কবিতা আবৃত্তি পোস্ট || আমি খুঁজি তোমায় (হাফিজ উল্লাহ ভাই)
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিভিন্ন ধরনের কবিতা পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।
কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি
যাইহোক হাফিজ উল্লাহ ভাইয়ের প্রায় সব কবিতা আমার খুব ভালো লাগে। এই কবিতাটি ৩/৪ দিন আগে হাফিজ উল্লাহ ভাইয়ের পোস্টের মাধ্যমে পড়া হয়েছে আমার। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছিল আমার। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। তাই আমি @hafizullah ভাইয়ের লেখা "আমি খুঁজি তোমায়" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
কবিতা : আমি খুঁজি তোমায়
কবি : হাফিজ উল্লাহ ভাই
কবিতা আবৃত্তি : @mohinahmed
কবিতার লাইনগুলো নিম্নরূপ :
হৃদয়ের বিষন্নতায় আমি খুঁজি তোমায়
হৃদয়ের শীতলতায় আমি খুঁজি তোমায়,
তোমার ভাবনায় হৃদয়ে অস্থিরতা বাড়ে
তোমার স্পর্শতায় হৃদয়ে উষ্ণতা ফিরে।
হৃদয়ের চঞ্চলতায় আমি খুঁজি তোমায়
হৃদয়ের উদ্দীপনায় আমি খুঁজি তোমায়,
তোমার কল্পনায় হৃদয়ে চঞ্চলতা বাড়ে
তোমার মুগ্ধতায় হৃদয়ে উষ্ণতা ফিরে।
হৃদয়ের নিস্তব্ধতায় আমি খুঁজি তোমায়
হৃদয়ের নির্জীবতায় আমি খুঁজি তোমায়,
তোমার শুন্যতায় হৃদয়ে নীরবতা বাড়ে
তোমার কণ্ঠস্বরে হৃদয়ে উষ্ণতা ফিরে।
হৃদয়ের ছায়ায় আমি খুঁজি তোমায়
হৃদয়ের মমতায় আমি খুঁজি তোমায়,
তোমার মায়ায় হৃদয়ে স্পন্দন বাড়ে
তোমার কায়ায় হৃদয়ে প্রশান্তি ফিরে।
তুমি থাকো হৃদয়ের বিমল সীমানায়
সময়ে-অসময়ে হৃদয়ে চঞ্চলতা ছড়াও,
তুমি থাকো হৃদয়ের স্বপ্নিল ভাবনায়
দিনে-রাতে হৃদয়ে পরমানন্দ বাড়াও।
কবিতা আবৃত্তির লিংক👇👇
ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | কবিতা আবৃত্তি |
---|---|
আবৃত্তি | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S9 Plus |
তারিখ | ২৮.১১.২০২৪ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক প্রুফ:
X-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
হাফিজ উল্লাহ ভাইয়ের লেখা আমি খুঁজি তোমায় কবিতাটি আপনি আবৃত্তি করে আমাদের শোনালেন।অনেক সুন্দর ভাবে কবিতাটি আবৃতি করেছেন।আমাদেরকে আবৃত্তি করে শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করেছি দারুণভাবে আবৃত্তি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে। যাইহোক আমার আবৃত্তি শুনে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আমাদের সকলের প্রিয় হাফিজ উল্লাহ ভাইয়ের আমি খুঁজি তোমায় কবিতাটি আপনার কন্ঠে বেশ দারুন ভাবে আবৃত্তি করেছেন।কবিতাটি যেমন সুন্দর তেমনি আপনার অসাধারণ আবৃত্তি। অনেক ধন্যবাদ ভাই আপনার কন্ঠে দারুন একটি কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কবিতাটি আসলেই খুব সুন্দর। যাইহোক আমার আবৃত্তি শুনে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
হাফিজ ভাইয়ের কবিতায় ছন্দে এবং অর্থের মিলের দারুণ একটা ব্যাপার লক্ষ্য করা যায়। কবিতা টা দারুণ আবৃত্তি করেছেন আপনি ভাই। বেশ চমৎকার লাগল আপনার কবিতা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
হাফিজ ভাই দারুণভাবে কবিতায় ছন্দ মেলাতে পারেন। তাই উনার কবিতাগুলো পড়তে এবং আবৃত্তি করতে ভীষণ ভালো লাগে। গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
অনেক দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন ভাই। আপনার লেখা কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করেন আমাদের মাঝে। ধন্যবাদ ভাইয়া এত দারুন একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।
আমি তো কবিতা লিখে শেয়ার করিনি আপু,আমি হাফিজ উল্লাহ ভাইয়ের লেখা কবিতা আবৃত্তি করে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি কমেন্টটি ঠিক করে নিবেন।
ধন্যবাদ ভাই আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য।