স্বরচিত কবিতা: ফিরে কি আসবেনা

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।


ভালোবাসার প্রিয় মানুষের জন্য আমাদের মনের ভিতর অনেক স্বপ্ন এবং অনেক চাওয়া পাওয়া থাকে। যখনই প্রিয় মানুষটি আমাদের ছেড়ে চলে যায় তখন যেন হৃদয়টা একদম ফাঁকা ফাঁকা হয়ে যায়।আসলে প্রিয় মানুষটি যেন হৃদয়ের পুরো জায়গা ধরেই বসবাস করে। আর তাকে ছাড়া হৃদয়টা একদম ফাঁকা হয়ে যায়। তাই প্রিয় মানুষটি যখন আমাদের ছেড়ে চলে যায় তখন তার আশাতেই পথ চেয়ে থাকি। সে কবে ফিরে আসবে এটাই যেন ভাবি, কিন্তু কিছু কিছু প্রিয় মানুষ আমাদের সাথে প্রতারণা করে ভালবাসার নামে ছলনা করে। যায় কারণে এই প্রিয় মানুষগুলো আর ফিরে আসে না। তখন অন্যের হাত ধরে চলে যায় কিন্তু মনের ভিতর হৃদয়ের গভীর থেকে তার প্রতি যে ভালোবাসার জন্ম হয়েছিল সেই ভালোবাসা যেন থেকেই যায়। আর এই ভালোবাসায় যেন আমাদের সেই মানুষটির কথা বারবার মনে করে দেয়। তাই হৃদয়ের অনুভূতি এবং ভালোবাসার প্রিয় মানুষ কে কাছে পাওয়ার অনুভূতি নিয়ে আজকের এই কবিতাটি লিখেছি। তো বন্ধুরা আমার লেখা এই কবিতাটি পড়ে আশা করছি আপনাদের ভালো লাগবে।


sunset-3156176_1280.jpg

সোর্স

“ফিরে কি আসবেনা”
মোঃ ফয়সাল আহমেদ


তুমি কি ফিরে আসবেনা,
ভালো কি আর বাসবেনা এই আমাকে।
তোমায় নিয়ে স্বপ্ন দেখেছিলাম,
থাকবো তোমার সাথে ভালোবাসার আদর সোহাগে।

ভালোবাসার স্বপ্ন দেখেছিলাম দুচোখ ভরে,
আসবে তুমি আমার কাছে,
থাকবো যুগ যুগ ধরে।
তোমায় নিয়ে মনের ভিতরে স্বপ্ন ছিলো অনেক।
স্বপ্নগুলো ভেঙ্গে দিয়ে চলে গেলে তুমি বহুদূরে।

তোমার অপেক্ষাতেই থাকি,
আমি আজও দাঁড়িয়ে।
আসবে কি তুমি ভালো কি বাসবে আমায়,
তোমার হৃদয় দিয়ে।

হৃদয়ের যত সুখ যত চাওয়া ছিল তোমায় ঘিরে,
তোমায় নিয়ে থাকতাম আমি,
ভালোবাসার সুখের ঘরে।
তুমি চলে গেলে অন্যের কাছে,
ফিরে কি আসবে আমার ভালোবাসার টানে।

ফিরে আসো প্রিয় তুমি,
আমার ভালোবাসার টানে।
আজও ভালবাসি আমি শুধু তোমায়,
আমার এই হৃদয় দিয়ে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

প্রিয় মানুষটিকে হারানোর কষ্ট সত্যি অনেক বেশি। আর প্রিয় মানুষটিকে হারালে হৃদয়ে অদ্ভুত কষ্ট অনুভব হয়। আপনার লেখা কবিতার লাইন গুলো খুবই ভালো লেগেছে ভাইয়া। আপনি নিজের অনুভূতি থেকে চমৎকার একটি কবিতা লিখে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 days ago 

ভালোবাসলে অনেক কষ্ট যাতনা সহ্য করে চলতে হয়। প্রায়শই দেখা যায় আশানুরুপ হয় না আমরা যা ভাবি, বরং তার উল্টোটাই ঘটে চলে।
তবুও মানুষের হৃদয়ে ভালোবাসা নানা চড়াই উতরাই পেরিয়ে বেঁচে থাকে, যুগের পর যুগ ধরে তার নিজস্ব মহিমায় করে।
আপনার কবিতাটি দারুন হয়েছে, বেশ আধুনিক ঢঙের ছন্দপ্রয়োগ লক্ষ্য করা গেছে। তবে একটা চাপা আক্ষেপের সুর লক্ষ্য করেছি, চাওয়া পাওয়ার মাঝে।
ভালো লিখেছেন, শুভকামনা রইলো।

 3 days ago 

বাহ্ সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া।প্রিয় মানুষের ফিরে আসা নিয়ে কবিতাটি জাস্ট অসাধারণ ছিল।লাইন গুলো ছন্দের সাথে মিলে গেছে খুব সুন্দর ভাবে।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 days ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল। আসলে ভালোবাসার প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করতে ভালো লাগে। যদি ফিরে আসে তাহলে ভালোবাসা পূর্ণতা পায়