উঠতি বয়সী কিছু কিছু তরুণেরা বিজয় দিবস হোক কিংবা ভালোবাসা দিবস-ই হোক না কেনো,তারা খুব বাজেভাবে পালন করার চেষ্টা করে। আসলে তারা এইসব দিবস গুলো এভাবে পালন করার জন্য সবসময়ই রেডি হয়ে থাকে। ওদের কারণে যে মানুষজন ডিস্টার্ব ফিল করে,তারা সেটা ভাবেও না। তাদের পরিবারের অভিভাবকেরা তাদেরকে কিছু বলে নাকি,সেটা আমার জানা নেই। যাইহোক তাদের শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।
পারিবারিক শিক্ষার বড্ড অভাব আছে ভাই, এটা একদম সত্য কথা।