একগুচ্ছ অণু কবিতা✍️
আজকের দিনটি সাজিয়ে তুলতে আপনাদের জন্য নিয়ে এসেছি ভালোবাসার বিভিন্ন রঙ নিয়ে একগুচ্ছ অণু কবিতা। ভালোবাসা এমন এক অনুভূতি, যা কখনো শান্ত নীল আকাশের মতো, কখনো বা প্রখর লাল অগ্নিশিখার মতো। কখনো মিষ্টি গোলাপি, কখনো সোনালি রোদের স্পর্শে উজ্জ্বল। প্রতিটি রং যেন ভালোবাসার একেকটি ভাষা, একেকটি গল্প।নীল রঙে রয়েছে প্রশান্তি ও গভীরতা, যা আমাদের মনে জাগায় শীতল এক অনুভূতি। লাল রঙে খুঁজে পাই উষ্ণতা ও আবেগ, যা হৃদয়ের গোপন কোণ ছুঁয়ে যায়। আবার হলুদের মাঝে খুঁজে পাই জীবনের আলোকছটা, যে রং আমাদের প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায়।
ভালোবাসা শুধু এক রঙে সীমাবদ্ধ নয়; এটি বহুমাত্রিক, বহুরঙা। এই অণু কবিতাগুলোতে সেই রঙিন অনুভূতির ছোঁয়া ধরার চেষ্টা করেছি। আশা করি, এই কবিতাগুলো আপনাদের মনে ভালোবাসার এক নতুন অনুভূতির জন্ম দেবে।তাহলে আসুন, রঙে রঙে ভরা ভালোবাসার এই কবিতাগুলোতে ডুব দেই এবং আবিষ্কার করি জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতির একেকটি দিক।
মোঃ ফয়সাল আহমেদ
রঙিন সুরে তোমার হাসি,
মনে আনন্দে ঝরে ফাঁকি।
স্নিগ্ধতার স্পর্শে ভালোবাসা,
সাথে চলা, আলোর পাথিকা।
তোমার চোখে পৃথিবী যেন,
সোনা, রূপা, তামা বেঁধে,
বুঝে ফেলি তোমার হাবেভাবে,
বিশ্বের সব রং তোমার হাতে।
লাল সুরে অগ্নি ঝরে,
প্রেমের অঙ্গনে তেজ চলে।
তুমিই সেই যাদু ফুল,
কেন এ রঙে হৃদয় মেলে খুলে।
ভালোবাসার জ্বলন্ত সুর,
অপরাহ্নে অঙ্গীকার গুরুর,
বুকে চিরকাল আগুনের তনু,
স্বপ্নের পথ চলবো শুধু তুমিই।
নীল আকাশে মিলন মেলা,
চিরকাল টিকে যাবে স্নেহমেলা।
শান্তির নীলে সারা বিশ্ব,
প্রেমের গান গাইবে বিরল মিষ্টি।
এ ভালোবাসার অমৃত রং,
তাতে মিশে রয়েছে এক সুরঙ্গ,
মনোবল বাড়াবে তার শোভায়,
নীল আকাশে দুটি প্রেরণা মায়া।
হলুদের রোদে জ্বলে জীবনের স্পন্দন,
সেই রংয়ে ভালোবাসা বাঁধে ব্যথার বন্ধন।
তবে এই হৃদয় বিগলিত বেদনায়,
প্রেম তার চিরকাল দৃঢ় স্থায়ী।
জীবনকে সোনালি আলোয় পূর্ণ করে,
প্রতিটি দিন ভালোবাসার রঙ ভরে,
অপরূপ হয়ে থাকে স্মৃতির আঁকিবুকি,
অলংকৃত আমাদের ভালবাসার বুকি।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আপনার লেখা প্রতিটা অনু কবিতা অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছে অনু কবিতাগুলো পড়তেও অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে অনু কবিতা গুলো লেখার টপিক অনেক সুন্দর ছিল। আমার কাছে আপনার অনু প্রথম কবিতা বেশি ভালো লেগেছে।
X-Promotion
ভালোবাসা প্রকাশের একমাত্র মাধ্যম হচ্ছে কবিতা। কবিতার মাধ্যমেই মনের ভাব সম্পুর্ণরুপে প্রকাশ করা যায়।আপনার কবিতা পড়ে মনটা আমার ভালো হয়ে গেছে একদম।মুগ্ধতা রেখে গেলাম।
ভাইয়া আপনি তো দারুন দারুন কবিতা লিখেছেন। এ ধরনের ছোট ছোট অনু কবিতা গুলো আমার ভীষণ ভালো লাগে। আপনার লেখা প্রতিটি কবিতা পড়ে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা প্রতিটি অনুকবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রতিটি কবিতার লাইন গুলো সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন। বিশেষ করে শেষের দুটি অনুকবিতা অনেক বেশি সুন্দর লাগছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
চমৎকার সব কবিতা লিখে শেয়ার করলেন আপনি আজ আমাদের সাথে। প্রতিটা কবিতার মধ্যেই কাব্য আছে এবং কবিতা লেখা বেশ সুন্দর হয়েছে। তবে একদম শেষের কবিতা টা বেশি ভালো লেগেছে।
আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। খুবই সুন্দর ভাষায় ছন্দে মিলিয়ে লিখেছেন, আমার কাছে ভালো লেগেছে।