You are viewing a single comment's thread from:
RE: "আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫১২ [তারিখ : ১০-১২-২০২৪]
আমার এই বোনটা বাংলা ব্লগে ঢোকার জন্য অনেকদিন ধরেই আমাকে জোরাজোরি করতেছিল।আমি ওর ওপর বিশ্বাস রাখতে পারছিলাম না, যে ও ঠিকমতো কাজ করতে পারবে।অবশেষে অনেক জড়াজড়ি করার পর আমি রাজি হলাম এবং ওকে আমাদের পরিবারের একজন সদস্য করে নিলাম।শুরু থেকেই ওর পোস্ট গুলো দেখে আমি অনেকটা অবাক হয়েছি। আমার থেকে তেমন হেল্প নেয়নি, তারপরেও ওর পোস্টগুলোর কোয়ালিটি অনেক ভাল ছিল।যা আমাকে অবাক করেছিল।এখন প্রত্যেকটা লেভেল পার করে আসার পর দেখি অনেক বেশি উন্নত করেছে।এবং খুব অল্প সময়ের মধ্যেই কমিউনিটিতে ভালো একটি জায়গা করে নিতে পেরেছে। @srshelly0399 তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
ভাইয়া এখানে ভুলে আপনি গতকালকের শাপলা আপুর পোস্টের স্ক্রিনশট দিয়ে দিয়েছেন।