You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪৫৬ | চিন্তা মুক্ত থাকার ঘরোয়া উপায় কি?

in আমার বাংলা ব্লগ6 days ago

চিন্তা মুক্ত থাকতে চাইলে:

১. চিন্তাগুলোকে টেবিলের নিচে চাপা দিয়ে চা খান।
২. ফ্রিজে সব চিন্তা জমা রেখে একটু ঘুমান।
৩. সারাদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, "তুমি দারুণ!" চিন্তাগুলো ভয় পেয়ে পালাবে! 😆

Sort:  
 5 days ago 

আপনি কি প্রতিদিন এরকমটা করে থাকেন নাকি ভাইয়া?? অভিজ্ঞ বলে মনে হচ্ছে 🤭।

 5 days ago 

মোটামুটি এইসবই করা হয়,তবে ফ্রিজে তো আর চিন্তা জমা রাখতে পারব না,তাই ঘুমানোর আগে মাথায় পানি ঢেলে চিন্তামুক্ত হয়ে ঘুমায়।হিহিহি

 5 days ago 

চিন্তা নিয়ে ভালই তো চিন্তা ভাবনা করেছেন আপনি। বুদ্ধিগুলো ভালোই দিয়েছেন।

 5 days ago 

চিন্তা নিয়ে গভীর চিন্তা করেই বুদ্ধিগুলো বার করেছে আপু।হিহিহি

 5 days ago 

আপনি তো দেখছি চিন্তা মুক্ত থাকার বেশ কিছু টেকনিক তুলে ধরেছেন। এই টেকনিক গুলো ফলো করতে করতে তো চিন্তা আরো বেড়ে যাবে ভাইয়া।

 5 days ago 

হাহাহা, চিন্তার উপরে চিন্তার আরো একটা স্তর হলে চিন্তা মুক্ত থাকার একটা সম্ভাবনা তৈরি হয়।