You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ২৬২ | আমরা অপরাধ করেও নিজের বদনাম করি না কেন?

in আমার বাংলা ব্লগ7 months ago

আমরা অপরাধ করেও নিজের বদনাম করি না কেন?

বিয়ের আগে অপরাধ করলেও নিজের বদনাম করতাম না। কারণ আমি একটা বদনাম করলে,আশেপাশের লোকজন আরও দশটা বাড়িয়ে বলবে। তাহলে তো আর বিয়ে করতে পারবো না। কারণ মেয়ের মা বাবা তো বদনাম শুনে বিয়ে দিবে না আমার কাছে। কিন্তু বিয়ের পর থেকে অপরাধ করলে নিজের বদনাম নিজেই করি। এখন যদি বউয়ের মা বাবা এতো বদনাম শুনে, তাদের মেয়েকে আমার কাছে রাখে তাহলে তো ভালো। আর যদি না রাখে তাহলে আরো ভালো। কারণ আরেকটা বিয়ের সুযোগ পাবো🤣🤣🤣। সম্ভব হলে আমাদের কমিউনিটির সবাই এসে আমার বদনাম করে যান😂😂😂।

Posted using SteemPro Mobile