You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৩১৪ | শীতকালে স্নান করতে মেয়েরা বেশি কুঁড়ে হয় নাকি ছেলেরা বেশি কুঁড়ে ?

in আমার বাংলা ব্লগ10 months ago

শীতকালে স্নান করতে মেয়েরা বেশি কুঁড়ে হয় নাকি ছেলেরা বেশি কুঁড়ে ?

অবশ্যই মেয়েরা কুঁড়ে হয়। আমি দক্ষিণ কোরিয়া থাকতে মাইনাস ২০-২৫° ডিগ্রী সেলসিয়াসের সময়েও গোসল করা মিস করিনি কখনো। আর আমার ওয়াইফকে দেখি বাংলাদেশের শীতে অর্থাৎ ১৫-২০ ডিগ্রী সেলসিয়াসেও সপ্তাহে ২/১ দিন গোসল করে😂😂। আর এদিকে দামী দামী পারফিউম কিনতে কিনতে আমার পকেট অসুস্থ হয়ে যায়।

বিঃদ্রঃ ভাবছি আগামী শীতের সময় আমার শ্বশুর শ্বাশুড়িকে বলবো একটি পিক-আপ গাড়ি ভর্তি করে পারফিউম পাঠাতে উনাদের মেয়ের জন্য 🤣। তারপর গোসল করলে করুক না করলে নাই, এই নিয়ে আমার আর মাথা ব্যথা থাকবে না 🤣।

Posted using SteemPro Mobile