পাখির ডাকে সকাল বেলা
পাখি ডাকে চঞ্চল সুরে,
সকাল হলো ঘুম ছাড়ো ত্বরে।
সূর্য উঠেছে, আলো জ্বলে,
খেলতে চলো মাঠের কোলে।
ফুলের গন্ধ, মিষ্টি হাওয়া,
পাখি গায় গান, মধুর ছোঁয়া।
হাসি মুখে দিনটা কাটাও,
সবাই মিলে খুশি বাড়াও।
পাখি ডাকে চঞ্চল সুরে,
সকাল হলো ঘুম ছাড়ো ত্বরে।
সূর্য উঠেছে, আলো জ্বলে,
খেলতে চলো মাঠের কোলে।
ফুলের গন্ধ, মিষ্টি হাওয়া,
পাখি গায় গান, মধুর ছোঁয়া।
হাসি মুখে দিনটা কাটাও,
সবাই মিলে খুশি বাড়াও।