সময়ের দারুণ স্নিগ্ধতায় এই ক্লান্ত বকবক
অনেক জমানো কথা
বলার পর ও যেন কম পড়ে যাবে একটা পূর্ণিমা।
ভালোবাসার মানুষের সাথে জমানো কথা বলা শুরু করলে,শেষ হতে চায় না। ইচ্ছে করে দিনরাত সারাক্ষণ কথা বলতে। যাইহোক বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।