpg
Device-XANON-X20


এরপর কাগজটির ভাঁজ খুলে সাইন পেনের সাহায্যে অক্ষর গুলো লিখে নিব। এইভাবে সবগুলো অক্ষর লিখে নিব। এরপর সাইন পেন এর সাহায্যে আবারো উপরের অংশে একটু ডিজাইন করে নিব। এরপর হার্ট শেফ ও স্টার এঁকে নিব।


ধাপ-৬


IMG_20240611_162439_640.jpg
Device-XANON-X20

IMG_20240611_163152_479.jpg
Device-XANON-X20

IMG_20240611_164323_124.jpg
Device-XANON-X20


এরপর কালো সাইন ও স্কেলের সাহায্যে বর্ডার টেনে নিব।এরপর উপরের অংশের ও নিচের লেখা গুলো লিখে নিব।


ধাপ-৭


IMG_20240611_164442_159.jpg
Device-XANON-X20

IMG_20240611_165936_918.jpg
Device-XANON-X20

IMG_20240611_170118_893.jpg
Device-XANON-X20


এরপর জলরঙের সাহায্যে বেলুন এঁকে নিব।


শেষ ধাপ


IMG_20240611_171228_171.jpg
Device-XANON-X20

IMG_20240611_171558_329.jpg
Device-XANON-X20

IMG_20240611_171916_230.jpg
Device-XANON-X20


এরপর আঠার সাহায্যে রঙিন কাগজ টি সাদা কাগজের উপরে বসিয়ে নিব।এরপর ভাঁজ খুলে নিলেই আমার কাগজ দিয়ে তৈরি উইশ কার্ডটি সম্পূর্ণ হবে।


উপস্থাপনা:


IMG_20240611_185204.png
Device-XANON-X20


কাগজ দিয়ে আমার বাংলা ব্লগের উইশ কার্ড টি তৈরি হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিয়েছি। এই ধরনের জিনিস তৈরি করতে বেশ ভালই লাগে। কাগজ দিয়ে আমার বাংলা ব্লগের উইশ কার্ড তৈরি করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার খুবই ভালো লাগছে এমন একটি উইশ কার্ড তৈরি করে সকলের মাঝে তুলে ধরতে পেরে। আশা করি আমার তৈরি করা উইশ কার্ড টি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে।

Sort:  
 25 days ago 

কাগজ দিয়ে আমার বাংলা ব্লগের উইশ কার্ড তৈরি অসাধারণ হয়েছে, দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরি করে শেয়ার করলেন, আমিও শিখে নিলাম।

 24 days ago 

আমার উইশ কার্ডটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 25 days ago 

বেশ সুন্দর বানিয়েছেন উইশ কার্ডটি। এই কাজটি বেশ ঝামেলার। কাগজ কাটা হেরফের হলেই সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যেতে পারে। তবে আপনি সেই কাজটি বেশ সুন্দরভাবে সম্পন্ন করেছেন। কার্ডটি বেশ ভালো লেগেছে আমার কাছে। অনেক অনেক ধন্যবাদ ডাইটি শেয়ার করার জন্য।

 24 days ago 

ঠিক বলেছেন আপু এই কাজটি করা খুবই ঝামেলার একটু ঊনিশ বিশ হলেই পুরা ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 25 days ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন উপলক্ষে অসাধারণ একটি কার্ড তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা কার্ড দেখে অনেক ভালো লাগলো। আপু আপনি অনেক দক্ষতার সাথে জন্মদিনের কার্ড তৈরি করেছেন আর আমাদের মাঝে উপহার দিয়েছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 24 days ago 

আমার বাংলা ব্লক কমিউনিটির জন্মদিন উপলক্ষে এই কার্ডটি তৈরি করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার কার্ডটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 25 days ago 

বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে এত সুন্দর একটা উইশ কার্ড তৈরি করেছেন দেখে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। অনেক বেশি সুন্দর হয়েছে আপনার এই দক্ষতা মূলক কাজটা। পুরোটা সম্পূর্ণ করতে আপনার প্রচুর সময়ের প্রয়োজন হয়েছে এটা তো দেখেই বুঝতে পারতেছি। আপনার তৈরি করা এই শুভেচ্ছা কার্ড সবারই অনেক বেশি পছন্দ হবে। এত সুন্দর দেখতে একটা শুভেচ্ছা কার্ড নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তৈরি করে সবার মাঝে ভাগ করে নিয়েছেন এজন্য ধন্যবাদ জানাই।

 24 days ago 

আমার বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে তৈরি করা কার্ড টি দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। ঠিক বলেছেন ভাইয়া এই কাজটি করার জন্য প্রচুর সময়ের প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 25 days ago 

আপনি কাগজ দিয়ে আমার বাংলা ব্লগের উইশ কার্ড তৈরি করেছেন। বেশ দারুণভাবে এটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। বিশেষ করে সাদা ও লাল রং এর কম্বিনেশন এর মাধ্যমে প্রতিটি ধাপ করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 24 days ago 

আমি চেষ্টা করেছি ভাইয়া সুন্দর ভাবে কার্ডটি ফুটিয়ে তোলার জন্য।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 25 days ago 

প্রিয় কমিউনিটির জন্মদিন উপলক্ষে খুবই সুন্দর একটা কার্ড তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার হাতের কাজের দক্ষতা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমিও ভেবেছিলাম এমন একটা জিনিস তৈরি করব পরে সময় হয়নি।

 24 days ago 

সময়ের অভাবে আমরা অনেক কিছু ভাবলেও সেটা করে উঠতে পারিনা। আপনিও এমন কিছু তৈরি করতে চেয়েছিলেন জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 25 days ago 

আমার বাংলা ব্লগের উইশ কার্ড তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। বেশ সময় নিয়ে এবং ধৈর্য সহকারে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে।

 24 days ago 

এই ধরনের কাজ করতে সময় ও ধৈর্যের খুবই প্রয়োজন ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 25 days ago 

আমার বাংলা ব্লগ এর জন্মদিনে আপনি চমৎকার একটি শুভেচ্ছা কার্ড শেয়ার করলেন।কার্ডটি দারুন হয়েছে। আপনি বেশকিছু উপকরন দিয়ে চমৎকার এই কার্ডটি তৈরি করলেন। সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 24 days ago 

হ্যাঁ আপু বেশ কিছু উপকরণ দিয়ে আমি কার্ডটি তৈরি করেছি। সুন্দর ভাবে ধাপের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 25 days ago 

বাহ্ আপু বেশ সুন্দর একটি উইশ কার্ড তৈরি করেছেন তো। রঙিন কাগজ দিয়ে ডাই টি করায় আরও বেশী ফুটে উঠেছে। আপনি কিন্তু এক কথায় অসাধারণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এমন সুন্দর একটি ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

 24 days ago 

আমি চেষ্টা করেছি আপু সুন্দরভাবে উইশ কার্ডটি তৈরি করার জন্য।আমার পোস্টটি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 24 days ago (edited)

আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিনের উপলক্ষে অনেক সুন্দর কার্ড তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার হাতের কাজের দক্ষতা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এমন জিনিস তৈরি করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়।

 24 days ago 

আমার হাতের কাজ আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। এই ধরনের জিনিসগুলো তৈরি করতে অনেক বেশি সময় ও ধৈর্য প্রয়োজন।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।