"ক্লে দিয়ে কিউট খরগোশ তৈরির সহজ পদ্ধতি"🐇

in আমার বাংলা ব্লগ8 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

1000018306.jpg

দীর্ঘ কয়েক দিন অসুস্থ থাকার পর গতকাল থেকে একটু ভালো লাগছে। শারীরিক ও মানসিকভাবে ভালো লাগা ফিরে পেয়ে, আমি ভাবলাম কিছু ক্রিয়েটিভ কাজ করি। অনেকক্ষণ চিন্তা করার পর সিদ্ধান্ত নিলাম, কেন না একটি কিউট খরগোশ তৈরি করি। ক্লে দিয়ে ছোট্ট এই খরগোশটি বানাতে শুরু করার সাথে সাথে আমার মনও এক ধরনের প্রশান্তি অনুভব করল। খুব দ্রুত এবং সহজেই এটি তৈরি করতে পারলাম। কাজটি যখন শেষ হল, আমি বুঝতে পারলাম যে, সৃষ্টিশীল কাজ আসলে আমাদের মনের ভালো লাগা ফিরিয়ে আনতে পারে। এই খরগোশটি তৈরি করার পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আপনারাও নতুন কিছু তৈরি করার আগ্রহ অনুভব করবেন। চলুন, শুরু করা যাক!

প্রয়োজনীয় উপকরণ:-

1000018288.jpg

  • ক্লে
  • কলম
ধাপ সমূহ:-
1000018289.jpg1000018290.jpg
  • প্রথমে ক্লে হাতে নিয়ে মাঝারি আকারের একটি বল বানালাম। তারপর দুই হাতের মাঝখানে নিয়ে হালকা করে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করলাম।

1000018291.jpg

  • এরপর আরো কিছু ক্লে নিয়ে দুই হাতের মাঝখানে চাপ দিয়ে একটা রোল তৈরি করলাম।

1000018292.jpg

  • ক্লে দিয়ে তৈরি করা রোলটি এবার মাঝখান দিয়ে দুই ভাগ করে খরগোশের দুটি কান তৈরি করলাম।

1000018293.jpg

  • এবার কান দুইটি মাথার উপরে লাগিয়ে দিলাম।
1000018294.jpg1000018296.jpg
  • এরপর আবার ক্লে দিয়ে ছোট ছোট মোট চারটি বল তৈরি করলাম।সেই বল গুলো মূলত খরগোশের পা।এরপর খরগোশের বডি সাথে পা চারটি লাগিয়ে দিলাম।

1000018300.jpg

  • সবশেষে একটি কলম দিয়ে খরগোশের চোখ এবং নাক অঙ্কন করলে দিলাম।আর এভাবেই খুব কম সময়ের মধ্যে ক্লে দিয়ে কিউট একটি খরগোশ তৈরি করে ফেললাম।
উপস্থাপন:-

1000018302.jpg

খুব সহজে এবং কম সময়ের মধ্যে ক্লে দিয়ে এত সুন্দর একটি কিউট খরগোশ তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরে আমি সত্যিই খুব খুশি। এই কাজটি করতে গিয়ে আমি উপভোগ করেছি এবং মনে হলো, সৃষ্টিশীল কাজ আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারি। ক্লে দিয়ে খরগোশটি তৈরি করার প্রক্রিয়া ছিল বেশ সহজ এবং মজার। আশা করি, আপনাদেরও এটি ভালো লেগেছে। এটি আমার কাছে একটি খুবই আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল।

1000018303.jpg

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

মোবাইলSamsung A33 (5G)
ধরণ""ক্লে দিয়ে কিউট খরগোশ তৈরির সহজ পদ্ধতি""
ক্যমেরা মডেলA33 (48+8+5+2)
ক্যাপচার@mohamad786
অবস্থানঢাকা - বাংলাদেশ

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 8 days ago 

যদিও ততটা খরগোশের মতো হয়নি তবে খারাপ ও হয়নি। তবে চেষ্টা করবেন আরও ইউনিক কিছু বানানোর। লাল কালার দেওয়াতে দেখতে বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 8 days ago 
 8 days ago 

অনেক ভালো লেগেছে দেখে আপনি খুব সুন্দর একটি কিউট খরগোশ তৈরি করেছেন। ক্লে দিয়ে লাল কালারের এত সুন্দর একটি খরগোশ তৈরি করা দেখে আমার খুবই ভালো লাগলো। ভিন্নভাবে তৈরি করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 7 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 8 days ago 

ওমা! লাল রঙের খরগোস বাস্তবে যদিও কোনদিন দেখিনি। কিন্তু আপনার ক্লে দিয়ে তৈরি করা এই খরগোশটি দেখে খুবই ভালো লাগছে। সত্যিই যদি বাস্তবে খরগোশ লাল রঙের হতো তাহলে কেমন হতো সেটাই কল্পনা করার চেষ্টা করছি।

 7 days ago 

লাল রঙের খরগোশ থাকলে আসলেই দেখতে অনেক কিউট লাগতো।

 8 days ago 

বাবা ভালোই তো!লাল টুকটুকে খরগোশ তৈরি করেছেন দেখছি।ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করলেই সুন্দর লাগে। কম সময়ে সুন্দর একটা ক্রিয়েটিভ কাজ করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ক্রিটিভিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 7 days ago 

তোমাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 8 days ago 

অসাধারণ ভাই আপনি নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে ক্লে দিয়ে খুব সহজেই একটি খরগোশ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা দেখতে এবং তৈরি করতে আমার খুবই ভালো লাগে। যাইহোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ ক্লে দিয়ে খুবই সুন্দর একটি খরগোশ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 days ago 

জি ভাই একদম ঠিক বলেছেন ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে ভালোই লাগে এবং ভালো একটি সময় উপভোগ করা যায়।

 8 days ago 

প্লে দিয়ে তো দেখে এখনো অনেকে অনেক জিনিস তৈরি করে। সবার মত করে আজ আপনি তুলে দিয়ে একটি সুন্দর জিনিস তৈরি করেছেন। আপনার তৈরি করা রঙিন খরগোশটি দেখতে অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 8 days ago 

1000043836.jpg

 8 days ago 

ক্লে দিয়ে কিউট খরগোশ তৈরির সহজ পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনি খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছেন কিভাবে খরগোশ তৈরি করতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 days ago 

আপনি অনেক সুন্দর খরগোশ তৈরি করেছেন দেখে খুশি হলাম। বেশ ভালো লাগলো এত সুন্দর ভাবে খরগোশ তৈরি করতে দেখে। আসলে এখন আমি খেয়াল করে দেখি অনেকেই ক্লে ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর কিছু তৈরি করে দেখায়। এটা কিন্তু ভালো একটা বিষয়।