You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর -১৫

in আমার বাংলা ব্লগ2 years ago

তুমি কি জানো!
আকাশে এত মেঘ কেন?
মন এত উতলা কেন?
তুমি কি জানো!
আমি তোমায় এত ভালবাসি কেন?
এ মন শুধু তোমায় চায় কেন?

আমার মনের গভীরে
শুধু তোমারই আনাগোনা,
আমার সপ্নগুলো সব
তোমারই আকা।