||কিছু ফুলের ফটোগ্রাফি||১০%@shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ9 days ago
আমার বাংলা ব্লগের সকলসদস্যবিন্দু আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম ! আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে। আজ , বুধবার ডিসেম্বর ২৫/২০২৪

1000004780.jpg


হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দু আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে এসেছি। কিছুদিন যাবত সমস্যার কারণে নিয়মিত পোস্ট করতে পারিনি। আল্লাহর রহমতে সেই সমস্যা গুলো কাটিয়ে আবারো নতুন করে কাজ করতে শুরু করে দিয়েছি। এবার থেকে নিয়মিত পোস্ট করব ।মাঝেমধ্যে এমন সমস্যা সামনে এসে পড়ে তখন হয়তো কিছু আর করার থাকে না ।যাইহোক সমস্যাগুলো সমাধান হয়েছে সে জন্য অনেক ভালো লাগছে। অনেকদিন আগে আমি ফুলবাগানে একটু ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে কিছু ফুলের ফটোগ্রাফি সংগ্রহ করে আমি আমার ফোনের ক্যামেরা বন্দি করে রেখেছিলাম ।আজকে যখন পোস্ট করব বলে সিদ্ধান্ত নিলাম তখন আমি ভাবলাম আজকে আমি এই ফুলগুলো আপনাদের সামনে শেয়ার করব। ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো খুব কম পাওয়া যায়।ফুল আমার অনেক ভালো লাগে তাই যখনই কোথাও ঘুরতে যাই ফোনটা সাথে করে নিয়ে যায় ফটোগ্রাফি করবো বলে। যখন দেখি কিছু সুন্দর ফুল তখন আমি সেখানে যেয়ে ফুলের কিছু ছবি তুলে রাখি। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে সেই ফুলগুলো দেখে আসা যাক।
ফটো-১


1000002168.jpg

1000002169.jpg

1000002167.jpg

1000002166.jpg

Location




বেগুনি রঙ্গের লতা পারুল ফুল ।এই ফুলগুলো দেখতে আসলেই অনেক চমৎকার। চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না যে লতা পারুল ফুল দেখতে এতো সুন্দর হয় । এমনিতেই আমার বেগুনি রঙের যেকোন ফুল দেখতে অনেক ভালো লাগে। যখন আমি ফুলগুলো দূর থেকে দেখতে পেলাম তখন আসলেই চোখটা যেন সৌন্দর্যে ভরে যায়। এই ফুলগুলো দেখতে যেমন সুন্দর তেমনি থোকা থোকা ধরে থাকে ।দেখতে অনেক ভালো লাগছিল তাই আমি ছবি তুলে নিয়েছি ।এই ফুল গাছগুলো বাড়িতে লাগালে বাড়ি সৌন্দর্য বাড়ে। বিশেষ করে গেটের সামনে লাগালে দেখতে অনেক ভালো লাগে।
ফটো-২


1000002158.jpg

1000002157.jpg

Location




সাদা রঙের কাঠগোলাপ দেখেছি কিন্তু এমন গোলাপী রঙ্গের কাঠ গোলাপ দেখা হয়নি। ফুল বাগানে না গেলে হয়তো এতো সুন্দর ফুলের সৌন্দর্য দেখা হতো না। বা সুন্দর ফুলের সাথে পরিচিত হও যেত না। যখন আমি ফুল বাগানে ঘুরতে গেলাম তখন দেখতে পেলাম গোলাপি রঙের কাঠগোলাপ ।আসলেই দূর থেকে দেখতে যতটা সুন্দর কাছ থেকে বেশি সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে ।
ফটো-৩


1000002147.jpg

1000002144.jpg

1000002145.jpg

Location




এই ফুলটার নামও লতা পারুল ফুল ।খেয়াল করে দেখলাম শুধু যে বেগুনি রংয়ের লতা পারুল ফুল হয় তা কিন্তু নয় ।গারো গোলাপি বা হালকা গোলাপি রঙেরও লতা পারুল ফুল হয়ে থাকে ।ফুলগুলো দেখতে যেমন সুন্দর তেমনি তার ফুলের বাহাড়। এই ফুলগুলো আসলেই অনেক সুন্দর ।যখন আমি এই ফলগুলোর ছবি তুলছিলাম তখন মনে হয়েছিল কিছু ফুল ছিড়ে নিয়ে আসি। কিন্তু তখন ভাবলাম ফুলগুলো ছিড়লে হয়তো কিছুক্ষণ পর সেগুলো নষ্ট হয়ে যাবে ।কিন্তু ফুলগুলো গাছে থাকলে অনেক সুন্দর লাগছে এবং অনেকক্ষণ স্বতেজ থাকবে।।
ফটো-৪


1000002142.jpg

Location



এই ফুলটার নাম আমি ঠিক জানিনা। যখন ছবি তুলছিলাম তখন দেখতে পেলাম বেগুনি রংয়ের ফুল ।এই ফুলটা দেখতে কিছুটা মাইক ফুলের মতো। এই ফুল টাও দেখতে অনেক ভালো লাগছিল ।যখন আমি ছবি তুললাম তখন দেখলাম গাছে শুধুমাত্র একটি ফুলি ধরে আছে। আর কিছু কলি এসেছে হয়তো কিছুদিনের মধ্যেই আরো অনেক ফুল ফুটবে ।আপনাদের যদি ফুলটার নাম জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন ।

