PUSS Staking. সাপ্তাহ - ০৭
আজ- ৫ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, শীতকাল।
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি: ক্যানভা অ্যাপস এর মাধ্যমে বানানো হয়েছে ।
কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন , আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে PUSS হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটির একটি নিজস্ব টোকেন। এই টোকেন টি, শুধুমাত্র একটি মিম টোকেন ই নয় , এটাকে একটি ইউটিলিটি টোকেন হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি । আর এই টোকেন টি ভবিষ্যতে যেহেতু ভালো একটা অবস্থানে যাওয়ার খুব বেশি সম্ভাবনা আছে । তাই আমি সিদ্ধান্ত নিয়েছি । প্রতি সপ্তাহে ৯৫ টি আর এক্স এ সহপরিমাণ PUSS স্টেকিং করব ।
এই উদ্দেশ্যে , ৫ম বারের মতো এই সপ্তাহে , ৯৫ TRX সম্পরিমাণ PUSS স্টেকিং শুরু করছি । PUSS স্ট্যাকিংয়ের জন্য আমি ট্রানলিংক ওয়ালেট টি ইউজ করছি । প্রথমের টান লিঙ্ক ওয়ালেটে টিআরএক্স এনে , মার্কেটসে গিয়ে , টিআরএক্স দিয়ে পোস্ট কিনে নিয়েছে । আমার আগে PUSS এর পরিমাণ ছিল ৩২,৮৬৭ । মার্কেট থেকে ৯৫ TRX সমপরিমাণ PUSS কেনার পর এখন PUSS এর পরিমাণ হলো ৩৬,৫৫৪। নিচে আমি পোস্টিং এর ধাপগুলো দিলাম। আর টার্গেট , ২০২৬ সালের মধ্যে এক লক্ষ puss staking করা ।
ধাপ :-০১
আমার TRX Wallet Address এর স্ক্রিনশট।
ধাপ :-০২
আমার টিআরএক্স ওয়ালেট এড্রেসে , পূর্বের জমাকৃত PUSS এর পরিমাণ ৩২,৮৬৭।
ধাপ :-০৩
৯৫ টি আরএক্স এর সমপরিমাণ PUSS মার্কেট থেকে কিনলাম ।
ধাপ :-০৪
৯৫ টি আরএক্স এর PUSS কেনার পর বর্তমানে ওয়লেটে puss হলো ৩৬,৫৫৪ ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
বরাবরের মতো এই সপ্তাহেও পুস কয়েন স্টেকিং করেছেন,যা দেখে ভীষণ ভালো লাগলো ভাই। এতে করে আপনি ৩৬,৫৫৪+ পুস কয়েন স্টেকিং করে ফেললেন। আমাদের সবার উচিত নিয়মিত পুস কয়েন স্টেকিং করা। আশা করি এভাবেই অনেক দূর এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
বরাবরের মতো এই সপ্তাহেও আপনার পুস কয়েন স্টেকিং করা দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি আশা করি আপনার এ পোস্টটি পড়ে অনেকেই $PUSS স্টেকিং করতে অনেক অনেক বেশি উৎসাহ পাবে।
আমাদের প্রত্যেকের উচিত কিছু কিছু পুষ স্ট্রেকিং করা। কারন কোন এক সময়ে পুষ আমাদের জন্য অনেক সুফলতা বয়ে আনবে। বেশ ভালোই করেছেন আপনি পুষ স্ট্রেকিং করে। আশা করবো আগামীতেও এমন করে এগিয়ে যাবেন।