"আমার বাংলা ব্লগ "প্রতিযোগিতা -১২ এর ফলাফল প্রকাশ।।
আজ - ৬ ঠা ফাল্গুন, ১৪২৮ , বঙ্গাব্দ | শনিবার | বসন্তকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস তাই সকলের মনের ভাব, ভালোবাসার অনুভূতি অন্যের কাছে প্রকাশ করার জন্য আমরা এই কনটেস্ট এর আয়োজন করেছি। যেখানে আপনারা ছন্দ আকারে অনুভূতিগুলোকে কবিতার মাধ্যমে প্রকাশ সম্ভব হতো ।
এখানে এমন অনেক অংশগ্রহণকারী যারা কখনো কবিতা লিখিনি কিন্তু এই প্রথমবারের মতো কবিতা লিখে এই কনটেস্টে অংশগ্রহণ করেছে। তাদের এমন আগ্রহ আমাদের কাছে সত্যিই প্রশংসনীয়। এই কনটেস্টে অংশগ্রহণকারী প্রত্যেকে বেশ ভালো ভালো কবিতা আমাদের উপহার দিয়েছেন। এই কনটেস্টে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। এবং যারা বিজয়ী হতে পারেননি তাদেরকে বলছি আপনারা হতাশ হবেন না। আমার বাংলা ব্লগ প্রতিনিয়ত বিভিন্ন কনটেস্ট এর আয়োজন করে থাকে। এবারের বিজয় হতে পারেননি তাতে কি হয়েছে পরবর্তীতে নিশ্চিত বিজয়ী হতে পারবেন।
কনটেস্টে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল-৪২ জন।
মোট বিজয়ী হয়েছেন -১৯ জন।
মোট পুরস্কার প্রদান করা হয়েছে - ২৯০ steem।
আমার বাংলা ব্লগ " প্রতিযোগিতা -১২ " যারা sponsor করেছেন তাদের তালিকা নিচে দেয়া হল।
no. | username | ammount |
---|---|---|
1 | @rme | 100 steem |
2 | @hafizullah | 72.5 steem |
3 | @moh.arif | 72.5 steem |
4 | @rupok | 15 steem |
5 | @alsarzilsiam | 15 steem |
6 | @brishti | 15 steem |
কনটেস্টে বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হল।
no. | post link | username | position | prize |
---|---|---|---|---|
1 | link | @selinasathi1 | 1st | 35 steem |
2 | link | @isha.ish | 1st | 35 steem |
3 | link | @sonia39 | 2nd | 25 steem |
4 | link | @munna101 | 2nd | 25 steem |
5 | link | @farhanshadik | 3rd | 20 steem |
6 | link | @tasonya | 4th | 15 steem |
7 | link | @engrsayful | 4th | 15 steem |
8 | link | @alauddinpabel | 5th | 15 steem |
9 | link | @rita135 | 5th | 15 steem |
10 | link | @tanjima | 6th | 10 steem |
11 | link | @green015 | 6th | 10 steem |
12 | link | @ah-agim | 7th | 10 steem |
13 | link | @saymaakter | 7th | 10 steem |
14 | link | @alamin-islam | 7th | 10 steem |
15 | link | @kamrul8217 | 8th | 10 steem |
16 | link | @roy.sajib | 8th | 10 steem |
17 | link | @kazi-raihan | 8th | 10 steem |
18 | link | @ripon40 | 8th | 10 steem |
19 | link | @tanuja | Special Prize | special gift from @rme |
বিজয়ীদের পুরস্কার বিতরণের স্ক্রীনশট
সকলকে ধন্যবাদ ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
শুভেচ্ছা রইল সকল বিজয়ীদের এবং যারা অংশগ্রহণ করেছিল তাদেরও অসংখ্য ধন্যবাদ।
আসলে কি বলব এই প্রথম অনেক কষ্ট, ধৈর্য ও শ্রম দিয়ে একটি কবিতা লিখেছি এবং সেটা যে নির্বাচিত হবে কখনও কল্পনাও করিনি। অনেকদিন পর আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে একটি পুরস্কার আমার ঘরে এলো এতে আমি অনেক খুশি ও আনন্দিত। আর এজন্য আমার বাংলা ব্লগ কমিউনিটি ফাউন্ডার এডমিন ও মডারেটরদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সকল বিজয়ীদের অভিনন্দন। আর যারা অংশগ্রহণ করে ও পুরস্কার জিততে পারেনি তাদেরকে অনেক ভালোবাসা ও অভিনন্দন। দুঃখের বিষয় অনেক ব্যস্ততার কারণে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি। পরবর্তীতে ইনশাল্লাহ এরকম প্রতিযোগিতা অংশগ্রহণ করার।
খুবই চমৎকার একটি প্রতিযোগিতা ছিল ভাইয়া। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কবিতা পড়ার সুযোগ পেয়েছি। প্রত্যেকে তাদের প্রতিভাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর কবিতা লিখেছিলেন। এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন।💐💐💐
সকল বিজয়ীদের আমার অন্তরের অন্তস্তল থেকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। এবারের কবিতা প্রতিযোগিতায় ভিন্ন ভিন্ন রকমের কবিতা দেখতে পেয়েছি যা সত্যি অভাবনীয় ছিল। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছিলাম এজন্য নিজেকে ধন্য মনে করছি।
আসলে প্রতিযোগিতার মাধ্যমে অনেকগুলো প্রেমের কবিতা বা অনেক প্রেমিক বের হয়ে এসেছে। যারা তাদের মনের প্রস্ফুটিত ভালোবাসা, সেগুলো কবিতার মাধ্যমে উপস্থাপন করেছে। যুগোপযোগী এবং সময় উপযোগী একটি কনটেস্ট ছিল অনেক ভালো লাগলো অনেকগুলো কবিতা পড়তে পেরে এই প্রতিযোগিতার মাধ্যমে।
সকল বিজয়ীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এছাড়া এত চমৎকার একটি প্রতিবেদন তৈরি করার জন্য ভাইয়া আপনার প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা।
♥♥
ভাইয়া, আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ১২ এর অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কবিতা লেখার প্রতি একটা অন্যরকম আগ্রহ জন্মেছে। আমার প্রিয় কমিউনিটি "আমার বাংলা ব্লগ "সব সময় একটা-না-একটা প্রতিযোগিতার আয়োজন করে। আর এই আয়োজনের মাধ্যমে প্রতিটা ইউজারের মধ্যে লুকিয়ে থাক সুপ্ত জ্ঞান গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করে।এই প্রতিযোগিতায় মাধ্যমে আমি নিজেকে তুলে ধরতে পেরেছি কবিতার মাধ্যমে আমি খুব খুশি ।আমি নিজেও জানতাম না আমি কবিতা লিখতে পারি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রেমের কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। সকলেরই কবিতা খুবই ভালো লেগেছে। সবাই অনেক দক্ষতার সাথে সুন্দর সুন্দর কবিতা আমাদের উপহার দিয়েছে। এত সুন্দর একটি আয়োজন করার জন্য এডমিন মডারেটর অসংখ্য ধন্যবাদ এবং প্রতিযোগিতার ফলাফল প্রকাশ দেখে খুবই ভালো লাগলো। সবার প্রতি রইল শুভেচ্ছা।
সবাইকে অভিনন্দন, লেখার ক্ষেত্রে সবার নিজের সর্বোচ্চ দক্ষতা দেখিয়েছেন ভালো লেগেছে কবিতা পড়ে। আর পুরো
আয়োজনের উদ্যোগ যারা নিয়েছেন তাদের জন্য শুভকামনা।