You are viewing a single comment's thread from:
RE: শৈশব জীবনের স্বাদের স্মৃতি || জীবনের গল্প
ভাই গরমের তীব্রতা যতই বাড়ুক না কেনো, কিছু কিছু মেয়েরা তবুও পার্লারে যাওয়া বন্ধ করবে না। যাইহোক আপনার শৈশবের স্মৃতি পড়ে ভীষণ ভালো লাগলো ভাই। ছোটবেলায় আমরাও একসাথে দলবদ্ধ হয়ে বসে, কাঁঠালের মুচি খেতাম লবণ আর মরিচের গুঁড়া মিক্সড করে। তাছাড়া চুরি করে কাঁচা আম খেতে যে কি ভালো লাগতো,সেটা বলে বুঝানো যাবে না। সেই দিনগুলো আসলেই খুব মিস করি। এককথায় বলতে গেলে শৈশব হচ্ছে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। এখনকার ছেলেমেয়েরা এসবকিছু থেকে একেবারেই বঞ্চিত। তারা এখন মোবাইল কিংবা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসের উপর নির্ভরশীল। যাইহোক শৈশবের মজার স্মৃতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।