কাঁচের বোতলে অংকন ।
আজ - ৩রা অগ্রহায়ণ, |১৪৩১ বঙ্গাব্দ, | হেমন্ত কাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেকদিন পর একটি DIY নিয়ে হাজির হয়েছি। আসলে সময় স্বল্পতা আর কাজে ব্যস্ততার কারণে এসব কিছু আর করা হয় না। তবে আজ কিছুটা ফ্রি রয়েছি তাই ইচ্ছা হল একটি ডাই তৈরি করার। অনেকদিন ধরে একটি সসের বোতল খালি পড়ে আছে তাই ভাবলাম এই বোতল টা দিয়ে একটা পেইন্টিং করা যাক। যদি ও এত ভালো পেন্ডিং আমি পারিনা তারপরে ও এই ধরনের কাজ করতে কিন্তু বেশ ভালই লাগে।
প্রয়োজনীয় উপকরণঃ
- এক্রলিক কালার।
- কাচের বোতল ।
- স্পঞ্জ।
প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- প্রথমে একটি কাঁচের বোতল, কালার, স্পঞ্জ নিয়ে নিব ।
ধাপ-২ঃ
এরপর সম্পূর্ণ বোতলটিতে স্পঞ্জ এর সাহায্যে সাদা রং করে নিব।
ধাপ-৩ঃ
কিছুক্ষণ অপেক্ষা করবে সাদা রংটি শুকিয়ে যাওয়ার জন্য। যখন সাদা রংটি শুকিয়ে যাবে তখন এর মধ্যে লাল রঙ দিয়ে ফুল অংকন করে নিব।
ধাপ-৪ঃ
এরপর ফুলের মাঝ বরাবর কালো রং দিয়ে দিব।
ধাপ-৫ঃ
এরপর সব সবুজ রং এর সাহায্যে কিছু লতা ও পাতা অংকন করে নিব।
ধাপ-৬ঃ
ব্যাস এভাবেই হয়ে গেল কাচের বোতলে পেন্টিং।
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
কাঁচের বোতলটির মধ্যে অংকন করার কারনে দেখতে ভীষণ সুন্দর লাগছে।শেষ হয়ে যাওয়া সসের বোতলে ফুলের আর্ট করাতে খুব আকর্ষনীয় হয়ে উঠেছে বোতলটি।ধন্যবাদ জানাচ্ছি চমৎকার ভাবে এঁকে শেয়ার করার জন্য।
কাচের বোতলে তো আপনি খুবই সুন্দর অঙ্কন করেছেন। আপনার এই অংকনটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আসলে কাচের বোতলের গায়ে এত সুন্দর ভাবে অঙ্কন করা ধাপগুলো দেখতে পেয়ে শিখে নিলাম।
এভাবে পুরাতন জিনিসকে নতুন রুপ দিতে বেশ ভালই লাগে। আপনি বেশ সুন্দর কিছু ফুলের ডিজাইন করে বোতলটিকে ভিন্ন রুপ দিয়েছেন।দেখতে বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।
বাহ্! আপনার ডাই পোস্টটি দেখে ভীষণ ভালো লাগলো ভাই। কাঁচের বোতলটাকে পেইন্টিং এর মাধ্যমে একেবারে নতুন রূপ দিয়েছেন। ফুল এবং লতাপাতা গুলো জাস্ট অসাধারণ হয়েছে। যাইহোক এতো চমৎকার একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কাঁচের বোতলের উপর দারুন একটি আর্ট করেছেন ভাইয়া। অসাধারণ হয়েছে দেখতে। অনেক সময় এরকম কাঁচের বোতল পড়ে থাকে বাসায়। কিন্তু এত সুন্দর আইডিয়া কখনো মাথায় আসেনি।
কাঁচের বোতলে বেশ সুন্দরভাবে অঙ্কন করেছেন যার কারণে বোতলটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছে।কালার কম্বিনেশন টি অনেক সুন্দর ছিল এবং লাল রঙের ফুলের জন্য বোতলের রূপটি চেঞ্জ হয়েছে।অসাধারণ ডাই পোস্ট করেছেন ভাই দেখে অনেক ভালো লাগলো । ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।