একগুচ্ছ অণু কবিতা✍️

in আমার বাংলা ব্লগ8 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

আজকের দিনটি সাজিয়ে তুলতে আপনাদের জন্য নিয়ে এসেছি ভালোবাসার বিভিন্ন রঙ নিয়ে একগুচ্ছ অণু কবিতা। ভালোবাসা এমন এক অনুভূতি, যা কখনো শান্ত নীল আকাশের মতো, কখনো বা প্রখর লাল অগ্নিশিখার মতো। কখনো মিষ্টি গোলাপি, কখনো সোনালি রোদের স্পর্শে উজ্জ্বল। প্রতিটি রং যেন ভালোবাসার একেকটি ভাষা, একেকটি গল্প।নীল রঙে রয়েছে প্রশান্তি ও গভীরতা, যা আমাদের মনে জাগায় শীতল এক অনুভূতি। লাল রঙে খুঁজে পাই উষ্ণতা ও আবেগ, যা হৃদয়ের গোপন কোণ ছুঁয়ে যায়। আবার হলুদের মাঝে খুঁজে পাই জীবনের আলোকছটা, যে রং আমাদের প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায়।

ভালোবাসা শুধু এক রঙে সীমাবদ্ধ নয়; এটি বহুমাত্রিক, বহুরঙা। এই অণু কবিতাগুলোতে সেই রঙিন অনুভূতির ছোঁয়া ধরার চেষ্টা করেছি। আশা করি, এই কবিতাগুলো আপনাদের মনে ভালোবাসার এক নতুন অনুভূতির জন্ম দেবে।তাহলে আসুন, রঙে রঙে ভরা ভালোবাসার এই কবিতাগুলোতে ডুব দেই এবং আবিষ্কার করি জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতির একেকটি দিক।

1000044103.jpg
সোর্স

“ অণু কবিতা ”
মোঃ ফয়সাল আহমেদ


কবিতা-১

রঙিন সুরে তোমার হাসি,
মনে আনন্দে ঝরে ফাঁকি।
স্নিগ্ধতার স্পর্শে ভালোবাসা,
সাথে চলা, আলোর পাথিকা।
তোমার চোখে পৃথিবী যেন,
সোনা, রূপা, তামা বেঁধে,
বুঝে ফেলি তোমার হাবেভাবে,
বিশ্বের সব রং তোমার হাতে।

কবিতা-২

লাল সুরে অগ্নি ঝরে,
প্রেমের অঙ্গনে তেজ চলে।
তুমিই সেই যাদু ফুল,
কেন এ রঙে হৃদয় মেলে খুলে।
ভালোবাসার জ্বলন্ত সুর,
অপরাহ্নে অঙ্গীকার গুরুর,
বুকে চিরকাল আগুনের তনু,
স্বপ্নের পথ চলবো শুধু তুমিই।

কবিতা-৩

নীল আকাশে মিলন মেলা,
চিরকাল টিকে যাবে স্নেহমেলা।
শান্তির নীলে সারা বিশ্ব,
প্রেমের গান গাইবে বিরল মিষ্টি।
এ ভালোবাসার অমৃত রং,
তাতে মিশে রয়েছে এক সুরঙ্গ,
মনোবল বাড়াবে তার শোভায়,
নীল আকাশে দুটি প্রেরণা মায়া।

কবিতা-৪

হলুদের রোদে জ্বলে জীবনের স্পন্দন,
সেই রংয়ে ভালোবাসা বাঁধে ব্যথার বন্ধন।
তবে এই হৃদয় বিগলিত বেদনায়,
প্রেম তার চিরকাল দৃঢ় স্থায়ী।
জীবনকে সোনালি আলোয় পূর্ণ করে,
প্রতিটি দিন ভালোবাসার রঙ ভরে,
অপরূপ হয়ে থাকে স্মৃতির আঁকিবুকি,
অলংকৃত আমাদের ভালবাসার বুকি।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 8 days ago 

আপনার লেখা প্রতিটা অনু কবিতা অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছে অনু কবিতাগুলো পড়তেও অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে অনু কবিতা গুলো লেখার টপিক অনেক সুন্দর ছিল। আমার কাছে আপনার অনু প্রথম কবিতা বেশি ভালো লেগেছে।

 8 days ago 
 8 days ago 

1000044107.jpg

 8 days ago 

ভালোবাসা প্রকাশের একমাত্র মাধ্যম হচ্ছে কবিতা। কবিতার মাধ্যমেই মনের ভাব সম্পুর্ণরুপে প্রকাশ করা যায়।আপনার কবিতা পড়ে মনটা আমার ভালো হয়ে গেছে একদম।মুগ্ধতা রেখে গেলাম।

 8 days ago 

ভাইয়া আপনি তো দারুন দারুন কবিতা লিখেছেন। এ ধরনের ছোট ছোট অনু কবিতা গুলো আমার ভীষণ ভালো লাগে। আপনার লেখা প্রতিটি কবিতা পড়ে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 8 days ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা প্রতিটি অনুকবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রতিটি কবিতার লাইন গুলো সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন। বিশেষ করে শেষের দুটি অনুকবিতা অনেক বেশি সুন্দর লাগছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 days ago 

চমৎকার সব কবিতা লিখে শেয়ার করলেন আপনি আজ আমাদের সাথে। প্রতিটা কবিতার মধ্যেই কাব্য আছে এবং কবিতা লেখা বেশ সুন্দর হয়েছে। তবে একদম শেষের কবিতা টা বেশি ভালো লেগেছে।

 7 days ago 

আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। খুবই সুন্দর ভাষায় ছন্দে মিলিয়ে লিখেছেন, আমার কাছে ভালো লেগেছে।