হৃদয় যেখানে খাঁটি, সেখানেই সে আসে,
ভিখারীর প্রেমে হয়তো মন্দিরও মাথা নত করে ভাসে।
আসলে যাদের মনের মধ্যে কোনো ভেজাল নেই অর্থাৎ মন একেবারে পরিষ্কার, তাদের সাথে সৃষ্টিকর্তা সবসময়ই থাকেন। যাইহোক বরাবরের মতো আজকেও দারুণ একটি কবিতা শেয়ার করেছেন বৌদি। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।