You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৮

in আমার বাংলা ব্লগ3 months ago

তোমার মায়াবী চাহনিতে আমি হারাই প্রতিনিয়ত,
তোমার ছোঁয়াতে পাই যেন জীবনের মধুরতা অগণিত।
আমার সুখের আকাশে তুমি একখণ্ড রোদ্দুর,
তোমার হাসিতে ঢেকে যায় সমস্ত অন্ধকারের দূর।

তোমায় নিয়ে স্বপ্নের বাগান রচনা করি প্রতিদিন,
তোমার সাথে কাটানো মুহূর্ত যেন এক অমূল্য রত্ন।
জীবনের পথে যতই আসুক কাঁটা আর কণ্টক,
তোমায় নিয়ে চলবো আমি, থাকবো অটুট, থাকবো অটল।