প্রভাতের গান | বাংলা কবিতা পর্ব ১
আকাশ রাঙে সুবেহের আলো,
সোনালি স্বপ্নে ভরে কালো।
মৃদু হাওয়া, কোমল ছোঁয়া,
মনের গভীরে জাগায় চোরা।
পাতার নাচ, সুরের ধারা,
নদী গায় গান, ছন্দে ভরা।
সূর্যের কিরণ, মুকুট জ্বলে,
জীবনের পথে আশা চলে।
ওহে দিন, তোমার পরশে,
মন খোঁজে সুখের পরশে।
রাত্রি নামে, ছায়া ঘিরে,
তবু প্রভাত স্মৃতি ধরে।