You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ২৯৮||১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনকে নিয়ে বাবা-মার সামনে ধরা খেলে কি করবেন?

in আমার বাংলা ব্লগlast year

১৪ই ফেব্রুয়ারি নিজের ভ্যালেন্টাইনকে সাথে নিয়ে, বাবা-মার সামনে ধরা খেলে কি করবেন আপনি?

বলবো এই মেয়েটির বয়ফ্রেন্ড নেই বলে,ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারেনি,তাই রাস্তায় দাঁড়িয়ে হাউমাউ করে কান্নাকাটি করছিল। আমার দেখে খুব মায়া লেগেছিল। তাই আমি এই মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার জন্য বয়ফ্রেন্ড এর অভিনয় করছি। তখন আমার মা, আমার বাবাকে বলবে, দেখেছো তোমার ছেলে তোমার মতোই পরোপকারী হয়েছে😂😂।

বিঃদ্রঃ আমার বাবাও একসময় আমার দাদা দাদীর কাছে এভাবে ধরা খেয়ে একই ডায়ালগ দিয়েছিল🤣🤣।