🌹 ধন্যবাদ সবাইকে🌹

আল্লাহ হাফেজ...! আবারো খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ ❣️❣️❣️


ব্লগার@mdemaislam00
ব্লগিং ডিভাইসinfinix note 11pro
অনুবাদেমোছাঃ ইমা খাতুন
শ্রেণীফটোগ্রাফি
Screenshot_2024_0519_194135.jpg
আমার নাম মোছাঃ ইমা খাতুন। আমি একজন বাংলাদেশী। আমার বর্তমান ঠিকানা ষোলটাকা, গাংনী মেহেরপুর। আমি বিভিন্ন ধরনের রেসিপি করতে অনেক পছন্দ করি এছাড়াও আমি লেখালেখি এবং ডাই পোস্ট করতে ভালোবাসি। আমি এসএসসি পাশ করেছি আমাদের গ্রাম থেকে এবং পাশাপাশি ব্লগিং করি এবং নিজের যোগ্যতাকে যোগ্য অবস্থান দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি মানুষ একদিন হয়তো থাকবে না কিন্তু মানুষের কর্ম সারা জীবন থেকে যাবে এই জন্য আমি কাজের ভিতরে আসল শান্তি খুঁজে পাই।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzhd7Ad93hjKY7XXqXwCYMpoU77gVuL2GHGFkJzK3LBmmPDKPbSFkaNFXCeqsm5mEKePEnGR2EDVeYe2eA.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAqqCDY5m5Sn.png

Sort:  
 9 days ago 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফার ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে আসলে মনটা ভরে যায়। বিশেষ করে শেষের ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 9 days ago 

1000004784.jpg

1000004783.jpg

 9 days ago 

আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি এগুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। বিশেষ করে একটি ফুলের এতগুলো কালার দেখতে আমার অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করে দেখার সুযোগ করে দেয়ার জন্য।

 9 days ago 

আমার কাছে কিন্তু প্রতিটি ফুলের ফটোগ্রাফি দারুন লেগেছে। আপনি অনেক সুন্দর করে ফুলে ফটোগ্রাফি গুলো করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। এটাও ঠিক ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে সবসময় ভালো লাগে। ধন্যবাদ এমন সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

 9 days ago 

মানুষের জীবনটাই এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যার মধ্য দিয়ে চলতে হয়। অবশেষে আপনি আপনার সমস্যাগুলোকে কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন শুনে ভালো লাগলো। আর আমাদের মাঝে ফিরে আসার সাথে সাথেই মনোমুগ্ধকর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। লতা পারুল ফুল সাদা কাঠ গোলাপ এই দুটো ফুল আমার ভীষণ পছন্দের। তাছাড়াও বাকি ফুলগুলোও মোটামুটি ভালোই লেগেছে। সর্বোপরি ধন্যবাদ আপু এরকম চমৎকার ফুলের ফটোগ্রাফি গুলি শেয়ার করার জন্য।

 9 days ago 

প্রথমেই আপনাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আপনি সমস্ত সমস্যা দূর করে আমাদের মাঝে আবার সুন্দরভাবে ফিরে এসেছেন। যাইহোক আপু আপনি কিন্তু অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি আপনার মোবাইলে ক্যাপচার করে পরবর্তীতে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে তবে সবচেয়ে বেশি ভালো লেগেছিল এক নাম্বার ফুলের ফটোগ্রাফিটা।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 9 days ago 

শেষের ছবিটি আমি রাস্তাঘাটে প্রায়ই দেখে থাকি। ওটা কোন বনফুলের ছবি নয় তবে রাস্তাঘাট সাজানোর জন্য এই গাছটা প্রায়শই ব্যবহার হয়ে থাকে। পারুল ফুল তো দেখতে অসাধারণ হয় সাথে কাঠগোলাপও। আপনার আজকে ফটোগ্রাফি পোস্ট কিন্তু অসাধারণ হয়েছে দেখতে।

 9 days ago 

আপু আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। কিন্তু আপনার ফটোগ্রাফি গুলো ক্লিয়ার হয়নি। পরবর্তীতে ক্লিয়ার ভাবে তুলার চেষ্টা করবেন। লতা পারুল ফুল এই প্রথমবার দেখলাম। এই ফুল দেখতে খুব সুন্দর। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 9 days ago 

আজকে আপনি বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লেগেছে আমার। এখানে অনেক সুন্দর কাঠগোলাপ ফুল দেখতে পারলাম। এত সুন্দর ভাবে ফুলগুলো ফটোগ্রাফি করার জন্য ধন্যবাদ।

 9 days ago 

বেশ ভালো লাগলো চমৎকারভাবে আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করেছেন দেখে। কার্ড গোলাপ ফুল আমার কাছে অনেক ভালো লাগে। এছাড়াও বেশ অন্যান্য ফুলগুলো দেখে খুশি হলাম।